ETV Bharat / bharat

Chandrayaan-3 Timeline: কোন পথে চাঁদের দক্ষিণ মেরু জয় করল ভারত, দেখে নিন একনজরে - ইসরো

Timeline of Indian Moon Mission: তৃতীয় প্রচেষ্টায় ইসরোর চন্দ্রযান-3 চাঁদের পৃষ্ঠে অবতরণ করল । 14 জুলাই উৎক্ষেপণের পর থেকে ঐতিহাসিক মিশন কোন পথে এগিয়ে সফল হল, তা দেখে নেওয়া যাক একনজরে ৷

Chandrayaan-3 Timeline
Chandrayaan-3 Timeline
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 23, 2023, 3:20 PM IST

Updated : Aug 23, 2023, 6:37 PM IST

বেঙ্গালুরু, 23 অগস্ট: ইসরোর চন্দ্রযান-3 মিশন 14 জুলাই উৎক্ষেপণ করা হয় ৷ চন্দ্রযানে থাকা বিক্রম ল্যান্ডার ও এর ভিতরে থাকা রোভারের আজ বুধবার সন্ধ্যা 6টা 4 মিনিটে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করার কথা ৷ বিক্রম ল্যান্ডারের সফল অবতরণের আশায় রয়েছে সারা দেশ ৷ কারণ, এর আগেরবার চেষ্টা করেও সাফল্য পায়নি ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ৷

এক নজরে দেখে নেওয়া যাক ইসরোর এই চন্দ্রযান-3 মিশন কোন পথে এগিয়েছে এতদিন -

  • 14 জুলাই: এলভিএম3 এম4 অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে উৎক্ষেপণের পর সফল ভাবে নির্দিষ্ট কক্ষপথে চন্দ্রযান-3 কে প্রতিস্থাপন করতে সক্ষম হয় ৷
  • 15 জুলাই: বেঙ্গালুরুতে আইএসটিআরএসি/ইসরো থেকে প্রথম অরবিট-রেইজিং ম্যানুভার (আর্থবাউন্ড ফায়ারিং-1) করা হয় ৷ তখন মহাকাশযানটি ছিল 41762 কিমি x 173 কিমি কক্ষপথে ৷
  • 17 জুলাই: দ্বিতীয়বার অরবিট-রেইজিং ম্যানুভার করা হয়৷ তখন মহাকাশযানটি ছিল 41603 কিমি x 226 কিমি কক্ষপথে ৷
  • 22 জুলাই: আরও একটি অরবিট-রেইজিং ম্যানুভার করা হয় আর্থবাউন্ড পেরিজি ফায়ারিং ব্যবহার করে ৷
  • 25 জুলাই: ইসরো আরও একবার অরবিট-রেইজিং ম্যানুভার করে ৷ তখন মহাকাশযানটি ছিল 71351 কিমি x 233 কিমি কক্ষপথে ৷
  • 1 অগস্ট: ইসরো সফলভাবে ট্রান্সলুনার ইনজেকশন সম্পাদন করে এবং মহাকাশযানটিকে ট্রান্সলুনার কক্ষপথে প্রবেশ করায় । সেই সময় ওই ছিল মহাকাশযান 288 কিমি x 369328 কিমি কক্ষপথে ৷
