ETV Bharat / bharat

Chandrayaan-3 Moon Landing: চাঁদের মাটিতে বিক্রমের দরজা খুলে বেরিয়ে এল প্রজ্ঞান, জানাল ইসরো - চাঁদের মাটির রাসায়নিক চরিত্র

চাঁদের মাটিতে গতকাল সফল অবতরণ করেছে বিক্রম ৷ বুধবার রাতেই ল্যান্ডার বিক্রম থেকে বেরিয়ে এসেছে রোভার প্রজ্ঞান ৷ চাঁদের মাটিতে হাঁটাহাঁটিও শুরু করে দিয়েছে রোভার ৷ প্রকাশ্যে প্রথম ছবি ৷

ETV Bharat
ল্যান্ডার বিক্রমের দরজা খুলে বেরিয়ে আসছে প্রজ্ঞান
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 24, 2023, 11:04 AM IST

Updated : Aug 24, 2023, 11:41 AM IST

বেঙ্গালুরু, 24 অগস্ট: চাঁদের মাটিতে হাঁটল ভারত ! চাঁদে অবতরণ করেছে ল্যান্ডার বিক্রম ৷ বুধবার রাতেই ল্যান্ডার মডিউল বিক্রম থেকে বেরিয়ে এল রোভার প্রজ্ঞান ৷ এদিন সন্ধ্যায় 6.04 মিনিটে চাঁদের দক্ষিণ মেরুতে সফট ল্যান্ডিং করেছে চন্দ্রযান-3 ৷ ইসরোর তরফে সামাজিক মাধ্য়মে জানানো হয়েছে, "চন্দ্রযান-3 রোভার ভারতে তৈরি ! চাঁদের জন্য তৈরি হয়েছে ! আর সেই সূত্র ল্যান্ডার থেকে চন্দ্রযান-3 রোভার নেমে এসেছে ৷ চাঁদে হাঁটল ভারত !" বুধবার বিশ্বের মহাজাগতিক গবেষণায় ইতিহাস তৈরি করেছে ভারত ৷

চাঁদে ল্যান্ডার বিক্রম থেকে রোভার প্রজ্ঞান বেরিয়ে আসছে ৷ এমন একটি ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন পবন কে গোয়েঙ্কা ৷ তিনি আইএনএসপিএসিই-র চেয়ারম্যান ৷ আইএনএসপিএসিই কেন্দ্রীয় সরকারের সংস্থা ইন্ডিয়ান ন্যাশনাল স্পেস প্রমোশন অ্যান্ডি অথোরাইজেশন সেন্টার ৷ পবন এই ছবিটি পোস্ট করে লিখেছেন, "ল্যান্ডার থেকে ব়্যাম্পে নেমে আসছে রোভার ৷ এটা তার প্রথম ছবি ৷" তিনি এই পোস্টটি করেছেন বুধবার রাত সাড়ে ন'টারও পরে ৷

  • Chandrayaan-3 Mission:

    Chandrayaan-3 ROVER:
    Made in India 🇮🇳
    Made for the MOON🌖!

    The Ch-3 Rover ramped down from the Lander and
    India took a walk on the moon !

    More updates soon.#Chandrayaan_3#Ch3

    — ISRO (@isro) August 24, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

চাঁদের মাটিতে প্রজ্ঞানের কাজ কী ? রোভার প্রজ্ঞানে রয়েছে লেজার ইনডিউসড ব্রেকডাউন স্পেকট্রোস্কোপ বা এলআইবিএস ৷ ইসরো জানিয়েছে, এটি দু'ভাবে বিশ্লেষণাত্মক কাজকর্ম করবে- কোয়ালিটেটিভ বা গুণগত ব্যাখ্যা এবং কোয়ান্টিটেটিভ বা পরিমাপগত ব্যাখ্যা ৷ চাঁদের মাটির রাসায়নিক চরিত্র কী, তাতে কী উপাদান রয়েছে তা জানতে সাহায্য করবে এই এলআইবিএস ৷ পাশাপাশি চাঁদের মাটির খনিজ পদার্থের খুঁটিনাটিও জানাবে বিজ্ঞানীদের ৷

রোভারের মধ্যে আছে আলফা প্র্যাকটিক্যাল এক্স-রে স্পেকট্রোমিটার বা এপিএক্সএস ৷ চাঁদের মাটিতে যে জায়গায় বিক্রম অবতরণ করেছে, সেই জায়গাটি সম্পর্কে তথ্য জানা যাবে এই এপিএক্সএসের মাধ্য়মে ৷ সেখানকার মাটিতে ম্যাগনেশিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, পটাশিয়াম, ক্যালসিয়াম, টাইটানিয়াম, আয়রনের অস্তিত্ব, পরিমাণ বিষয়ে তথ্য দেবে ৷

আরও পড়ুন: চন্দ্রযানের সফল সফট ল্যান্ডিং, শনিবার ইসরোয় প্রধানমন্ত্রী

গত 14 জুলাই অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটায় সতীশ ধাওয়ার স্পেস রিসার্ট সেন্টার থেকে চাঁদের উদ্দেশ্যে রওনা দেয় চন্দ্রযান-3 ৷ একের পর এক কক্ষপথ পেরিয়ে বুধবার সন্ধ্যায় চাঁদের দক্ষিণ মেরুতে সফট ল্যান্ডিং করে এই মহাকাশযান ৷ এর আগে চাঁদে সফট ল্যান্ডিং করেছে সোভিয়েত ইউনিয়ন, আমেরিকা এবং চিন ৷ ভারত সেই তালিকায় চতুর্থ দেশ ৷ তবে দক্ষিণ মেরুতে ভারতই প্রথম সফট ল্যান্ডিং করল ৷

