দিল্লি, 19 জানুয়ারি : হোয়াটসঅ্য়াপের গ্লোবাল সিইও উইল ক্যাথকার্টকে চিঠি দিল ভারত সরকারের বিদ্যুৎ এবং তথ্য়প্রযুক্তি মন্ত্রক ৷ হোয়াটসঅ্য়াপের নয়া সুরক্ষা নীতি ভারতীয় গ্রাহকদের ক্ষেত্রে লাগু না করার আর্জি জানানো হয়েছে মন্ত্রকের তরফে ৷ এমনকি প্রাইভেসি পলিসি সম্পর্কে ভারত সরকারকে তথ্য়ও জানাতে বলা হয়েছে সংস্থার সিইও-র কাছে ৷ এমনটাই জানা গিয়েছে ৷
কেন্দ্রের তরফে হোয়াটসঅ্য়াপের নয়া পলিসি নিয়ে উদ্বেগপ্রকাশ করা হয়েছে ৷ এর কারণ হিসেবে বলা হয়েছে, হোয়াটঅ্য়াপ ব্য়বহারকারীদের তথ্য়ের সুরক্ষা নিয়ে সরকার চিন্তিত বলে জানানো হয়েছে ৷ এমনকি হোয়াটসঅ্য়াপের সঙ্গে ব্য়বসায় যুক্ত অন্য়ান্য় কোম্পানির সঙ্গে সেই তথ্য় ভাগ করে নেওয়ার বিষয়টিতেও আপত্তি জানিয়েছে কেন্দ্র সরকার ৷ এমনকি ফেসবুক গ্রুপগুলিতে যদি গ্রাহকদের ব্য়ক্তিগত তথ্য় শেয়ার করা হয়, সেক্ষেত্রে নিরাপত্তা সংক্রান্ত সমস্য়া দেখা দিতে পারে ৷
আরও পড়ুন : মান ভাঙাতে স্ট্য়াটাস বার্তা হোয়াটসঅ্য়াপের !
এমনকি হোয়াটঅ্য়াপ ব্য়বহারকারীদের দ্বিতীয় কোনও অপশন না দিয়ে, সরাসরি সংস্থার পলিসি মানতে বাধ্য় করার বিষয়েও আপত্তি জানিয়েছে তথ্য় ও প্রযুক্তি মন্ত্রক ৷ হোয়াটঅ্য়াপকে লেখা চিঠিতে পুট্টাস্বামী বনাম ভারত সরকার মামলায় ভারতের সুপ্রিম কোর্টের ব্য়ক্তি স্বাধীনতার উপর দেওয়া রায়কে উল্লেখ করা হয়েছে ৷ এমনকি ভারত সরকার যখন ব্য়ক্তি তথ্য় সুরক্ষা নিয়ে একটি আইন এনেছে, তখন হোয়াটঅ্য়াপ কেন পলিসি পরিবর্তন করছে? সেই প্রশ্নও করা হয়েছে ৷