ETV Bharat / bharat

Chandrayaan-3: চাঁদের দক্ষিণ মেরুতে সালফারের সন্ধান পেল 'প্রজ্ঞান', চলছে হাইড্রোজেনের খোঁজ - Rover Pragyan

চাঁদের দক্ষিণ মেরুতে বড় সাফল্য রোভার 'প্রজ্ঞান'য়ের ৷ ইসরো মঙ্গলবার জানিয়েছে চাঁদের দক্ষিণ মেরুর কাছে সালফারের খোঁজ পেয়েছে চন্দ্রযান-3 ৷

ETV Bharat
প্রতীকী ছবি
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 29, 2023, 10:00 PM IST

Updated : Aug 29, 2023, 11:04 PM IST

বেঙ্গালুরু, 29 অগস্ট: চাঁদের দক্ষিণ মেরুর কাছে সালফারের সন্ধান পেল চন্দ্রযান-3 এর রোভার 'প্রজ্ঞান' ৷ ভারতের মহাকাশ সংস্থা ইসরো মঙ্গলবার তাদের এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে এই খবর জানিয়েছে ৷ ইসরোর তরফে জানানো হয়েছে, রোভারের মধ্যে থাকা লেসার ইন্ডিউসড ব্রেকডাউন স্পেক্ট্রোস্কোপ বা এলআইবিএস (LIBS) নামক যে যন্ত্রটি রয়েছে সেটির প্রথম ইন-সিটু পরীক্ষায় চাঁদের মাটিতে সালফারের প্রমাণ মিলেছে ৷ এছাড়াও প্রত্যাশা মতোই চাঁদের দক্ষিণ মেরুতে টের পাওয়া গিয়েছে অ্যালুমিনিয়ান (Al), ক্যালসিয়াম (Ca), লৌহ (Fe), ক্রোমিয়াম (Cr), টাইটেনিয়াম (Ti) এর মতো মৌলগুলির উপস্থিতি ৷

পাশাপাশি, চন্দ্রপৃষ্ঠের দক্ষিণ মেরুর কাছে ম্যাঙ্গানিজ, সিলিকন ও অক্সিজেনেরও খোঁজ পেয়েছে রোভার 'প্রজ্ঞান' ৷ তবে চন্দ্রপৃষ্ঠে হাইড্রোজেনের উপস্থিতি রয়েছে কি না, তা এখনও অনুসন্ধান করে দেখছে চন্দ্রযান-3 ৷ মনে করা হচ্ছে, চাঁদের এই অংশে হাইড্রোজেনের সন্ধান মিললে অনেক রহস্যের সমাধান হতে পারে ৷ সেক্ষেত্রে চাঁদে জল বা কোনও প্রাণী রয়েছে কি না, পর্দা উঠতে পারে সেই রহস্য়েরও ৷

ইসরো জানিয়ে, চন্দ্রপৃষ্ঠে পরীক্ষা চালানোর জন্য বেঙ্গালুরুর ইসরো দফতরের ইলেক্ট্রো অপটিক্স ল্যাবরেটরিতে এলআইবিএস (LIBS) নামক যে যন্ত্রটি তৈরি করা হয়েছে ৷ ইসরোর তরফে মঙ্গলবার আরও জানিয়েছে, ঠিকমতো কাজ করছে রোভার 'প্রজ্ঞান' ও ল্যান্ডার 'বিক্রম' ৷ চাঁদের দক্ষিণ মেরুর রহস্য সমাধানের কাজ চালিয়ে যাচ্ছে রোভার ৷ 'বিক্রম' ও 'প্রজ্ঞান'-এর মধ্যে যোগাযোগও ঠিক রয়েছে ৷

  • Chandrayaan-3 Mission:

    In-situ scientific experiments continue .....

    Laser-Induced Breakdown Spectroscope (LIBS) instrument onboard the Rover unambiguously confirms the presence of Sulphur (S) in the lunar surface near the south pole, through first-ever in-situ measurements.… pic.twitter.com/vDQmByWcSL

    — ISRO (@isro) August 29, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: চন্দ্রপৃষ্ঠে বড় বাধার সম্মুখীন 'প্রজ্ঞান', বিপত্তি এড়াল রোভার

সোমবারই ইসরো জানিয়েছিল, চলার পথে একটি বড় গর্ত বা ক্রেটারের মুখোমুখি হয় রোভার 'প্রজ্ঞান', সেই বাধা এড়িয়ে অবশ্য নতুন পথে ফের কাজ শুরু করেছে রোভার ৷ মঙ্গলবার ইসরোর এই নতুন ঘোষণায় পরিষ্কার, তাদের কাজে এখনও পর্যন্ত সফল 'বিক্রম' ও 'প্রজ্ঞান' ৷ দু'দিন আগেই চাঁদের দক্ষিণ মেরুর মাটির তাপমাত্রা নিয়ে নতুন তথ্য পাঠিয়েছিল ল্যান্ডার 'বিক্রম' ৷ 23 অগস্ট বিশ্বের প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরুতে সফল অবতরণ করে চন্দ্রযান-3 এর ল্যান্ডার 'বিক্রম' ৷ তারপর থেকেই কাজ চন্দ্রপৃষ্ঠে কাজ শুরু করে দিয়েছে চন্দ্রযান ৷

