ETV Bharat / bharat

Z plus Security for Assam CM: হিমন্তের জন্য জেড প্লাস ক্যাটাগরির নিরাপত্তা - will get Z plus security

নিরাপত্তা বাড়ল অসমের মুখ্যমন্ত্রীর ৷ কেন্দ্রীয় সরকার হিমন্ত বিশ্বশর্মাকে জেড প্লাস ক্যাটাগরির নিরাপত্তা দিল ( The CM of Assam Himant Biswa Sarma will get Z plus security) ।

Himanta Biswa Sarma
ETV Bharat
author img

By

Published : Oct 14, 2022, 2:08 PM IST

Updated : Oct 14, 2022, 2:59 PM IST

নয়াদিল্লি, 14 অক্টোবর: নিরাপত্তা বাড়ল অসমের মুখ্যমন্ত্রীর ৷ কেন্দ্রীয় সরকার হিমন্ত বিশ্বশর্মাকে জেড প্লাস ক্যাটাগরির নিরাপত্তা দিল । শুক্রবার বিষয়টি জানা গিয়েছে । বিভিন্ন পরিস্থিতি পর্যালোচনা করে এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র ৷ এতদিন 53 বছর বয়সী মন্ত্রী হিমন্ত জেড ক্যাটাগরির নিরাপত্তা পেতেন ৷ দেশের সব মুখ্যমন্ত্রাীদেরই এই ধরনের নিরাপত্তা দেওয়া হয়ে থাকে ( The CM of Assam Himant Biswa Sarma will get Z plus security) । কিন্তু এবার নিরাপত্তা বাড়ল অসমের মুখ্যমন্ত্রীর । এবার থেকে সারা ভারতে তিনি যেখানেই যান না কেন তাঁর সঙ্গে থাকবে জেডপ্লাস নিরাপত্তা ব্যবস্থা ৷

আগের ব্যাবস্থায় তিনি উত্তর পূর্বে ভারতের কোথাও গেলে তাঁর জন্য কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী বা সিআরপিএফের ব্যাবস্থা থাকত (Central Reserve Police Force, CRPF) তাছাড়া আরও কিছু ব্যবস্থা করা থাকত । এবার সেখান থেকে জেড প্লাসে পৌঁছলেন উত্তরপূর্ব ভারতের বিজেপির 'ম্যান ফ্রাই ডে' ৷ জাতীয় রাজনীতির প্রেক্ষাপচে হিমন্ত বিশ্বশর্মা উত্তর পূর্ব তথা ভারতের প্রথম সারির অন্যতম গুরুত্বপূর্ণ বিজেপি নেতা ৷ তাঁকে ঘিরে বিজেপি কর্মীদের মধ্যে আশার সঞ্চার হতে শুরু করেছে । কংগ্রেস থেকে আসা কোনও নেতা বিজেপিতে এত দ্রুত জনপ্রিয়তার শিখরে পৌঁছেছেন এমন উদাহারণ বেশ বিরল ।

আরও পড়ুন: CM Himanta Biswa Sarma: 'একটি নিয়োগেও দুর্নীতি পেলে সরকার থেকে সরে যাব', চ্যালেঞ্জ অসমের মুখ্যমন্ত্রীর

সবমিলিয়ে এমন সিদ্ধান্ত নিল মোদি সরকার । সূত্রের খবর, সিআরপিএফ-কে স্বরাষ্ট্র মন্ত্রক নির্দেশ দেয় যে, অসমের মুখ্যমন্ত্রীর জন্য জেড প্লাস অর্থাৎ উচ্চ মানের সুরক্ষার বন্দোবস্ত করতে হবে ৷ তিনি সারা ভারতে যেখানেই যান না কেন, জেডপ্লাস ব্যবস্থা তাঁর সঙ্গে থাকবে ৷

নয়াদিল্লি, 14 অক্টোবর: নিরাপত্তা বাড়ল অসমের মুখ্যমন্ত্রীর ৷ কেন্দ্রীয় সরকার হিমন্ত বিশ্বশর্মাকে জেড প্লাস ক্যাটাগরির নিরাপত্তা দিল । শুক্রবার বিষয়টি জানা গিয়েছে । বিভিন্ন পরিস্থিতি পর্যালোচনা করে এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র ৷ এতদিন 53 বছর বয়সী মন্ত্রী হিমন্ত জেড ক্যাটাগরির নিরাপত্তা পেতেন ৷ দেশের সব মুখ্যমন্ত্রাীদেরই এই ধরনের নিরাপত্তা দেওয়া হয়ে থাকে ( The CM of Assam Himant Biswa Sarma will get Z plus security) । কিন্তু এবার নিরাপত্তা বাড়ল অসমের মুখ্যমন্ত্রীর । এবার থেকে সারা ভারতে তিনি যেখানেই যান না কেন তাঁর সঙ্গে থাকবে জেডপ্লাস নিরাপত্তা ব্যবস্থা ৷

আগের ব্যাবস্থায় তিনি উত্তর পূর্বে ভারতের কোথাও গেলে তাঁর জন্য কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী বা সিআরপিএফের ব্যাবস্থা থাকত (Central Reserve Police Force, CRPF) তাছাড়া আরও কিছু ব্যবস্থা করা থাকত । এবার সেখান থেকে জেড প্লাসে পৌঁছলেন উত্তরপূর্ব ভারতের বিজেপির 'ম্যান ফ্রাই ডে' ৷ জাতীয় রাজনীতির প্রেক্ষাপচে হিমন্ত বিশ্বশর্মা উত্তর পূর্ব তথা ভারতের প্রথম সারির অন্যতম গুরুত্বপূর্ণ বিজেপি নেতা ৷ তাঁকে ঘিরে বিজেপি কর্মীদের মধ্যে আশার সঞ্চার হতে শুরু করেছে । কংগ্রেস থেকে আসা কোনও নেতা বিজেপিতে এত দ্রুত জনপ্রিয়তার শিখরে পৌঁছেছেন এমন উদাহারণ বেশ বিরল ।

আরও পড়ুন: CM Himanta Biswa Sarma: 'একটি নিয়োগেও দুর্নীতি পেলে সরকার থেকে সরে যাব', চ্যালেঞ্জ অসমের মুখ্যমন্ত্রীর

সবমিলিয়ে এমন সিদ্ধান্ত নিল মোদি সরকার । সূত্রের খবর, সিআরপিএফ-কে স্বরাষ্ট্র মন্ত্রক নির্দেশ দেয় যে, অসমের মুখ্যমন্ত্রীর জন্য জেড প্লাস অর্থাৎ উচ্চ মানের সুরক্ষার বন্দোবস্ত করতে হবে ৷ তিনি সারা ভারতে যেখানেই যান না কেন, জেডপ্লাস ব্যবস্থা তাঁর সঙ্গে থাকবে ৷

Last Updated : Oct 14, 2022, 2:59 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.