নিউ দিল্লি, 10 মে : সুপ্রিম কোর্ট যেন কেন্দ্রীয় সরকারের কোভিড মোকাবিলার কাজে নাক না গলায় ৷ রবিবার রাতে বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, এল নাগেশ্বর রাও আর এস রবীন্দ্র ভাটের ডিভিশন বেঞ্চে কেন্দ্র তার হলফনামায় এ কথা স্পষ্ট করে জানিয়ে দেয় ৷
দেশের ভয়াবহ করোনা পরিস্থিতিতে সরকারের ভ্যাকসিনের দামের ভিন্নতা, ভ্যাকসিন না পাওয়া, খুব ধীর গতিতে ভ্যাকসিন পাঠানো নিয়ে কেন্দ্রীয় সরকারের কড়া সমালোচনা করে সুপ্রিম কোর্ট ৷ সেই মামলার বিরুদ্ধে নিজের স্বপক্ষে একটি হলফনামা পেশ করে কেন্দ্রীয় সরকার ৷ আজ তার শুনানি ছিল ৷
হলফনামায় কেন্দ্র জানিয়েছে, ভ্যাকসিন নিয়ে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ অর্থবহ হলেও তার সীমা লঙ্ঘন করছে, এই নাক গলানোর ফলে অপ্রত্যাশিত আর অনিচ্ছাকৃত কিছু ঘটতে পারে ৷ বিশ্বজুড়ে প্যানডেমিক সংকটে দেশে স্বাস্থ্য বিশেষজ্ঞ আর বৈজ্ঞানিক পরামর্শের উপর নির্ভর করে দেশের মোকাবিলার উপায় ঠিক করা হচ্ছে ৷ এখানে বিচার বিভাগের হস্তক্ষেপের সুযোগ সামান্যই ৷ চিকিৎসক, বিজ্ঞানীদের মতামত বা বিশেষজ্ঞের পরামর্শ ছেড়ে দিয়ে প্রশাসনিক অভিজ্ঞতা দিয়ে নতুন কোনও উপায়ের সন্ধান পাওয়া যাবে না
আরো পড়ুন: মোদির কর্মকাণ্ড ক্ষমার অযোগ্য, কোভিড ভুলগুলি মেনে নিক কেন্দ্র: ল্যানসেট
কেন্দ্র সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে নির্দেশ পাঠিয়েছে, দেশে স্বাস্থ্যকর্মীর সংখ্যা বাড়াতে বিশেষ ব্যবস্থা করতে হবে ৷ ইতিমধ্যে দেশের সরকারি মেডিক্যাল কলেজগুলির পঞ্চম বছরের ছাত্রদের কোভিড-19-এর কাজে নিযুক্ত করার নির্দেশ জারি করা হয়েছে ৷ এমনকি হাসপাতালে বেড, চিকিৎসক, নার্সের সংখ্যা বাড়ানো হয়েছে ৷
আর ভ্যাকসিন নীতিতে জনসংখ্যার বিভিন্ন অংশকে দফায় দফায় ভ্যাকসিন দেওয়া ব্যবস্থা করা হয়েছে ৷ আর ভ্যাকসিনের উৎপাদন ও সরবরাহ বাড়ানোর উদ্যোগও নেওয়া হয়েছে ৷ প্রতি মাসে যত সংখ্যক ভ্যাকসিন উৎপাদিত হচ্ছে, আর সেন্ট্রাল ড্রাগ ল্যাবরেটরি যে পরিমাণ ভ্যাকসিনকে ছাড়পত্র তার সঙ্গে সামঞ্জস্য রেখে রাজ্যগুলিকে ভ্যাকসিন পাঠানো হবে ৷ আনুপাতিক হারে রাজ্যগুলি ভ্যাকসিন পাবে ৷ কেন্দ্রীয় সরকার দেশের সর্বোচ্চ আদালতকে আশ্বস্ত করে জানিয়েছে, সব রাজ্যগুলির জন্য একই দাম ঠিক করা হয়েছে ৷
গতকাল রাতেই এই হলফনামা পেয়েছেন বিচারপতিরা ৷ তাই ভার্চুয়াল শুনানিতে বিচারপতিরা জানান, কেন্দ্রের এই হলফনামা যাচাই করে দেখতে সময় লাগবে ৷ বৃহস্পতিবার পর্যন্ত এই শুনানি স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে তিন বিচারপতির বেঞ্চ ৷
সম্প্রতি কেন্দ্রীয় সরকারের ভ্যাকসিন নীতিকে ‘বিশৃঙ্খল’ বলে তীব্র সমালোচনা করেছে বিশ্বের প্রথমসারির মেডিক্যাল জার্নাল ল্যানসেট ৷