বেঙ্গালুরু, 29 অগস্ট: চাঁদের দক্ষিণ মেরুর কাছে সালফারের সন্ধান পেল চন্দ্রযান-3 এর রোভার 'প্রজ্ঞান' ৷ ভারতের মহাকাশ সংস্থা ইসরো মঙ্গলবার তাদের এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে এই খবর জানিয়েছে ৷ ইসরোর তরফে জানানো হয়েছে, রোভারের মধ্যে থাকা লেসার ইন্ডিউসড ব্রেকডাউন স্পেক্ট্রোস্কোপ বা এলআইবিএস (LIBS) নামক যে যন্ত্রটি রয়েছে সেটির প্রথম ইন-সিটু পরীক্ষায় চাঁদের মাটিতে সালফারের প্রমাণ মিলেছে ৷ এছাড়াও প্রত্যাশা মতোই চাঁদের দক্ষিণ মেরুতে টের পাওয়া গিয়েছে অ্যালুমিনিয়ান (Al), ক্যালসিয়াম (Ca), লৌহ (Fe), ক্রোমিয়াম (Cr), টাইটেনিয়াম (Ti) এর মতো মৌলগুলির উপস্থিতি ৷

পাশাপাশি, চন্দ্রপৃষ্ঠের দক্ষিণ মেরুর কাছে ম্যাঙ্গানিজ, সিলিকন ও অক্সিজেনেরও খোঁজ পেয়েছে রোভার 'প্রজ্ঞান' ৷ তবে চন্দ্রপৃষ্ঠে হাইড্রোজেনের উপস্থিতি রয়েছে কি না, তা এখনও অনুসন্ধান করে দেখছে চন্দ্রযান-3 ৷ মনে করা হচ্ছে, চাঁদের এই অংশে হাইড্রোজেনের সন্ধান মিললে অনেক রহস্যের সমাধান হতে পারে ৷ সেক্ষেত্রে চাঁদে জল বা কোনও প্রাণী রয়েছে কি না, পর্দা উঠতে পারে সেই রহস্য়েরও ৷

ইসরো জানিয়ে, চন্দ্রপৃষ্ঠে পরীক্ষা চালানোর জন্য বেঙ্গালুরুর ইসরো দফতরের ইলেক্ট্রো অপটিক্স ল্যাবরেটরিতে এলআইবিএস (LIBS) নামক যে যন্ত্রটি তৈরি করা হয়েছে ৷ ইসরোর তরফে মঙ্গলবার আরও জানিয়েছে, ঠিকমতো কাজ করছে রোভার 'প্রজ্ঞান' ও ল্যান্ডার 'বিক্রম' ৷ চাঁদের দক্ষিণ মেরুর রহস্য সমাধানের কাজ চালিয়ে যাচ্ছে রোভার ৷ 'বিক্রম' ও 'প্রজ্ঞান'-এর মধ্যে যোগাযোগও ঠিক রয়েছে ৷

  • Chandrayaan-3 Mission:

    In-situ scientific experiments continue .....

    Laser-Induced Breakdown Spectroscope (LIBS) instrument onboard the Rover unambiguously confirms the presence of Sulphur (S) in the lunar surface near the south pole, through first-ever in-situ measurements.… pic.twitter.com/vDQmByWcSL

    — ISRO (@isro) August 29, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: চন্দ্রপৃষ্ঠে বড় বাধার সম্মুখীন 'প্রজ্ঞান', বিপত্তি এড়াল রোভার

সোমবারই ইসরো জানিয়েছিল, চলার পথে একটি বড় গর্ত বা ক্রেটারের মুখোমুখি হয় রোভার 'প্রজ্ঞান', সেই বাধা এড়িয়ে অবশ্য নতুন পথে ফের কাজ শুরু করেছে রোভার ৷ মঙ্গলবার ইসরোর এই নতুন ঘোষণায় পরিষ্কার, তাদের কাজে এখনও পর্যন্ত সফল 'বিক্রম' ও 'প্রজ্ঞান' ৷ দু'দিন আগেই চাঁদের দক্ষিণ মেরুর মাটির তাপমাত্রা নিয়ে নতুন তথ্য পাঠিয়েছিল ল্যান্ডার 'বিক্রম' ৷ 23 অগস্ট বিশ্বের প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরুতে সফল অবতরণ করে চন্দ্রযান-3 এর ল্যান্ডার 'বিক্রম' ৷ তারপর থেকেই কাজ চন্দ্রপৃষ্ঠে কাজ শুরু করে দিয়েছে চন্দ্রযান ৷

Last Updated : Aug 29, 2023, 11:04 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.