ETV Bharat / bharat

Centre on Same Sex Marriage: সমকামী বিবাহে ঘোর আপত্তি কেন্দ্রের, শীর্ষ আদালতে পেশ হলফনামা - সমকামিতা

ভারতে সমকামী বিবাহকে আইনি স্বীকৃতি দিতে তাদের অন্তত ঘোরতর আপত্তি রয়েছে ৷ সুপ্রিম কোর্টে (Supreme Court) হলফনামা জমা দিয়ে স্পষ্ট একথা জানিয়ে দিল কেন্দ্রীয় সরকার (Centre on Same Sex Marriage) ৷

centre says to Supreme Court that Same Sex Marriage is not acceptable in Indian Culture
প্রতীকী ছবি
author img

By

Published : Mar 12, 2023, 5:52 PM IST

নয়াদিল্লি, 12 মার্চ: ভারতের পারিবারিক কাঠামো এবং ঐতিহ্যে সমকামী সম্পর্ক স্থাপন বা বিবাহ একেবারেই গ্রহণযোগ্য হতে পারে না (Centre on Same Sex Marriage) ! শীর্ষ আদালতে এই বিষয়ে এভাবেই নিজের অবস্থান স্পষ্ট করল কেন্দ্রীয় সরকার ৷ সমকামী বিবাহে আইনি সিলমোহরের দাবিতে সুপ্রিম কোর্টে (Supreme Court) একাধিক মামলা রুজু হয়েছে ৷ আদালতে সেই আবেদনের বিরোধিতা করেছে মোদি সরকার ৷ তাদের মতে, সমকামী সম্পর্ক বা বিবাহ ভারতীয় নীতি এবং সামাজিক নৈতিকতার পরিপন্থী ৷

বিষয়টি নিয়ে শীর্ষ আদালতে একটি হলফনামা জমা করেছে কেন্দ্রীয় সরকার ৷ তাতে বলা হয়েছে, বিপরীত লিঙ্গের দু'জন মানুষের মধ্যে দৃঢ় সম্পর্ক গড়ে তুলতেই বিবাহ নামক সামাজিক প্রতিষ্ঠানের প্রয়োজন হয় ৷ একটি পরিবারে একজন কর্তা থাকবেন, একজন কর্ত্রী থাকবেন এবং তাঁদের সন্তানরা থাকবে ৷ এটাই প্রচলিত নিয়ম ৷ সমকামী বিবাহে এমনটা সম্ভব নয় বলে একে ভারতীয় সমাজ জীবনে সমর্থন করাও সম্ভব নয় ৷ এমনটাই মনে করে কেন্দ্রের বর্তমান সরকার ৷

এই বিষয়ে কেন্দ্রের আরও যুক্তি হল, 377 ধারা কার্যকর থাকা সত্ত্বেও মামলাকারীরা কখনই সমকামী বিবাহকে তাঁদের মৌলিক অধিকার বলে দাবি করতে পারেন না ৷ ভারতীয় আইনের আওতায় থেকে সেটা সম্ভব নয় ৷ কেন্দ্র মনে করে, সমকামী বিবাহের ক্ষেত্রে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হলে সেই বিষয়ে আইনসভার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ৷ ভারতীয় সমাজ কী চায়, তা বিবেচনা করেই এই বিষয়ে আইনসভাকে পদক্ষেপ করতে হবে ৷

আরও পড়ুন: 'ভালোবেসেছি, অন্যায় করিনি'; সমকামী যুগলের যুক্তিতে হার মানল পুলিশ

কেন্দ্র তার বক্তব্যে জানিয়েছে, ভারতে একজন মহিলা ও একজন পুরুষের মধ্যে যে বিবাহ হয়, সেই সংক্রান্ত যাবতীয় প্রক্রিয়া বিভিন্ন সম্প্রদায়ের জন্য নির্ধারিত বিবাহ আইন মেনে সম্পাদন করা হয় ৷ সেখানে কোথাও পুরুষের সঙ্গে পুরুষের বা নারীর সঙ্গে নারীর বিবাহের উল্লেখ নেই ৷ তাই ভারতে বর্তমান আইনের আওতায় অন্তত সমকামী বিবাহ বৈধ হতে পারে না বলেই মনে করে কেন্দ্রীয় সরকার ৷

