ETV Bharat / bharat

Mughals Leave UP: সিলেবাসে বদল, দ্বাদশ শ্রেণির এনসিইআরটির বইতে ব্রাত্য 'বাবর-আকবর-শাহজাহান'রা ! - UP NCERT Syllabus News

মুঘল শাসনকালের কথা কেন পড়বে ছাত্রছাত্রীরা ? এ বিষয়টি পড়াতে শিক্ষক লাগে না ৷ এই প্রসঙ্গে তথ্য সহজেই পাওয়া যায় ৷ এমনই যুক্তি খাড়া করে বই থেকে মুঘলদের বাদ দিল এনসিইআরটি । বাদ পড়েছে গুজরাত দাঙ্গার বিষয়টিও।

mughals out of syllabus
মুঘল সম্রাটদের ইতিহাস
author img

By

Published : Apr 4, 2023, 11:14 AM IST

লখনউ, 4 এপ্রিল: মুঘল সম্রাট ও তাঁদের সাম্রাজ্য বিস্তারের কথা আর পড়বেন না ছাত্রছাত্রীরা ৷ নতুন শিক্ষাবর্ষের সিলেবাসে রদবদল ঘটিয়েছে ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং বা এনসিইআরটি ৷ তাদের মতে, ভারতে মুঘলদের ইতিহাসের বিষয়টি ছাত্রছাত্রীদের পড়ার প্রয়োজন নেই ৷ একই জিনিসের পুনরাবৃত্তি হচ্ছে এবং তা অপ্রাসঙ্গিকও বটে ৷ তাই এনসিইআরটি-র দ্বাদশ শ্রেণির ইতিহাসের পাঠ্যপুস্তক থেকে বাদ গিয়েছে ভারতে মুঘল সাম্রাজ্যের ইতিহাস এবং তা ভারতের প্রতিটি রাজ্যের পাঠ্যপুস্তকের জন্য় প্রযোজ্য ৷ বাদ পড়েছে 2002 সালের গুজরাত দাঙ্গাও।আপাতত, নতুন শিক্ষাবর্ষে এনসিইআরটি-র এই সিদ্ধান্ত কার্যকর করতে চলেছে উত্তরপ্রদেশ ৷ শিক্ষা যেহেতু রাজ্য তালিকাভুক্ত তাই অঙ্গরাজ্যের সরকার এ ব্যাপারে নিজেরা সিদ্ধান্ত নিতে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

যোগী-রাজ্যে সিবিএসই-র দ্বাদশ শ্রেণির এনসিইআরটি-র পাঠ্যপুস্তকে থাকবে না ভারতে মুঘল সম্রাটদের কথা ৷ এ প্রসঙ্গে রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক বলেন, "আমরা আমাদের ছাত্রছাত্রীদের এনসিইআরটি-র বই পড়াই ৷ নতুন সংস্করণে সেই বইতে যা থাকবে, সেই অনুযায়ী পড়ানো হবে ৷" প্রাথমিক এবং সেকেন্ডারি শিক্ষা দফতরের অতিরিক্ত মুখ্যসচিব দীপক কুমারও বিষয়টি নিশ্চিত করেছেন ৷ তিনি একটি সংবাদসংস্থাকে বলেন, "আমরা এনসিইআরটি-র বই অনুযায়ী পড়াই ৷ 2023-24 শিক্ষাবর্ষে এনসিইআরটি-র নতুন সংস্করণের বইতে যা থাকবে, আমরা সেই ভাবে রাজ্য সরকারি স্কুলগুলিতে পড়াব ৷"

এই প্রসঙ্গে এনসিইআরটি একটি বিবৃতিতে জানিয়েছে, পাঠ্যপুস্তকের বিষয়সূচি যুক্তিগ্রাহ্য করা হয়েছে ৷ কিছু কিছু বিষয়বস্তু অন্য একটি বিষয়ের বিষয়বস্তুর সঙ্গে মিলে যাচ্ছে ৷ এতে বিষয়গুলি একে অপরের ঘাড়ে চেপে যাচ্ছে ৷ এই ঘটনা বিভিন্ন শ্রেণির পড়ুয়াদের ক্ষেত্রেই ঘটছে ৷ এছাড়া সর্বোপরি, এমন অনেক বিষয়বস্তু আছে, যা পড়ুয়ারা সহজেই পেতে পারে এবং তা পড়াতে শিক্ষকের প্রয়োজন হয় না ৷ এগুলি সাধারণ কোনও সম্প্রদায় বা গোষ্ঠীর কাছ থেকে পেয়ে যাবে পড়ুয়ারা ৷ তেমন বিষয়বস্তুগুলি বাদ দিয়েছে এনসিইআরটি ৷

প্রসঙ্গত, নয়া এই সিলেবাসে দ্বাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞানের পাঠ্যপুস্তকে ভারতীয় রাজনীতির সাম্প্রতিক ঘটনাবলি সংক্রান্ত একটি অধ্যায় রয়েছে ৷ সেখান থেকে গুজরাত দাঙ্গার ঘটনাটি বাদ দেওয়া হয়েছে ৷ 2002 সালে গুজরাত দাঙ্গায় জাতীয় মানবাধিকার কমিশনের রিপোর্ট এবং প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ির 'রাজ ধর্ম' মন্তব্যটিও নেই সেখানে ৷ পাঠ্যপুস্তকে নেই, দলিত আন্দোলনের উপর একটি কবিতাও ৷

