ETV Bharat / bharat

Modi Bengaluru Roadshow: নিট পরীক্ষার জন্য রোড-শোয়ে কাটছাঁট প্রধানমন্ত্রীর

রবিবার দুপুর 12টার মধ্যে রোড-শো শেষ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অন্যদিকে, শনিবার প্রধানমন্ত্রী মোদি প্রায় 26 কিলোমিটারের একটি বিশাল রোড-শো করেন ৷ যে রোড-শো দক্ষিণ বেঙ্গালুরুর বেশিরভাগ অংশ জুড়েই ছিল বলে দাবি বিজেপির ৷

Etv Bharat
রোডশোয় কাটছাঁট প্রধানমন্ত্রীর
author img

By

Published : May 7, 2023, 8:22 PM IST

Updated : May 7, 2023, 9:23 PM IST

বেঙ্গালুরু/শিবমোগা (কর্নাটক), 7 মে: ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট (এনইইটি) বা নিট পরীক্ষার জন্য নির্বাচনী প্রচারে কাটছাঁট করলেন প্রধামন্ত্রী নরেন্দ্র মোদি ৷ রবিবার রোড-শোয়ের পর তিনি নিজেই জানান, তাঁর দলের সদস্যদের তিনি স্পষ্ট নির্দেশ দিয়েছিলেন, সকালে মেগা রোড-শো সংক্ষিপ্তাকারে করতে ৷ শুধু তাই নয়, এমনভাবে তা সংগঠিত করতে হবে যাতে শিক্ষার্থীদের কোনও সমস্যা না হয় ৷ নির্বিঘ্নে যাতে পড়ুয়ারা পরীক্ষা দিতে পারে সেদিকেও লক্ষ্য রাখতে দলকে সাফ জানিয়েছিলেন প্রধানমন্ত্রী ৷

এদিন প্রধানমন্ত্রী মোদি বলেন, "একটি দীর্ঘ রোড-শো হওয়ার কথা ছিল ৷ কিন্তু এনইইটি পরীক্ষার কারণে, আমি আমাদের দলকে অনুরোধ ছিলাম যে, আমাদের পরীক্ষা (নির্বাচন) 10 মে, কিন্তু শিক্ষার্থীদের পরীক্ষা আজ। তাদের পরীক্ষার কথাও আমাদের ভাবতে হবে ৷ সে কারণেই, আমরা সকালে রোড-শো তাড়াতাড়ি শেষ করেছি ৷" সেই সঙ্গে প্রধানমন্ত্রী জানিয়েছেন, রবিবার হওয়া সত্ত্বেও বেঙ্গালুরুর মানুষ যেভাবে বিশ্বাস এবং যে ভালবাসা দেখিয়েছে তাতে তিনি আপ্লুত ৷ এমনকী মানুষের সমর্থন তাঁর হৃদয়কে স্পর্শ করে গিয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী ৷ তিনি বলেন, "আমি কর্ণাটকের কাছে ঋণী থাকব ৷"

চলতি বছর, ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট মেডিকেল কোর্সের পরীক্ষা রবিবার দুপুর 2 টো থেকে গোটা দেশে হয়। রবিবার প্রধানমন্ত্রীর রোড-শো সকাল 10টায় শুরু হয়ে দুপুর 1.30 টায় শেষ হওয়ার কথা থাকলেও, কমানো হয় সেই রাস্তা ৷ প্রায় 26 কিলোমিটার জুড়ে রোড-শো করার কথা ছিল প্রধানমন্ত্রীর, যা কমিয়ে মাত্র আট কিলোমিটার করা হয় । এদিন সকালে, কর্ণাটকের নির্বাচনী প্রচারের শেষ দিনে প্রধানমন্ত্রী বেঙ্গালুরু কেন্দ্রীয় লোকসভা কেন্দ্রে তাঁর নির্ধারিত রোড-শো শুরু করেন। রাস্তায় সারিবদ্ধ মানুষ প্রধানমন্ত্রীর উদ্দেশে প্রবল উল্লাসে হাত নাড়তে দেখা যায় ৷ পালটা তাঁদের অভিবাদন জানান প্রধানমন্ত্রীও ৷

