ETV Bharat / bharat

Chandrayaan-3: 'স্মাইল প্লিজ !' বিক্রমের ছবি তুলেছে প্রজ্ঞান, শেয়ার করল ইসরো - রোভার প্রজ্ঞান

ISRO posts images of Vikram Lander: চন্দ্রযান 3-এর অভিযানের সময় ল্যান্ডার বিক্রমের ছবি তুলেছে রোভার প্রজ্ঞান ৷ সেই ছবি টুইট করল ইসরো ৷

Chandrayaan-3
চন্দ্রযান 3
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 30, 2023, 3:25 PM IST

হায়দরাবাদ, 30 অগস্ট: সফল চন্দ্রযান 3 মিশনের সময় বিক্রম ল্যান্ডারের একটি ছবি তুলেছে রোভার প্রজ্ঞান ৷ বুধবার সেই ছবিই শেয়ার করল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ৷ নিজের সোশাল মিডিয়া হ্যান্ডেলে ছবিটি পোস্ট করেছে ইসরো ৷

ইসরো প্রজ্ঞানের তোলা সেই ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছে, "চন্দ্রযান 3 মিশন: স্মাইল, প্লিজ ! প্রজ্ঞান রোভার আজ সকালে বিক্রম ল্যান্ডারের একটি ছবি তুলেছে । 'মিশনের ছবি'টি তুলেছে নেভিগেশন ক্যামেরা অনবোর্ড দ্য রোভার (NavCam)। চন্দ্রযান 3 মিশনের জন্য ন্যাভক্যামগুলি ল্যাবরেটরি ফর ইলেক্ট্রো-অপটিক্স সিস্টেম (LEOS) দিয়ে তৈরি করা হয়েছে ৷"

ভারত বিশ্বের চতুর্থ দেশ, যারা চাঁদের মাটিতে সফল ভাবে সফট-ল্যান্ডিং করেছে ৷ এই তালিকায় শুরু থেকে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, তৎকালীন সোভিয়েত ইউনিয়ন ও চিন । সেই তালিকায় চতুর্থ হিসেবে যুক্ত হয়েছে ভারতের নাম ৷ তবে ভারত প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরুতে সফলভাবে সফট ল্যান্ড করার কৃতিত্ব অর্জন করে ইতিহাস সৃষ্টি করেছে ৷

  • Chandrayaan-3 Mission:

    Smile, please📸!

    Pragyan Rover clicked an image of Vikram Lander this morning.

    The 'image of the mission' was taken by the Navigation Camera onboard the Rover (NavCam).

    NavCams for the Chandrayaan-3 Mission are developed by the Laboratory for… pic.twitter.com/Oece2bi6zE

    — ISRO (@isro) August 30, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: চাঁদের দক্ষিণ মেরুতে সালফারের সন্ধান পেল 'প্রজ্ঞান', চলছে হাইড্রোজেনের খোঁজ

দেশের সফল চন্দ্রাভিযানের জন্য সারা বিশ্বের নেতারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানিয়েছেন ৷ প্রধানমন্ত্রীও চাঁদে ভারতের তৃতীয় মিশনের সাফল্যের জন্য ইসরো প্রধান এস সোমনাথ এবং বিজ্ঞানীদের প্রশংসা করেছেন । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিদেশ থেকেই ফিরেই বেঙ্গালুরুতে ইসরোর কেন্দ্র পরিদর্শনে যান এবং বিজ্ঞানীদের সঙ্গে দেখা করেন ৷ টিম চন্দ্রযান 3-এর বিজ্ঞানীদের ভূয়সী প্রশংসা করে তিনি ঘোষণা করেন যে, এই কৃতিত্বটি যে দিন অর্জন করা হয়েছে, অর্থাৎ 23 অগস্ট তারিখটি জাতীয় মহাকাশ দিবস হিসাবে পালিত হবে ।

শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে চন্দ্রযান 3 উৎক্ষেপণের পর তার যাবতীয় আপডেট দেশবাসীকে জানাচ্ছে ভারতীয় মহাকাশ সংস্থা ৷

হায়দরাবাদ, 30 অগস্ট: সফল চন্দ্রযান 3 মিশনের সময় বিক্রম ল্যান্ডারের একটি ছবি তুলেছে রোভার প্রজ্ঞান ৷ বুধবার সেই ছবিই শেয়ার করল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ৷ নিজের সোশাল মিডিয়া হ্যান্ডেলে ছবিটি পোস্ট করেছে ইসরো ৷

ইসরো প্রজ্ঞানের তোলা সেই ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছে, "চন্দ্রযান 3 মিশন: স্মাইল, প্লিজ ! প্রজ্ঞান রোভার আজ সকালে বিক্রম ল্যান্ডারের একটি ছবি তুলেছে । 'মিশনের ছবি'টি তুলেছে নেভিগেশন ক্যামেরা অনবোর্ড দ্য রোভার (NavCam)। চন্দ্রযান 3 মিশনের জন্য ন্যাভক্যামগুলি ল্যাবরেটরি ফর ইলেক্ট্রো-অপটিক্স সিস্টেম (LEOS) দিয়ে তৈরি করা হয়েছে ৷"

ভারত বিশ্বের চতুর্থ দেশ, যারা চাঁদের মাটিতে সফল ভাবে সফট-ল্যান্ডিং করেছে ৷ এই তালিকায় শুরু থেকে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, তৎকালীন সোভিয়েত ইউনিয়ন ও চিন । সেই তালিকায় চতুর্থ হিসেবে যুক্ত হয়েছে ভারতের নাম ৷ তবে ভারত প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরুতে সফলভাবে সফট ল্যান্ড করার কৃতিত্ব অর্জন করে ইতিহাস সৃষ্টি করেছে ৷

  • Chandrayaan-3 Mission:

    Smile, please📸!

    Pragyan Rover clicked an image of Vikram Lander this morning.

    The 'image of the mission' was taken by the Navigation Camera onboard the Rover (NavCam).

    NavCams for the Chandrayaan-3 Mission are developed by the Laboratory for… pic.twitter.com/Oece2bi6zE

    — ISRO (@isro) August 30, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: চাঁদের দক্ষিণ মেরুতে সালফারের সন্ধান পেল 'প্রজ্ঞান', চলছে হাইড্রোজেনের খোঁজ

দেশের সফল চন্দ্রাভিযানের জন্য সারা বিশ্বের নেতারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানিয়েছেন ৷ প্রধানমন্ত্রীও চাঁদে ভারতের তৃতীয় মিশনের সাফল্যের জন্য ইসরো প্রধান এস সোমনাথ এবং বিজ্ঞানীদের প্রশংসা করেছেন । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিদেশ থেকেই ফিরেই বেঙ্গালুরুতে ইসরোর কেন্দ্র পরিদর্শনে যান এবং বিজ্ঞানীদের সঙ্গে দেখা করেন ৷ টিম চন্দ্রযান 3-এর বিজ্ঞানীদের ভূয়সী প্রশংসা করে তিনি ঘোষণা করেন যে, এই কৃতিত্বটি যে দিন অর্জন করা হয়েছে, অর্থাৎ 23 অগস্ট তারিখটি জাতীয় মহাকাশ দিবস হিসাবে পালিত হবে ।

শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে চন্দ্রযান 3 উৎক্ষেপণের পর তার যাবতীয় আপডেট দেশবাসীকে জানাচ্ছে ভারতীয় মহাকাশ সংস্থা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.