  • 5 অগস্ট: চাঁদের কক্ষপথে সফলভাবে ঢুকে পরে চন্দ্রযান-3 ৷ প্রত্যাশিত কক্ষপথ 164 কিমি x 18074 কিমিতে পৌঁছায় ওই মহাকাশযান ৷
  • 6 অগস্ট: ইসরো দ্বিতীয় লুনার বাউন্ড ফেজ বা এলবিএন করে ৷ এর ফলে ওই মহাকাশযান চাঁদের 170 কিমি x 4313 কিমি কক্ষপথে পৌঁছে যায় ৷ ভারতের মহাকাশ সংস্থা চাঁদের কক্ষপথে প্রবেশের সময় চন্দ্রযান-3 এর তোলা ভিডিয়ো প্রকাশ করেছে ।
  • 9 অগস্ট: আরও একটি ম্যানুভারের পর চন্দ্রযান-3 এর কক্ষপথ কমে দাঁড়ায় 174 কিমি x 1437 কিমিতে ৷
  • 14 অগস্ট: আরও একটি ম্যানুভারের পর চন্দ্রযান-3 কক্ষপথে ঘোরার পরিস্থিতিতে চলে যায় ৷ তখন ওই মহাকাশযান ছিল 151 কিমি x 179 কিমি কক্ষপথে ৷
  • 16 অগস্ট: ফায়ারিং হয়ে যাওয়ার পর মহাকাশযানটিকে 153 কিমি x 163 কিমিতে নামানো সম্ভব হয় ৷
  • 17 অগস্ট: প্রপুলেশন মডিউল থেকে ল্যান্ডার মডিউল আলাদা করা সম্ভব হয় ৷
  • 19 অগস্ট: ইসরো কক্ষপথ কমানোর জন্য ল্যান্ডার মডিউলের ডি-বুস্টিং করে ৷ এর ফলে ল্য়ান্ডার মডিউল পৌঁছায় চাঁদের চারপাশে 113 কিমি x 157 কিমি কক্ষপথে ৷
  • 20 অগস্ট: কক্ষপথ কমানোর জন্য ম্যানুভার বা আরও একটা ডি-বুস্টিং করা হয় ৷ তখন ল্যান্ডার মডিউল পৌঁছায় 25 কিমি x 134 কিমি কক্ষপথে ৷
  • 21 অগস্ট: চন্দ্রযান-2 এর অরবিটারের সঙ্গে চন্দ্রযান-3 এর ল্যান্ডারের মধ্যে দুই দিক থেকে সংযোগ স্থাপন সম্ভব হয় ৷ ফলে মিশন অপারেশন কমপ্লেক্স বা এমওএক্স এর পক্ষে ল্যান্ডার মডিউলের সঙ্গে যোগাযোগের জন্য একাধিক পথ তৈরি হয় ৷
  • 22 অগস্ট: চন্দ্রযান-3 মিশনের ল্যান্ডার পজিশন ডিটেকশন ক্যামেরা বা এলডিপিসি দিয়ে তোলা চাঁদের কিছু ছবি প্রকাশ করে ইসরো ৷ তখন চাঁদের 70 কিমি কক্ষপথে ছিল ৷ সিস্টেম নিয়মিত চেক করা হচ্ছে ৷ মসৃণভাবে সেটি কাজও করছে ৷
  • 23 অগস্ট: আজ সন্ধ্যা 6টা 4 মিনিটে চাঁদের দক্ষিণ মেরুতে চন্দ্রযান-3 এর ল্যান্ডার মডিউল নিরাপদে সফট ল্যান্ডিং করে ৷

