ETV Bharat / bharat

SC on Same Sex Marriage: সমলিঙ্গ বিয়ে শহুরে অভিজাত দৃষ্টিভঙ্গি নয়, কেন্দ্রের দাবি না মেনে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট - শহুরে অভিজাত দৃষ্টিভঙ্গি

সমলিঙ্গ বিয়ে শহুরে অভিজাত দৃষ্টিভঙ্গি, এমনটাই জানিয়েছিল কেন্দ্র । তা মানতে নারাজ সুপ্রিম কোর্ট ৷ এই মামলায় শীর্ষ আদালতে নতুন হলফনামা দাখিল কেন্দ্রের ৷

Same Sex Marriage
সমলিঙ্গ বিবাহ
author img

By

Published : Apr 19, 2023, 9:34 PM IST

নয়াদিল্লি, 19 এপ্রিল: সমলিঙ্গ বিবাহ শহুরে অভিজাত দৃষ্টিভঙ্গি ৷ মঙ্গলবার সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে এই দাবি করেছিল কেন্দ্র সরকার ৷ বুধবার শুনানিতে বিজেপি সরকারের সেই অবস্থানকে মানতে চাইল না পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চ ৷ দেশের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় কেন্দ্রীয় সরকারের অবস্থানের বিরোধিতা করে বলেছেন, "জন্মগত কিছু শহুরে অভিজাত হতে পারে না ।" প্রধান বিচারপতি আরও বলেন, "সমলিঙ্গ বিবাহ শহুরে হতে পারে ৷ কারণ শহুরে এলাকার মানুষ এখন বেশি সামনে আসছে এই বিষয় নিয়ে ৷ তবে সরকার এমন কোনও তথ্যের মাধ্যমে তার অবস্থানকে স্পষ্ট করতে পারেনি ৷ যা প্রমাণ করে যে এটি শহুরে অভিজাত দৃষ্টিভঙ্গি ।"

প্রসঙ্গত, সমলিঙ্গ বিবাহের বৈধতা বা আইনি স্বীকৃতি সম্পর্কিত একগুচ্ছ আবেদন জমা পড়েছিল সুপ্রিম কোর্টে ৷ সেই মামলার শুনানি শুরু হয়েছে মঙ্গলবার ৷ প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, বিচারপতি সঞ্জয় কিষাণ কৌল, বিচারপতি রবীন্দ্র ভাট, বিচারপতি হিমা কোহলি এবং বিচারপতি পিএস নরসিমহার পাঁচ সদস্য বিশিষ্ট সাংবিধানিক বেঞ্চে এই মামলার শুনানি চলছে । বুধবার ছিল সুপ্রিম কোর্টে শুনানির দ্বিতীয় দিন । কেন্দ্রীয় সরকার এদিন শীর্ষ আদালতে একটি নতুন হলফনামা দাখিল করেছে ৷ তাতে সমলিঙ্গ বিবাহকে বৈধতা দেওয়ার দাবিতে সমস্ত রাজ্য সরকার এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে পক্ষ করার আহবান জানানো হয়েছে ।

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

যুগ্ম সচিব এবং আইনসভার কাউন্সেল কে আর সাজি কুমারের দায়ের করা হলফনামায় বলা হয়েছে, বর্তমান মামলাটি সংবিধানের সপ্তম তফসিলের অধীনে রাজ্যগুলির আইন প্রণয়নের অধিকারগুলির পাশাপাশি রাজ্যগুলির বাসিন্দাদের অধিকারগুলিকে জড়িত করে ৷ সরকার দাবি করেছে যে পিটিশনের রায়ের জন্য সমস্ত রাজ্যের সঙ্গে পরামর্শ প্রয়োজন।

প্রধান বিচারপতির বিবৃতি দেওয়ার পরে অনেক আইনজীবী তাদের মক্কেলের উদাহরণ তুলে ধরেছেন ৷ যেখানে জানানো হয়েছে, মক্কেলরা বলেছে যে এলজিবিটিকিউ সম্প্রদায়ের অংশ তারা এবং কোমল হৃদয়ের । সিনিয়র অ্যাডভোকেট কেভি বিশ্বনাথন জানান, তার মক্কেল একজন রূপান্তরকামী ৷ যাকে পরিবার মেনে নিতে অস্বীকার করে ৷ এরপর তিনি রাস্তায় ভিক্ষা করতেন এবং আজ কেপিএমজির ডিরেক্টর ।

