নয়াদিল্লি, 4 সেপ্টেম্বর: চন্দ্রযানের প্রসঙ্গ টেনে রাহুল গান্ধিকে বিঁধলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ৷ প্রাক্তন কংগ্রেস সভাপতির 'নির্বাচনী ব্যর্থতা'কে কটাক্ষ করে সোমবার রাজনাথ বলেন, চন্দ্রযান সফল ভাবে অবতরণ করে গেল ৷ কিন্তু 'রাহুলযান' এখনও উৎক্ষেপণও হল না, অবতরণ করতেও পারল না ৷ এ দিন সনাতন ধর্ম নিয়ে ডিএমকে নেতা উদয়নিধি স্তালিনের মন্তব্যের প্রেক্ষিতেও বিরোধীদের জোট ইন্ডিয়াকে একহাত নেন রাজনাথ ৷ তাঁর প্রশ্ন, কেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধি, রাহুল গান্ধি ও অশোক গেহলট এই বিষয়ে নীরব ?
রাজস্থানে বিজেপির পরিবর্তন যাত্রার তৃতীয় পর্যায়ের সূচনা উপলক্ষে জয়সলমেরে একটি জনসভায় ভাষণ দেওয়ার সময় রাজনাথ বলেন, "আমি (রাজস্থানের মুখ্যমন্ত্রী) অশোক গেহলটকে জিজ্ঞাসা করতে চাই, কেন তিনি কথা বলেন না, কেন সোনিয়া গান্ধি, রাহুল গান্ধি, (কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন) খাড়গে কিছু বলছেন না যে, সনাতন ধর্ম সম্পর্কে তাঁদের চিন্তাভাবনা কী ।"
রাজনাথের দাবি, সনাতন ধর্মের অপমান করার জন্য বিরোধী জোট ইন্ডিয়ার প্রতিনিধিদের ক্ষমা চাওয়া উচিত, নয়তো দেশ তাঁদের ক্ষমা করবে না ৷
তামিলনাড়ুর যুব কল্যাণ মন্ত্রী উদয়নিধি স্তালিন অভিযোগ করেছেন যে, সনাতন ধর্ম সাম্য ও সামাজিক ন্যায়বিচারের বিরুদ্ধে এবং এটি নির্মূল করা উচিত । তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্তালিনের ছেলে উদয়নিধি স্তালিন সনাতন ধর্মকে করোনভাইরাস, ম্যালেরিয়া ও ডেঙ্গির সঙ্গে তুলনা করেছেন এবং তিনি বলেন যে, এই জাতীয় বিষয়গুলির বিরোধিতা করা উচিত নয়, বরং ধ্বংস করা উচিত ।
আরও পড়ুন: সনাতন ধর্মকে অপমান করছে 'ইন্ডিয়া', অভিযোগ শাহের
প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধিকেও এ দিন তীব্র কটাক্ষ করেন প্রতিরক্ষামন্ত্রী ৷ তিনি বলেন, চন্দ্রযান সফলভাবে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করেছে কিন্তু 'রাহুলযান' উৎক্ষেপণও করা যায়নি বা অবতরণও হয়নি ।
সনাতন ধর্ম নিয়ে স্তালিনের মন্তব্যের জন্য গতকাল ইন্ডিয়া জোটের তীব্র সমালোচনা করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