ETV Bharat / bharat

Centre Against BBC Documentary: মোদিকে নিয়ে বিবিসি'র তথ্যচিত্রের লিংক সরাতে ইউটিউব, টুইটারকে নির্দেশ কেন্দ্রের - BBC documentary controversy

গুজরাত দাঙ্গার উপর তৈরি বিবিসি'র তথ্যচিত্র 'ইন্ডিয়া: দ্য মোদি কোয়েশ্চেন' নিয়ে আগেই কড়া প্রতিক্রিয়া দিয়েছে বিদেশমন্ত্রক ৷ এবার এই তথ্যচিত্রের লিংক সামাজিক মাধ্যগুলি থেকে সরানোর নির্দেশ দিল কেন্দ্র (BBC documentary controversy) ৷

ETV Bharat
নরেন্দ্র মোদি
author img

By

Published : Jan 21, 2023, 6:41 PM IST

নয়াদিল্লি, 21 জানুয়ারি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নাম শিরোনামাঙ্কিত 2002 সালের গুজরাত দাঙ্গা নিয়ে করা বিবিসি'র তথ্যচিত্রের আগেই সমালোচনা করেছিল বিদেশমন্ত্রক ৷ এবার এই তথ্যচিত্রটির প্রথম অংশ এদেশে প্রদর্শনের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল কেন্দ্রীয় সরকার ৷ এই তথ্যচিত্রটি নিয়ে ইউটিউব ও টুইটারে যে ভিডিয়োগুলি শেয়ার হয়েছে, সেগুলি ব্লক করার সিদ্ধান্ত নিল কেন্দ্র ৷ কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক শুক্রবার এই মর্মে নির্দেশিকা জারি করেছে বলে সরকারের একটি সূত্রে দাবি করা হয়েছে৷ এই সংক্রান্ত ইউটিউব ভিডিয়োগুলির উপর এই নিষেধাজ্ঞা জারির পাশাপাশি এই তথ্যচিত্রের লিংক সম্বলিত 50টিরও বেশি টুইট ব্লক করার নির্দেশ দিয়েছে কেন্দ্র (Centre orders on BBC documentary) ৷

কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের সচিবের দ্বারা জারি করা ওই নির্দেশিকা মেনে ইতিমধ্যেই ইউটিউব ও টুইটার কর্তৃপক্ষ পদক্ষেপ করতে শুরু করেছে বলে জানা গিয়েছে ৷ 2021 সালের তথ্য-প্রযুক্তি আইনের আওতায় এই নির্দেশিকা জারি করেছে কেন্দ্র ৷ উল্লেখ্য, 2002 গুজরাত দাঙ্গা নিয়ে একটি তথ্যচিত্র বানিয়েছে ব্রিটেনের সংবাদমাধ্যম বিবিসি ৷ সেই তথ্যচিত্রের নাম দেওয়া হয়েছে 'ইন্ডিয়া: দ্য মোদি কোয়েশ্চেন' ৷

আরও পড়ুন: কেন্দ্রের চাপেই বিবিসি'র তথ্যচিত্র নিয়ে করা তাঁর টুইট সরানো হয়েছে, দাবি ডেরেকের

অভিযোগ, 2 অংশে বিভক্ত এই তথ্যচিত্রটিতে প্রধানমন্ত্রী তথা গুজরাতের তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদির চিত্রায়ণ ভুলভাবে তুলে ধরা হয়েছে ৷ বিষয়টি নিয়ে ইতিমধ্যেই বিবৃতি জারি করেছে বিদেশ মন্ত্রক ৷ সেখানে বলা হয়েছে, নির্দিষ্ট একটি প্রোপ্যাগন্ডা ছড়াতে এই তথ্যচিত্রটি তৈরি করা হয়েছে ৷ ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাকও জানিয়েছেন, এই তথ্যচিত্রের চরিত্রায়ণের সঙ্গে তিনি একমত নন ৷ তবে বিবিসি জানিয়েছে, এই তথ্যচিত্রে বহু মানুষের প্রতিক্রিয়া নেওয়া হয়েছে ৷ তাতে যেমন প্রত্যক্ষদর্শী ও বিশেষজ্ঞরা রয়েছেন, তেমনই বিজেপির সদস্যদের প্রতিক্রিয়াও আছে ৷ ভারত সরকারের কাছে এই বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাওয়া হলেও কোনও উত্তর পাওয়া যায়নি বলেও বিবিসি'র দাবি ৷ উল্লেখ্য, শনিবারই তৃণমূল সাংসদ ডেরেক-ও-ব্রায়েন অভিযোগ করেছেন, এই তথ্যচিত্রে নিয়ে করা তাঁর একটি টুইটও সরিয়ে দিয়েছে টুইটার কর্তৃপক্ষ (BBC documentary on PM Modi) ৷