আরও পড়ুন: বার্মার ব্রিটিশ কারাগারে একাকী মৃত্যুবরণ শেষ মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফরের

লখনউ, 4 এপ্রিল: মুঘল সম্রাট ও তাঁদের সাম্রাজ্য বিস্তারের কথা আর পড়বেন না ছাত্রছাত্রীরা ৷ নতুন শিক্ষাবর্ষের সিলেবাসে রদবদল ঘটিয়েছে ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং বা এনসিইআরটি ৷ তাদের মতে, ভারতে মুঘলদের ইতিহাসের বিষয়টি ছাত্রছাত্রীদের পড়ার প্রয়োজন নেই ৷ একই জিনিসের পুনরাবৃত্তি হচ্ছে এবং তা অপ্রাসঙ্গিকও বটে ৷ তাই এনসিইআরটি-র দ্বাদশ শ্রেণির ইতিহাসের পাঠ্যপুস্তক থেকে বাদ গিয়েছে ভারতে মুঘল সাম্রাজ্যের ইতিহাস এবং তা ভারতের প্রতিটি রাজ্যের পাঠ্যপুস্তকের জন্য় প্রযোজ্য ৷ বাদ পড়েছে 2002 সালের গুজরাত দাঙ্গাও।আপাতত, নতুন শিক্ষাবর্ষে এনসিইআরটি-র এই সিদ্ধান্ত কার্যকর করতে চলেছে উত্তরপ্রদেশ ৷ শিক্ষা যেহেতু রাজ্য তালিকাভুক্ত তাই অঙ্গরাজ্যের সরকার এ ব্যাপারে নিজেরা সিদ্ধান্ত নিতে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

যোগী-রাজ্যে সিবিএসই-র দ্বাদশ শ্রেণির এনসিইআরটি-র পাঠ্যপুস্তকে থাকবে না ভারতে মুঘল সম্রাটদের কথা ৷ এ প্রসঙ্গে রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক বলেন, "আমরা আমাদের ছাত্রছাত্রীদের এনসিইআরটি-র বই পড়াই ৷ নতুন সংস্করণে সেই বইতে যা থাকবে, সেই অনুযায়ী পড়ানো হবে ৷" প্রাথমিক এবং সেকেন্ডারি শিক্ষা দফতরের অতিরিক্ত মুখ্যসচিব দীপক কুমারও বিষয়টি নিশ্চিত করেছেন ৷ তিনি একটি সংবাদসংস্থাকে বলেন, "আমরা এনসিইআরটি-র বই অনুযায়ী পড়াই ৷ 2023-24 শিক্ষাবর্ষে এনসিইআরটি-র নতুন সংস্করণের বইতে যা থাকবে, আমরা সেই ভাবে রাজ্য সরকারি স্কুলগুলিতে পড়াব ৷"

এই প্রসঙ্গে এনসিইআরটি একটি বিবৃতিতে জানিয়েছে, পাঠ্যপুস্তকের বিষয়সূচি যুক্তিগ্রাহ্য করা হয়েছে ৷ কিছু কিছু বিষয়বস্তু অন্য একটি বিষয়ের বিষয়বস্তুর সঙ্গে মিলে যাচ্ছে ৷ এতে বিষয়গুলি একে অপরের ঘাড়ে চেপে যাচ্ছে ৷ এই ঘটনা বিভিন্ন শ্রেণির পড়ুয়াদের ক্ষেত্রেই ঘটছে ৷ এছাড়া সর্বোপরি, এমন অনেক বিষয়বস্তু আছে, যা পড়ুয়ারা সহজেই পেতে পারে এবং তা পড়াতে শিক্ষকের প্রয়োজন হয় না ৷ এগুলি সাধারণ কোনও সম্প্রদায় বা গোষ্ঠীর কাছ থেকে পেয়ে যাবে পড়ুয়ারা ৷ তেমন বিষয়বস্তুগুলি বাদ দিয়েছে এনসিইআরটি ৷

প্রসঙ্গত, নয়া এই সিলেবাসে দ্বাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞানের পাঠ্যপুস্তকে ভারতীয় রাজনীতির সাম্প্রতিক ঘটনাবলি সংক্রান্ত একটি অধ্যায় রয়েছে ৷ সেখান থেকে গুজরাত দাঙ্গার ঘটনাটি বাদ দেওয়া হয়েছে ৷ 2002 সালে গুজরাত দাঙ্গায় জাতীয় মানবাধিকার কমিশনের রিপোর্ট এবং প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ির 'রাজ ধর্ম' মন্তব্যটিও নেই সেখানে ৷ পাঠ্যপুস্তকে নেই, দলিত আন্দোলনের উপর একটি কবিতাও ৷

আরও পড়ুন: বার্মার ব্রিটিশ কারাগারে একাকী মৃত্যুবরণ শেষ মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফরের

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.