এদিন দুপুর 12টার মধ্যে রোড-শো শেষ করেন প্রধানমন্ত্রী মোদি। অন্যদিকে, শনিবার প্রধানমন্ত্রী মোদি প্রায় 26 কিলোমিটারের একটি বিশাল রোড-শো করেন ৷ যে রোড-শো দক্ষিণ বেঙ্গালুরুর বেশিরভাগ অংশ জুড়েই ছিল বলে দাবি বিজেপির ৷ এদিন ভোরের দিকে বৃষ্টি হলেও রাস্তার দু'পাশে হাজারো উৎসাহী মানুষের ভিড়ে কোনও খামতি ছিল না ৷ বৃষ্টির জেরে রোড-শো প্রায় এক ঘণ্টা দেরিতেও শুরু হয় ৷ সূত্রের খবর, বৃষ্টির কারণেই পরিকল্পনা অনুযায়ী মেখরি সার্কেল থেকে এইচএএল বিমানবন্দরে যেতে পারেননি প্রধানমন্ত্রী ৷ তাঁকে সড়কপথে আসতে হয়। রোড-শো নিউ থিপ্পাসান্দ্রার কেম্পেগৌড়া মূর্তির পাদদেশ থেকে শুরু হয়ে জেবি নগর, ইন্দিরানগর, উলসুর ঘুরে ট্রিনিটি সার্কেলে শেষ হয়। প্রধানমন্ত্রীর রোড-শোয়ে আগাগোড়া সঙ্গী ছিলেন বেঙ্গালুরুর সাংসদ পিসি মোহনকেও।

এদিন নাম না করে কংগ্রেসকে 'ভয়ঙ্কর দল' বলেও কটাক্ষ করেন প্রধানমন্ত্রী ৷ তিনি বলেন, "যখন কোনও মিথ্যা কাজ করেনি, তখন কংগ্রেস তার প্রবীণ নেত্রী সোনিয়া গান্ধিকে কর্ণাটক নির্বাচনে প্রচারের জন্য নিয়ে এসেছে ৷" প্রাক্তন কংগ্রেস সভাপতির নাম না করে, মোদি নির্বাচনী সমাবেশ থেকে বলেন, "এখন, কংগ্রেস এতটাই ভীত এবং সন্ত্রস্ত যে তাদের মিথ্যা যখন কাজ করল না, তখন যাঁরা প্রচারে অংশ নিচ্ছেন না, তাঁদেরও ধরে ধরে এখানে নিয়ে আসছে। কংগ্রেস পরাজয়ের দায় একে অপরের উপর চাপাতে শুরু করেছে।" প্রধানমন্ত্রী আরও বলেন, "কংগ্রেসের মিথ্যার বেলুন আর কাজ করছে না ৷ কারণ মানুষ এটা ফাটিয়ে দিয়েছে ৷"

রবিবার প্রধানমন্ত্রী জানান, যে তিনি রাজ্যের মানুষের ভালবাসা এবং আশীর্বাদের প্রতিদান দিতে চাইছেন। তাঁর কথায়, "আমি কর্ণাটকের উন্নয়ন করব এবং সুদ-সহ আপনার ভালবাসা ফেরত দেব ৷"

আরও পড়ুন: 8 কিমির মেগা রোড শোয়ে মোদি, শেষবেলায় মরিয়া প্রচার কর্ণাটক

বেঙ্গালুরু/শিবমোগা (কর্নাটক), 7 মে: ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট (এনইইটি) বা নিট পরীক্ষার জন্য নির্বাচনী প্রচারে কাটছাঁট করলেন প্রধামন্ত্রী নরেন্দ্র মোদি ৷ রবিবার রোড-শোয়ের পর তিনি নিজেই জানান, তাঁর দলের সদস্যদের তিনি স্পষ্ট নির্দেশ দিয়েছিলেন, সকালে মেগা রোড-শো সংক্ষিপ্তাকারে করতে ৷ শুধু তাই নয়, এমনভাবে তা সংগঠিত করতে হবে যাতে শিক্ষার্থীদের কোনও সমস্যা না হয় ৷ নির্বিঘ্নে যাতে পড়ুয়ারা পরীক্ষা দিতে পারে সেদিকেও লক্ষ্য রাখতে দলকে সাফ জানিয়েছিলেন প্রধানমন্ত্রী ৷

এদিন প্রধানমন্ত্রী মোদি বলেন, "একটি দীর্ঘ রোড-শো হওয়ার কথা ছিল ৷ কিন্তু এনইইটি পরীক্ষার কারণে, আমি আমাদের দলকে অনুরোধ ছিলাম যে, আমাদের পরীক্ষা (নির্বাচন) 10 মে, কিন্তু শিক্ষার্থীদের পরীক্ষা আজ। তাদের পরীক্ষার কথাও আমাদের ভাবতে হবে ৷ সে কারণেই, আমরা সকালে রোড-শো তাড়াতাড়ি শেষ করেছি ৷" সেই সঙ্গে প্রধানমন্ত্রী জানিয়েছেন, রবিবার হওয়া সত্ত্বেও বেঙ্গালুরুর মানুষ যেভাবে বিশ্বাস এবং যে ভালবাসা দেখিয়েছে তাতে তিনি আপ্লুত ৷ এমনকী মানুষের সমর্থন তাঁর হৃদয়কে স্পর্শ করে গিয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী ৷ তিনি বলেন, "আমি কর্ণাটকের কাছে ঋণী থাকব ৷"

