ETV Bharat / bharat

Chandrayaan-3: চন্দ্রযানের সফল অবতরণ, মহাকাশ গবেষণায় বিনিয়োগকারী সংস্থার শেয়ার-সূচকে বড়সড় লাফ - India on Moon

সেন্টাম চন্দ্রযান-3 মিশনে 200টিরও বেশি সংস্থা যারা ক্রিটিক্যাল মডিউল সরবরাহ করেছে (চন্দ্রযানে ব্যবহৃত যন্ত্রাংশ) ৷ সেন্টামের পক্ষ থেকে এমনটাই জানা গিয়েছে ৷ ইতিমধ্যেই ভারত ফোর্জের শেয়ার 2.80 শতাংশ, অ্যাস্ট্রো মাইক্রোওয়েভ 1.72 শতাংশ এবং লারসেন অ্যান্ড টুব্রো 1.42 শতাংশ বৃদ্ধি পেয়েছে। 52 সপ্তাহের মধ্যে এদিনই এই সমস্ত সংস্থার শেয়ার সূচক সর্বোচ্চ বৃদ্ধি পেয়েছে ৷

Etv Bharat
চন্দ্রযানের সফল অবতরণ
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 23, 2023, 8:32 PM IST

Updated : Aug 23, 2023, 9:32 PM IST

নয়াদিল্লি, 23 অগস্ট: চন্দ্রযান-3-এর উৎক্ষপণের পর থেকে অবতরণের দিকে তাকিয়ে ছিল ক্রিটিক্যাল মডিউল সরবরাহকারী সংস্থাগুলো ৷ বুধবার চন্দ্রযান-3 সফল অবতরণের পর অ্যারোস্পেস ও প্রতিরক্ষা খাতে বিনিয়োগকারী সংস্থার শেয়ার সূচক অনেকটাই বৃদ্ধি পেয়েছে ৷ মুম্বই স্টক এক্সচেঞ্জের সূচকে সেন্টাম ইলেকট্রনিক্সের স্টক 14.91 শতাংশ বেড়েছে, প্যারাস ডিফেন্স অ্যান্ড স্পেস টেকনোলজিস লিমিটেড 5.47 শতাংশ বেড়েছে, এমটিএআর টেকনোলজিস 4.84 শতাংশ এবং হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডের শেয়ারের বাজারদর 3.57 শতাংশ বেড়েছে ।

চন্দ্রযান-3 এর সফল অবতরণের পর সেন্টাম-এর পক্ষ থেকে তাদের নিজস্ব ওয়েবসাইটে জানানো হয় প্রায় 200টিরও বেশি সংস্থা চন্দ্রযান-3 এর যন্ত্রাংশ তৈরিতে সাহায্য করেছে ৷ যার মধ্য়ে আছে ভারত ফোর্জ ৷ চাঁদে চন্দ্রযানের সফল অবতরণের পরই তার শেয়ার সূচক বেড়েছে 2.82 শতাংশ ৷ অ্যাস্ট্রো মাইক্রোওয়েভ প্রোডাক্ট সূচক 1.72 শতাংশ এবং লারসেন এন্ড টুব্রোর সূচক 1.42 শতাংশ বৃদ্ধি পেয়েছে ৷ যা বিগত 52 সপ্তাহের মধ্যে সব থেকে বেশি ৷

আগেই ইসরোর পক্ষ থেকে জানানো হয়েছিল, চন্দ্রযান-3 এর একাধিক মডিউল প্রস্তুত করতে বেশ কিছু সংস্থা এগিয়ে এসেছিল ৷ তাদের কাছেও চন্দ্রযান-3 এর সফল অবতরণ নিয়ে যে উত্তেজনা ছিল তা বলার অপেক্ষা রাখে না ৷ এই প্রসঙ্গেই মতিলাল ওসওয়াল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের রিটেইল রিসার্চের প্রধান সিদ্ধার্থ খেমকা বলেন, "বেশ কয়েকটি প্রতিরক্ষা সংস্থা যারা চন্দ্রযান-3-এ ব্যবহৃত যন্ত্রাংশ সরবরাহ করেছে তারা সফল অবতরণের প্রত্যাশায় করেছিলেন ।"

এই সমস্ত প্রতিরক্ষা যন্ত্রাংশ সরবরাহকারী সংস্থার শেয়ার বাজারও বৃদ্ধি পেয়েছে ৷ চন্দ্রযান-3 এর সফল অবতরণের পর মুম্বই শেয়ার সূচক মারাত্মক তেজি । 213.7 পয়েন্ট তথা 0.33 শতাংশ বৃদ্ধি পেয়ে 65 হাজার 433.30 সূচকে পৌঁছেছে ৷ নিফটির সূচক 47.55 পয়েন্ট অর্থাৎ 0.25 শতাংশ বৃদ্ধি পেয়ে 19,444 পয়েন্টে পৌঁছয় ৷ স্টক্স বক্সের প্রযুক্তি বিশ্লেষক রিচেস ভানারা জানান হ্যাল, এমটিএআর এবং এল অ্যান্ড টি’র মতো সংস্থা যারা প্রতিরক্ষা খাতে বিনিয়োগ করে, তারা চন্দ্রযান-3 যন্ত্রাংশ তৈরিতেও বিনিয়োগ করেছিল ৷ এই সমস্ত সংস্থার কাছে চন্দ্রযানের সফল অবতরণ কাম্য ছিল ৷ তাই চন্দ্রযান-3 এর সফল অবতরণের পরই মুম্বই এবং জাতীয় শেয়ার বাজার সূচক বৃদ্ধি পেয়েছে ৷

আরও পড়ুন: চাঁদ ছুঁল চন্দ্রযান, ইতিহাসে ভারত 'বিক্রম'

