নয়াদিল্লি, 3 ফেব্রুয়ারি: সুপ্রিম কোর্টের কলেজিয়ামের (Supreme Court Collegium) প্রস্তাবিত পাঁচ বিচারপতিকে খুব শীঘ্রই নিয়োগ করা হবে ৷ শীর্ষ আদালতকে কেন্দ্রের তরফে এই আশ্বাস দেওয়া হয়েছে ৷ অ্যাটর্নি জেনারেল আর ভেঙ্কটারমানি সুপ্রিম কোর্টের বিচারপতি এস কে কৌল ও এ এস ওকা-র বেঞ্চকে এই কথা জানিয়েছেন ৷ এই পাঁচ জনের মধ্যে তিনজন বিভিন্ন হাইকোর্টের (High Court) প্রধান বিচারপতি ৷ আর দু’জন হাইকোর্টে বিচারপতি হিসেবে কর্মরত রয়েছেন ৷ কলেজিয়াম এই পাঁচজনকে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে নিযুক্ত করার প্রস্তাব দিয়েছে ৷
শীর্ষ আদালতের ওই বেঞ্চের তরফে ওই পাঁচজন বিচারপতিকে সুপ্রিম কোর্টে আনার বিষয়ে কেন্দ্রের টালবাহানা নিয়ে অসন্তোষ প্রকাশ করা হয়েছে ৷ পাশাপাশি বিষয়টিকে গুরুতর সমস্যা হিসেবে উল্লেখ করা হয়েছে ৷ একই সঙ্গে কেন্দ্রকে আদালতের তরফে জানানো হয়েছে, অস্বস্তিকর কোনও পদক্ষেপ করার পরিস্থিতি তৈরি যেন না করা হয় ৷ এখানে উল্লেখ করা প্রয়োজন যে কেন্দ্রের তরফে কলেজিয়ামের প্রস্তাব (Collegium Recommendation) মেনে সুপ্রিম কোর্টে বিচারপতি নিয়োগে বিলম্ব করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে ৷ এই নিয়ে মামলা হয়৷ শুক্রবার সেই মামলারই শুনানি ছিল ৷ আদালত জানিয়েছে, পরবর্তী শুনানি আগামী 13 ফেব্রুয়ারি ৷
কলেজিয়াম গত বছরের 13 ডিসেম্বর সুপ্রিম কোর্টে নিয়ে আসার জন্য পাঁচজন বিচারপতির নাম সুপারিশ করে ৷ ওই পাঁচজন হলেন, রাজস্থান হাইকোর্টের প্রধান বিচারপতি পঙ্কজ মিথাল, পটনা হাইকোর্টের প্রধান বিচারপতি সঞ্জয় করোল, মণিপুর হাইকোর্টের প্রধান বিচারপতি পি ভি সঞ্জয় কুমার, পাটনা হাইকোর্টের বিচারপতি আহসানউদ্দিন আমানুল্লাহ এবং ইলাহাবাদ হাইকোর্টের বিচারপতি মনোজ মিশ্র ।
বিচার বিভাগীয় নিয়োগের বিষয়ে খবর রাখে এমন একটি সূত্র সংবাদসংস্থা পিটিআইকে জানিয়েছে যে সরকার সম্ভবত এই নিয়োগ কার্যকর হবে ৷ ওই পাঁচজন শপথ নিলে শীর্ষ আদালতে বিচারপতির সংখ্যা হবে 32 ৷ দেশের প্রধান বিচারপতি-সহ সুপ্রিম কোর্টে সর্বোচ্চ 34 জন বিচারপতি থাকতে পারেন ৷ এখন আছেন 27 জন ৷
গত 31 জানুয়ারি সুপ্রিম কোর্টের কলেজিয়াম শীর্ষ আদালতের বিচারপতি হিসেবে নিয়োগের জন্য ইলাহাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল ও গুজরাত হাইকোর্টের প্রধান বিচারপতি অরবিন্দ কুমারের নাম প্রস্তাব করেছে ৷ তবে এই দু’জনের নাম সুপারিশ করার সময় কলেজিয়ামের তরফে জানানো হয় যে এর আগে সুপারিশ করা পাঁচজনকে আগে নিয়োগ করতে হবে ৷
আরও পড়ুন: 'সংবিধানকে হাইজ্যাক করেছে সুপ্রিম কোর্ট', বিচার বিভাগ নিয়ে দ্বন্দ্ব উসকে বিচারপতির মত শেয়ার রিজিজুর