আরও পড়ুন: 'পুরোপুরি নারী বা পুরুষ, জীববিজ্ঞান এটা বলে না', মন্তব্য প্রধান বিচারপতির

নয়াদিল্লি, 19 এপ্রিল: সমলিঙ্গ বিবাহ শহুরে অভিজাত দৃষ্টিভঙ্গি ৷ মঙ্গলবার সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে এই দাবি করেছিল কেন্দ্র সরকার ৷ বুধবার শুনানিতে বিজেপি সরকারের সেই অবস্থানকে মানতে চাইল না পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চ ৷ দেশের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় কেন্দ্রীয় সরকারের অবস্থানের বিরোধিতা করে বলেছেন, "জন্মগত কিছু শহুরে অভিজাত হতে পারে না ।" প্রধান বিচারপতি আরও বলেন, "সমলিঙ্গ বিবাহ শহুরে হতে পারে ৷ কারণ শহুরে এলাকার মানুষ এখন বেশি সামনে আসছে এই বিষয় নিয়ে ৷ তবে সরকার এমন কোনও তথ্যের মাধ্যমে তার অবস্থানকে স্পষ্ট করতে পারেনি ৷ যা প্রমাণ করে যে এটি শহুরে অভিজাত দৃষ্টিভঙ্গি ।"

প্রসঙ্গত, সমলিঙ্গ বিবাহের বৈধতা বা আইনি স্বীকৃতি সম্পর্কিত একগুচ্ছ আবেদন জমা পড়েছিল সুপ্রিম কোর্টে ৷ সেই মামলার শুনানি শুরু হয়েছে মঙ্গলবার ৷ প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, বিচারপতি সঞ্জয় কিষাণ কৌল, বিচারপতি রবীন্দ্র ভাট, বিচারপতি হিমা কোহলি এবং বিচারপতি পিএস নরসিমহার পাঁচ সদস্য বিশিষ্ট সাংবিধানিক বেঞ্চে এই মামলার শুনানি চলছে । বুধবার ছিল সুপ্রিম কোর্টে শুনানির দ্বিতীয় দিন । কেন্দ্রীয় সরকার এদিন শীর্ষ আদালতে একটি নতুন হলফনামা দাখিল করেছে ৷ তাতে সমলিঙ্গ বিবাহকে বৈধতা দেওয়ার দাবিতে সমস্ত রাজ্য সরকার এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে পক্ষ করার আহবান জানানো হয়েছে ।

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

যুগ্ম সচিব এবং আইনসভার কাউন্সেল কে আর সাজি কুমারের দায়ের করা হলফনামায় বলা হয়েছে, বর্তমান মামলাটি সংবিধানের সপ্তম তফসিলের অধীনে রাজ্যগুলির আইন প্রণয়নের অধিকারগুলির পাশাপাশি রাজ্যগুলির বাসিন্দাদের অধিকারগুলিকে জড়িত করে ৷ সরকার দাবি করেছে যে পিটিশনের রায়ের জন্য সমস্ত রাজ্যের সঙ্গে পরামর্শ প্রয়োজন।

প্রধান বিচারপতির বিবৃতি দেওয়ার পরে অনেক আইনজীবী তাদের মক্কেলের উদাহরণ তুলে ধরেছেন ৷ যেখানে জানানো হয়েছে, মক্কেলরা বলেছে যে এলজিবিটিকিউ সম্প্রদায়ের অংশ তারা এবং কোমল হৃদয়ের । সিনিয়র অ্যাডভোকেট কেভি বিশ্বনাথন জানান, তার মক্কেল একজন রূপান্তরকামী ৷ যাকে পরিবার মেনে নিতে অস্বীকার করে ৷ এরপর তিনি রাস্তায় ভিক্ষা করতেন এবং আজ কেপিএমজির ডিরেক্টর ।

আরও পড়ুন: 'পুরোপুরি নারী বা পুরুষ, জীববিজ্ঞান এটা বলে না', মন্তব্য প্রধান বিচারপতির

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.