বুধবার ঘড়ির কাঁটা মিলিয়ে বুধের সন্ধ্য়ায় প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করল ভারতের চন্দ্রযান-3 ৷ এর আগে আমেরিকা, চিন এবং রাশিয়া চাঁদে পা রাখলেও তারা অবতরণ করেছিল উপগ্রহের উত্তর মেরুতে ৷ অর্থাৎ, প্রথম দেশ হিসেবে দক্ষিণ মেরুতে অবতরণ করল ভারতের তৈরি চন্দ্রযান-3 ৷ যা শেয়ার সূচকেও উজ্জ্বল করল ।

নয়াদিল্লি, 23 অগস্ট: চন্দ্রযান-3-এর উৎক্ষপণের পর থেকে অবতরণের দিকে তাকিয়ে ছিল ক্রিটিক্যাল মডিউল সরবরাহকারী সংস্থাগুলো ৷ বুধবার চন্দ্রযান-3 সফল অবতরণের পর অ্যারোস্পেস ও প্রতিরক্ষা খাতে বিনিয়োগকারী সংস্থার শেয়ার সূচক অনেকটাই বৃদ্ধি পেয়েছে ৷ মুম্বই স্টক এক্সচেঞ্জের সূচকে সেন্টাম ইলেকট্রনিক্সের স্টক 14.91 শতাংশ বেড়েছে, প্যারাস ডিফেন্স অ্যান্ড স্পেস টেকনোলজিস লিমিটেড 5.47 শতাংশ বেড়েছে, এমটিএআর টেকনোলজিস 4.84 শতাংশ এবং হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডের শেয়ারের বাজারদর 3.57 শতাংশ বেড়েছে ।

চন্দ্রযান-3 এর সফল অবতরণের পর সেন্টাম-এর পক্ষ থেকে তাদের নিজস্ব ওয়েবসাইটে জানানো হয় প্রায় 200টিরও বেশি সংস্থা চন্দ্রযান-3 এর যন্ত্রাংশ তৈরিতে সাহায্য করেছে ৷ যার মধ্য়ে আছে ভারত ফোর্জ ৷ চাঁদে চন্দ্রযানের সফল অবতরণের পরই তার শেয়ার সূচক বেড়েছে 2.82 শতাংশ ৷ অ্যাস্ট্রো মাইক্রোওয়েভ প্রোডাক্ট সূচক 1.72 শতাংশ এবং লারসেন এন্ড টুব্রোর সূচক 1.42 শতাংশ বৃদ্ধি পেয়েছে ৷ যা বিগত 52 সপ্তাহের মধ্যে সব থেকে বেশি ৷

আগেই ইসরোর পক্ষ থেকে জানানো হয়েছিল, চন্দ্রযান-3 এর একাধিক মডিউল প্রস্তুত করতে বেশ কিছু সংস্থা এগিয়ে এসেছিল ৷ তাদের কাছেও চন্দ্রযান-3 এর সফল অবতরণ নিয়ে যে উত্তেজনা ছিল তা বলার অপেক্ষা রাখে না ৷ এই প্রসঙ্গেই মতিলাল ওসওয়াল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের রিটেইল রিসার্চের প্রধান সিদ্ধার্থ খেমকা বলেন, "বেশ কয়েকটি প্রতিরক্ষা সংস্থা যারা চন্দ্রযান-3-এ ব্যবহৃত যন্ত্রাংশ সরবরাহ করেছে তারা সফল অবতরণের প্রত্যাশায় করেছিলেন ।"

এই সমস্ত প্রতিরক্ষা যন্ত্রাংশ সরবরাহকারী সংস্থার শেয়ার বাজারও বৃদ্ধি পেয়েছে ৷ চন্দ্রযান-3 এর সফল অবতরণের পর মুম্বই শেয়ার সূচক মারাত্মক তেজি । 213.7 পয়েন্ট তথা 0.33 শতাংশ বৃদ্ধি পেয়ে 65 হাজার 433.30 সূচকে পৌঁছেছে ৷ নিফটির সূচক 47.55 পয়েন্ট অর্থাৎ 0.25 শতাংশ বৃদ্ধি পেয়ে 19,444 পয়েন্টে পৌঁছয় ৷ স্টক্স বক্সের প্রযুক্তি বিশ্লেষক রিচেস ভানারা জানান হ্যাল, এমটিএআর এবং এল অ্যান্ড টি’র মতো সংস্থা যারা প্রতিরক্ষা খাতে বিনিয়োগ করে, তারা চন্দ্রযান-3 যন্ত্রাংশ তৈরিতেও বিনিয়োগ করেছিল ৷ এই সমস্ত সংস্থার কাছে চন্দ্রযানের সফল অবতরণ কাম্য ছিল ৷ তাই চন্দ্রযান-3 এর সফল অবতরণের পরই মুম্বই এবং জাতীয় শেয়ার বাজার সূচক বৃদ্ধি পেয়েছে ৷

আরও পড়ুন: চাঁদ ছুঁল চন্দ্রযান, ইতিহাসে ভারত 'বিক্রম'

বুধবার ঘড়ির কাঁটা মিলিয়ে বুধের সন্ধ্য়ায় প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করল ভারতের চন্দ্রযান-3 ৷ এর আগে আমেরিকা, চিন এবং রাশিয়া চাঁদে পা রাখলেও তারা অবতরণ করেছিল উপগ্রহের উত্তর মেরুতে ৷ অর্থাৎ, প্রথম দেশ হিসেবে দক্ষিণ মেরুতে অবতরণ করল ভারতের তৈরি চন্দ্রযান-3 ৷ যা শেয়ার সূচকেও উজ্জ্বল করল ।

Last Updated : Aug 23, 2023, 9:32 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.