সংবাদসংস্থা - পিটিআই

আরও পড়ুন: নির্ধারিত সময়ে চাঁদে অবতরণ করবে বিক্রম, দাবি ইসরোর চেয়ারম্যানের

বেঙ্গালুরু, 23 অগস্ট: ইসরোর চন্দ্রযান-3 মিশন 14 জুলাই উৎক্ষেপণ করা হয় ৷ চন্দ্রযানে থাকা বিক্রম ল্যান্ডার ও এর ভিতরে থাকা রোভারের আজ বুধবার সন্ধ্যা 6টা 4 মিনিটে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করার কথা ৷ বিক্রম ল্যান্ডারের সফল অবতরণের আশায় রয়েছে সারা দেশ ৷ কারণ, এর আগেরবার চেষ্টা করেও সাফল্য পায়নি ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ৷

এক নজরে দেখে নেওয়া যাক ইসরোর এই চন্দ্রযান-3 মিশন কোন পথে এগিয়েছে এতদিন -

  • 14 জুলাই: এলভিএম3 এম4 অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে উৎক্ষেপণের পর সফল ভাবে নির্দিষ্ট কক্ষপথে চন্দ্রযান-3 কে প্রতিস্থাপন করতে সক্ষম হয় ৷
  • 15 জুলাই: বেঙ্গালুরুতে আইএসটিআরএসি/ইসরো থেকে প্রথম অরবিট-রেইজিং ম্যানুভার (আর্থবাউন্ড ফায়ারিং-1) করা হয় ৷ তখন মহাকাশযানটি ছিল 41762 কিমি x 173 কিমি কক্ষপথে ৷
  • 17 জুলাই: দ্বিতীয়বার অরবিট-রেইজিং ম্যানুভার করা হয়৷ তখন মহাকাশযানটি ছিল 41603 কিমি x 226 কিমি কক্ষপথে ৷
  • 22 জুলাই: আরও একটি অরবিট-রেইজিং ম্যানুভার করা হয় আর্থবাউন্ড পেরিজি ফায়ারিং ব্যবহার করে ৷
  • 25 জুলাই: ইসরো আরও একবার অরবিট-রেইজিং ম্যানুভার করে ৷ তখন মহাকাশযানটি ছিল 71351 কিমি x 233 কিমি কক্ষপথে ৷
  • 1 অগস্ট: ইসরো সফলভাবে ট্রান্সলুনার ইনজেকশন সম্পাদন করে এবং মহাকাশযানটিকে ট্রান্সলুনার কক্ষপথে প্রবেশ করায় । সেই সময় ওই ছিল মহাকাশযান 288 কিমি x 369328 কিমি কক্ষপথে ৷
  • 5 অগস্ট: চাঁদের কক্ষপথে সফলভাবে ঢুকে পরে চন্দ্রযান-3 ৷ প্রত্যাশিত কক্ষপথ 164 কিমি x 18074 কিমিতে পৌঁছায় ওই মহাকাশযান ৷
  • 6 অগস্ট: ইসরো দ্বিতীয় লুনার বাউন্ড ফেজ বা এলবিএন করে ৷ এর ফলে ওই মহাকাশযান চাঁদের 170 কিমি x 4313 কিমি কক্ষপথে পৌঁছে যায় ৷ ভারতের মহাকাশ সংস্থা চাঁদের কক্ষপথে প্রবেশের সময় চন্দ্রযান-3 এর তোলা ভিডিয়ো প্রকাশ করেছে ।
  • 9 অগস্ট: আরও একটি ম্যানুভারের পর চন্দ্রযান-3 এর কক্ষপথ কমে দাঁড়ায় 174 কিমি x 1437 কিমিতে ৷
  • 14 অগস্ট: আরও একটি ম্যানুভারের পর চন্দ্রযান-3 কক্ষপথে ঘোরার পরিস্থিতিতে চলে যায় ৷ তখন ওই মহাকাশযান ছিল 151 কিমি x 179 কিমি কক্ষপথে ৷
  • 16 অগস্ট: ফায়ারিং হয়ে যাওয়ার পর মহাকাশযানটিকে 153 কিমি x 163 কিমিতে নামানো সম্ভব হয় ৷
  • 17 অগস্ট: প্রপুলেশন মডিউল থেকে ল্যান্ডার মডিউল আলাদা করা সম্ভব হয় ৷
  • 19 অগস্ট: ইসরো কক্ষপথ কমানোর জন্য ল্যান্ডার মডিউলের ডি-বুস্টিং করে ৷ এর ফলে ল্য়ান্ডার মডিউল পৌঁছায় চাঁদের চারপাশে 113 কিমি x 157 কিমি কক্ষপথে ৷
  • 20 অগস্ট: কক্ষপথ কমানোর জন্য ম্যানুভার বা আরও একটা ডি-বুস্টিং করা হয় ৷ তখন ল্যান্ডার মডিউল পৌঁছায় 25 কিমি x 134 কিমি কক্ষপথে ৷
  • 21 অগস্ট: চন্দ্রযান-2 এর অরবিটারের সঙ্গে চন্দ্রযান-3 এর ল্যান্ডারের মধ্যে দুই দিক থেকে সংযোগ স্থাপন সম্ভব হয় ৷ ফলে মিশন অপারেশন কমপ্লেক্স বা এমওএক্স এর পক্ষে ল্যান্ডার মডিউলের সঙ্গে যোগাযোগের জন্য একাধিক পথ তৈরি হয় ৷
  • 22 অগস্ট: চন্দ্রযান-3 মিশনের ল্যান্ডার পজিশন ডিটেকশন ক্যামেরা বা এলডিপিসি দিয়ে তোলা চাঁদের কিছু ছবি প্রকাশ করে ইসরো ৷ তখন চাঁদের 70 কিমি কক্ষপথে ছিল ৷ সিস্টেম নিয়মিত চেক করা হচ্ছে ৷ মসৃণভাবে সেটি কাজও করছে ৷
  • 23 অগস্ট: আজ সন্ধ্যা 6টা 4 মিনিটে চাঁদের দক্ষিণ মেরুতে চন্দ্রযান-3 এর ল্যান্ডার মডিউল নিরাপদে সফট ল্যান্ডিং করে ৷

সংবাদসংস্থা - পিটিআই

আরও পড়ুন: নির্ধারিত সময়ে চাঁদে অবতরণ করবে বিক্রম, দাবি ইসরোর চেয়ারম্যানের

Last Updated : Aug 23, 2023, 6:37 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.