বেঙ্গালুরু, 24 অগস্ট: চাঁদের মাটিতে হাঁটল ভারত ! চাঁদে অবতরণ করেছে ল্যান্ডার বিক্রম ৷ বুধবার রাতেই ল্যান্ডার মডিউল বিক্রম থেকে বেরিয়ে এল রোভার প্রজ্ঞান ৷ এদিন সন্ধ্যায় 6.04 মিনিটে চাঁদের দক্ষিণ মেরুতে সফট ল্যান্ডিং করেছে চন্দ্রযান-3 ৷ ইসরোর তরফে সামাজিক মাধ্য়মে জানানো হয়েছে, "চন্দ্রযান-3 রোভার ভারতে তৈরি ! চাঁদের জন্য তৈরি হয়েছে ! আর সেই সূত্র ল্যান্ডার থেকে চন্দ্রযান-3 রোভার নেমে এসেছে ৷ চাঁদে হাঁটল ভারত !" বুধবার বিশ্বের মহাজাগতিক গবেষণায় ইতিহাস তৈরি করেছে ভারত ৷

চাঁদে ল্যান্ডার বিক্রম থেকে রোভার প্রজ্ঞান বেরিয়ে আসছে ৷ এমন একটি ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন পবন কে গোয়েঙ্কা ৷ তিনি আইএনএসপিএসিই-র চেয়ারম্যান ৷ আইএনএসপিএসিই কেন্দ্রীয় সরকারের সংস্থা ইন্ডিয়ান ন্যাশনাল স্পেস প্রমোশন অ্যান্ডি অথোরাইজেশন সেন্টার ৷ পবন এই ছবিটি পোস্ট করে লিখেছেন, "ল্যান্ডার থেকে ব়্যাম্পে নেমে আসছে রোভার ৷ এটা তার প্রথম ছবি ৷" তিনি এই পোস্টটি করেছেন বুধবার রাত সাড়ে ন'টারও পরে ৷

  • Chandrayaan-3 Mission:

    Chandrayaan-3 ROVER:
    Made in India 🇮🇳
    Made for the MOON🌖!

    The Ch-3 Rover ramped down from the Lander and
    India took a walk on the moon !

    More updates soon.#Chandrayaan_3#Ch3

    — ISRO (@isro) August 24, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

চাঁদের মাটিতে প্রজ্ঞানের কাজ কী ? রোভার প্রজ্ঞানে রয়েছে লেজার ইনডিউসড ব্রেকডাউন স্পেকট্রোস্কোপ বা এলআইবিএস ৷ ইসরো জানিয়েছে, এটি দু'ভাবে বিশ্লেষণাত্মক কাজকর্ম করবে- কোয়ালিটেটিভ বা গুণগত ব্যাখ্যা এবং কোয়ান্টিটেটিভ বা পরিমাপগত ব্যাখ্যা ৷ চাঁদের মাটির রাসায়নিক চরিত্র কী, তাতে কী উপাদান রয়েছে তা জানতে সাহায্য করবে এই এলআইবিএস ৷ পাশাপাশি চাঁদের মাটির খনিজ পদার্থের খুঁটিনাটিও জানাবে বিজ্ঞানীদের ৷

রোভারের মধ্যে আছে আলফা প্র্যাকটিক্যাল এক্স-রে স্পেকট্রোমিটার বা এপিএক্সএস ৷ চাঁদের মাটিতে যে জায়গায় বিক্রম অবতরণ করেছে, সেই জায়গাটি সম্পর্কে তথ্য জানা যাবে এই এপিএক্সএসের মাধ্য়মে ৷ সেখানকার মাটিতে ম্যাগনেশিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, পটাশিয়াম, ক্যালসিয়াম, টাইটানিয়াম, আয়রনের অস্তিত্ব, পরিমাণ বিষয়ে তথ্য দেবে ৷

আরও পড়ুন: চন্দ্রযানের সফল সফট ল্যান্ডিং, শনিবার ইসরোয় প্রধানমন্ত্রী

গত 14 জুলাই অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটায় সতীশ ধাওয়ার স্পেস রিসার্ট সেন্টার থেকে চাঁদের উদ্দেশ্যে রওনা দেয় চন্দ্রযান-3 ৷ একের পর এক কক্ষপথ পেরিয়ে বুধবার সন্ধ্যায় চাঁদের দক্ষিণ মেরুতে সফট ল্যান্ডিং করে এই মহাকাশযান ৷ এর আগে চাঁদে সফট ল্যান্ডিং করেছে সোভিয়েত ইউনিয়ন, আমেরিকা এবং চিন ৷ ভারত সেই তালিকায় চতুর্থ দেশ ৷ তবে দক্ষিণ মেরুতে ভারতই প্রথম সফট ল্যান্ডিং করল ৷

Last Updated : Aug 24, 2023, 11:41 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.