চলতি বছর, ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট মেডিকেল কোর্সের পরীক্ষা রবিবার দুপুর 2 টো থেকে গোটা দেশে হয়। রবিবার প্রধানমন্ত্রীর রোড-শো সকাল 10টায় শুরু হয়ে দুপুর 1.30 টায় শেষ হওয়ার কথা থাকলেও, কমানো হয় সেই রাস্তা ৷ প্রায় 26 কিলোমিটার জুড়ে রোড-শো করার কথা ছিল প্রধানমন্ত্রীর, যা কমিয়ে মাত্র আট কিলোমিটার করা হয় । এদিন সকালে, কর্ণাটকের নির্বাচনী প্রচারের শেষ দিনে প্রধানমন্ত্রী বেঙ্গালুরু কেন্দ্রীয় লোকসভা কেন্দ্রে তাঁর নির্ধারিত রোড-শো শুরু করেন। রাস্তায় সারিবদ্ধ মানুষ প্রধানমন্ত্রীর উদ্দেশে প্রবল উল্লাসে হাত নাড়তে দেখা যায় ৷ পালটা তাঁদের অভিবাদন জানান প্রধানমন্ত্রীও ৷

এদিন দুপুর 12টার মধ্যে রোড-শো শেষ করেন প্রধানমন্ত্রী মোদি। অন্যদিকে, শনিবার প্রধানমন্ত্রী মোদি প্রায় 26 কিলোমিটারের একটি বিশাল রোড-শো করেন ৷ যে রোড-শো দক্ষিণ বেঙ্গালুরুর বেশিরভাগ অংশ জুড়েই ছিল বলে দাবি বিজেপির ৷ এদিন ভোরের দিকে বৃষ্টি হলেও রাস্তার দু'পাশে হাজারো উৎসাহী মানুষের ভিড়ে কোনও খামতি ছিল না ৷ বৃষ্টির জেরে রোড-শো প্রায় এক ঘণ্টা দেরিতেও শুরু হয় ৷ সূত্রের খবর, বৃষ্টির কারণেই পরিকল্পনা অনুযায়ী মেখরি সার্কেল থেকে এইচএএল বিমানবন্দরে যেতে পারেননি প্রধানমন্ত্রী ৷ তাঁকে সড়কপথে আসতে হয়। রোড-শো নিউ থিপ্পাসান্দ্রার কেম্পেগৌড়া মূর্তির পাদদেশ থেকে শুরু হয়ে জেবি নগর, ইন্দিরানগর, উলসুর ঘুরে ট্রিনিটি সার্কেলে শেষ হয়। প্রধানমন্ত্রীর রোড-শোয়ে আগাগোড়া সঙ্গী ছিলেন বেঙ্গালুরুর সাংসদ পিসি মোহনকেও।

এদিন নাম না করে কংগ্রেসকে 'ভয়ঙ্কর দল' বলেও কটাক্ষ করেন প্রধানমন্ত্রী ৷ তিনি বলেন, "যখন কোনও মিথ্যা কাজ করেনি, তখন কংগ্রেস তার প্রবীণ নেত্রী সোনিয়া গান্ধিকে কর্ণাটক নির্বাচনে প্রচারের জন্য নিয়ে এসেছে ৷" প্রাক্তন কংগ্রেস সভাপতির নাম না করে, মোদি নির্বাচনী সমাবেশ থেকে বলেন, "এখন, কংগ্রেস এতটাই ভীত এবং সন্ত্রস্ত যে তাদের মিথ্যা যখন কাজ করল না, তখন যাঁরা প্রচারে অংশ নিচ্ছেন না, তাঁদেরও ধরে ধরে এখানে নিয়ে আসছে। কংগ্রেস পরাজয়ের দায় একে অপরের উপর চাপাতে শুরু করেছে।" প্রধানমন্ত্রী আরও বলেন, "কংগ্রেসের মিথ্যার বেলুন আর কাজ করছে না ৷ কারণ মানুষ এটা ফাটিয়ে দিয়েছে ৷"

রবিবার প্রধানমন্ত্রী জানান, যে তিনি রাজ্যের মানুষের ভালবাসা এবং আশীর্বাদের প্রতিদান দিতে চাইছেন। তাঁর কথায়, "আমি কর্ণাটকের উন্নয়ন করব এবং সুদ-সহ আপনার ভালবাসা ফেরত দেব ৷"

আরও পড়ুন: 8 কিমির মেগা রোড শোয়ে মোদি, শেষবেলায় মরিয়া প্রচার কর্ণাটক

Last Updated : May 7, 2023, 9:23 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.