নয়াদিল্লি, 12 মার্চ: ভারতের পারিবারিক কাঠামো এবং ঐতিহ্যে সমকামী সম্পর্ক স্থাপন বা বিবাহ একেবারেই গ্রহণযোগ্য হতে পারে না (Centre on Same Sex Marriage) ! শীর্ষ আদালতে এই বিষয়ে এভাবেই নিজের অবস্থান স্পষ্ট করল কেন্দ্রীয় সরকার ৷ সমকামী বিবাহে আইনি সিলমোহরের দাবিতে সুপ্রিম কোর্টে (Supreme Court) একাধিক মামলা রুজু হয়েছে ৷ আদালতে সেই আবেদনের বিরোধিতা করেছে মোদি সরকার ৷ তাদের মতে, সমকামী সম্পর্ক বা বিবাহ ভারতীয় নীতি এবং সামাজিক নৈতিকতার পরিপন্থী ৷

বিষয়টি নিয়ে শীর্ষ আদালতে একটি হলফনামা জমা করেছে কেন্দ্রীয় সরকার ৷ তাতে বলা হয়েছে, বিপরীত লিঙ্গের দু'জন মানুষের মধ্যে দৃঢ় সম্পর্ক গড়ে তুলতেই বিবাহ নামক সামাজিক প্রতিষ্ঠানের প্রয়োজন হয় ৷ একটি পরিবারে একজন কর্তা থাকবেন, একজন কর্ত্রী থাকবেন এবং তাঁদের সন্তানরা থাকবে ৷ এটাই প্রচলিত নিয়ম ৷ সমকামী বিবাহে এমনটা সম্ভব নয় বলে একে ভারতীয় সমাজ জীবনে সমর্থন করাও সম্ভব নয় ৷ এমনটাই মনে করে কেন্দ্রের বর্তমান সরকার ৷

এই বিষয়ে কেন্দ্রের আরও যুক্তি হল, 377 ধারা কার্যকর থাকা সত্ত্বেও মামলাকারীরা কখনই সমকামী বিবাহকে তাঁদের মৌলিক অধিকার বলে দাবি করতে পারেন না ৷ ভারতীয় আইনের আওতায় থেকে সেটা সম্ভব নয় ৷ কেন্দ্র মনে করে, সমকামী বিবাহের ক্ষেত্রে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হলে সেই বিষয়ে আইনসভার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ৷ ভারতীয় সমাজ কী চায়, তা বিবেচনা করেই এই বিষয়ে আইনসভাকে পদক্ষেপ করতে হবে ৷

আরও পড়ুন: 'ভালোবেসেছি, অন্যায় করিনি'; সমকামী যুগলের যুক্তিতে হার মানল পুলিশ

কেন্দ্র তার বক্তব্যে জানিয়েছে, ভারতে একজন মহিলা ও একজন পুরুষের মধ্যে যে বিবাহ হয়, সেই সংক্রান্ত যাবতীয় প্রক্রিয়া বিভিন্ন সম্প্রদায়ের জন্য নির্ধারিত বিবাহ আইন মেনে সম্পাদন করা হয় ৷ সেখানে কোথাও পুরুষের সঙ্গে পুরুষের বা নারীর সঙ্গে নারীর বিবাহের উল্লেখ নেই ৷ তাই ভারতে বর্তমান আইনের আওতায় অন্তত সমকামী বিবাহ বৈধ হতে পারে না বলেই মনে করে কেন্দ্রীয় সরকার ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.