হায়দরাবাদ, 14 অগস্ট: চাঁদের আরও কাছাকাছি পৌঁছে গেল চন্দ্রযান-3 ৷ সোমবার এই মহাকাশযান আরেকটি কক্ষপথ সফলভাবে পেরিয়েছে ৷ এমনটাই জানিয়েছে ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র ৷ ইসরো একটি এক্স(টুইট) বলেছে, "চন্দ্রযান-3 এখন 150 কিমি x 177 কিলোমিটারের কাছাকাছি রয়েছে ৷ এটি আরও একটি বৃত্তাকার কক্ষপথ পেরোতে সফল হয়েছে ৷ পরবর্তী কক্ষপথটি 16 অগস্ট পেরনোর পরিকল্পনা করা হয়েছে ৷ সকাল সাড়ে আটটা নাগাদ চতুর্থ কক্ষপথটি পেরোবে এই মহাকাশযান ৷"
পৃথিবী থেকে চাঁদে যেতে পাঁচটি কক্ষপথ পেরতে হয় ৷ তার মধ্যে তৃতীয় কক্ষপথ পেরনোর পর আর বাকি দুটি ৷ 16 অগস্টে চতুর্থ কক্ষপথে পেরলে চাঁদে নামতে বাকি থাকবে আর 100 কিমি পথ ৷ এই কক্ষপথে অতিক্রম করার পর ল্যান্ডার এবং রোভার সমন্বিত ল্যান্ডিং মডিউলটি প্রপালশন মডিউল থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে । এর পরে ল্যান্ডারটি ধীর গতিতে এগোবে এবং 23 অগস্ট চাঁদের দক্ষিণ মেরু অঞ্চলে সেটি সফলভাবে অবতরণ (সফট ল্যান্ডিং) করবে বলে আশা করা হচ্ছে ।
-
Chandrayaan-3 Mission:
— ISRO (@isro) August 14, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
Orbit circularisation phase commences
Precise maneuvre performed today has achieved a near-circular orbit of 150 km x 177 km
The next operation is planned for August 16, 2023, around 0830 Hrs. IST pic.twitter.com/LlU6oCcOOb
">Chandrayaan-3 Mission:
— ISRO (@isro) August 14, 2023
Orbit circularisation phase commences
Precise maneuvre performed today has achieved a near-circular orbit of 150 km x 177 km
The next operation is planned for August 16, 2023, around 0830 Hrs. IST pic.twitter.com/LlU6oCcOObChandrayaan-3 Mission:
— ISRO (@isro) August 14, 2023
Orbit circularisation phase commences
Precise maneuvre performed today has achieved a near-circular orbit of 150 km x 177 km
The next operation is planned for August 16, 2023, around 0830 Hrs. IST pic.twitter.com/LlU6oCcOOb
গত 14 জুলাই অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে সফলভাবে উৎক্ষেপণ করা হয় চন্দ্রযান-3 মহাকাশযানটি ৷ 23 অগস্ট চাঁদের দক্ষিণ মেরু অঞ্চলে সফলভাবে এটি অবতরণের পরিকল্পনা রয়েছে ৷ সেটি সফল হলে আমেরিকা, রাশিয়া ও চিনের পর ভারত চতুর্থ দেশ হবে যার মহাকাশযান চাঁদে অবতরণ করবে ৷ এরই সঙ্গে চাঁদের দক্ষিণ মেরুতে মহাকাশযান পাঠানো প্রথম দেশ হবে ভারত ৷
আরও পড়ুন: চাঁদের প্রথম ভিডিয়ো প্রকাশ করল ইসরো, ছবি পাঠাল চন্দ্রযান-3
এর আগে দু'বার চাঁদে মহাকাশযান পাঠিয়েছে ভারত ৷ তবে দু'বারই ব্যর্থ হয়েছে মিশন ৷ এবার সফলভাবে চাঁদে অবতরণ করাই লক্ষ্য ৷ কারণ 2019 সালে 6 সেপ্টেম্বর চাঁদে নামতে গিয়ে ব্যর্থ হয় চন্দ্রযান-2 ৷ ল্যান্ডার বিক্রম মুখ থুবড়ে পড়ে চাঁদের মাটিতে ৷ এরপর চন্দ্রযান-3 নিয়ে আশায় বুক বেঁধেছে বিজ্ঞানীরা ৷