নয়াদিল্লি, 21 জানুয়ারি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নাম শিরোনামাঙ্কিত 2002 সালের গুজরাত দাঙ্গা নিয়ে করা বিবিসি'র তথ্যচিত্রের আগেই সমালোচনা করেছিল বিদেশমন্ত্রক ৷ এবার এই তথ্যচিত্রটির প্রথম অংশ এদেশে প্রদর্শনের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল কেন্দ্রীয় সরকার ৷ এই তথ্যচিত্রটি নিয়ে ইউটিউব ও টুইটারে যে ভিডিয়োগুলি শেয়ার হয়েছে, সেগুলি ব্লক করার সিদ্ধান্ত নিল কেন্দ্র ৷ কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক শুক্রবার এই মর্মে নির্দেশিকা জারি করেছে বলে সরকারের একটি সূত্রে দাবি করা হয়েছে৷ এই সংক্রান্ত ইউটিউব ভিডিয়োগুলির উপর এই নিষেধাজ্ঞা জারির পাশাপাশি এই তথ্যচিত্রের লিংক সম্বলিত 50টিরও বেশি টুইট ব্লক করার নির্দেশ দিয়েছে কেন্দ্র (Centre orders on BBC documentary) ৷

কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের সচিবের দ্বারা জারি করা ওই নির্দেশিকা মেনে ইতিমধ্যেই ইউটিউব ও টুইটার কর্তৃপক্ষ পদক্ষেপ করতে শুরু করেছে বলে জানা গিয়েছে ৷ 2021 সালের তথ্য-প্রযুক্তি আইনের আওতায় এই নির্দেশিকা জারি করেছে কেন্দ্র ৷ উল্লেখ্য, 2002 গুজরাত দাঙ্গা নিয়ে একটি তথ্যচিত্র বানিয়েছে ব্রিটেনের সংবাদমাধ্যম বিবিসি ৷ সেই তথ্যচিত্রের নাম দেওয়া হয়েছে 'ইন্ডিয়া: দ্য মোদি কোয়েশ্চেন' ৷

আরও পড়ুন: কেন্দ্রের চাপেই বিবিসি'র তথ্যচিত্র নিয়ে করা তাঁর টুইট সরানো হয়েছে, দাবি ডেরেকের

অভিযোগ, 2 অংশে বিভক্ত এই তথ্যচিত্রটিতে প্রধানমন্ত্রী তথা গুজরাতের তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদির চিত্রায়ণ ভুলভাবে তুলে ধরা হয়েছে ৷ বিষয়টি নিয়ে ইতিমধ্যেই বিবৃতি জারি করেছে বিদেশ মন্ত্রক ৷ সেখানে বলা হয়েছে, নির্দিষ্ট একটি প্রোপ্যাগন্ডা ছড়াতে এই তথ্যচিত্রটি তৈরি করা হয়েছে ৷ ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাকও জানিয়েছেন, এই তথ্যচিত্রের চরিত্রায়ণের সঙ্গে তিনি একমত নন ৷ তবে বিবিসি জানিয়েছে, এই তথ্যচিত্রে বহু মানুষের প্রতিক্রিয়া নেওয়া হয়েছে ৷ তাতে যেমন প্রত্যক্ষদর্শী ও বিশেষজ্ঞরা রয়েছেন, তেমনই বিজেপির সদস্যদের প্রতিক্রিয়াও আছে ৷ ভারত সরকারের কাছে এই বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাওয়া হলেও কোনও উত্তর পাওয়া যায়নি বলেও বিবিসি'র দাবি ৷ উল্লেখ্য, শনিবারই তৃণমূল সাংসদ ডেরেক-ও-ব্রায়েন অভিযোগ করেছেন, এই তথ্যচিত্রে নিয়ে করা তাঁর একটি টুইটও সরিয়ে দিয়েছে টুইটার কর্তৃপক্ষ (BBC documentary on PM Modi) ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.