ETV Bharat / bharat

MGNREGA Wage Rates: মজুরি বাড়ল একশো দিনের কাজ প্রকল্পে, বিজ্ঞপ্তি জারি কেন্দ্রের - একশো দিনের কাজ প্রকল্পে মজুরি বৃদ্ধি

আগামী 2023-24 অর্থবর্ষের জন্য একশো দিনের কাজ প্রকল্পে দৈনিক মজুরি বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র ৷ বিভিন্ন রাজ্যে 7 থেকে 26 টাকা পর্যন্ত বেড়েছে এই মজুরি (MGNREGA daily wage rates) ৷

ETV Bharat
ফাইল ছবি
author img

By

Published : Mar 26, 2023, 9:10 PM IST

নয়াদিল্লি, 26 মার্চ: গ্রামীণ কর্মসংস্থান প্রকল্প (এমজিএনআরইজিএ) বা একশো দিনের কাজ প্রকল্পে দৈনিক মজুরির পরিমাণ বাড়ল ৷ কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন মন্ত্রকের তরফে থেকে এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে ৷ বিভিন্ন রাজ্যে 7 থেকে 26 টাকা পর্যন্ত বেড়েছে এই দৈনিক মজুরির পরিমাণ (MGNREGA Wage Rates increased) ৷

2023-24 অর্থবর্ষের জন্য গ্রামীণ কর্মসংস্থান প্রকল্পে এই মজুরি বৃদ্ধি করা হয়েছে ৷ শতাংশের হিসেবে সর্বোচ্চ মজুরি বৃদ্ধি হয়েছে রাজস্থানে ৷ 231 টাকা থেকে বেড়ে এবছর তা হয়েছে 255 টাকা ৷ 8 শতাংশ মজুরি বৃদ্ধি হয়েছে বিহার ও ঝাড়খণ্ডে ৷ আগে এই দুই রাজ্যে 100 দিনের কাজের মজুরি ছিল 210 টাকা এবার তা বেড়ে হল 228 টাকা ৷ তবে এই প্রকল্পে সর্বধিক মজুরি পাচ্ছে হরিয়ানা ৷ সেখানে দৈনিক মজুরি বেড়ে হয়েছে 357 টাকা ৷ সর্বনিম্ন মজুরি রয়েছে মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ে ৷ এই দুই রাজ্যে একশো দিনের কাজে দৈনিক মজুরি এবার থেকে 221 টাকা ৷ আগে এই দুই রাজ্যে দৈনিক মজুরি অঙ্ক ছিল 204 টাকা ৷

শতাংশের হিসেবে এবার রাজ্যগুলিতে গ্রামীণ কর্মসংস্থান প্রকল্পে দৈনিক মজুরি বেড়েছে 2 থেকে 10 শতাংশ পর্যন্ত ৷ সব থেকে কম মজুরি বৃদ্ধির হার কর্ণাটক, গোয়া, মেঘালয় ও মণিপুরের মতো রাজ্যগুলিতে ৷ উল্লেখ্য, 2005 সালে প্রথম ইউপিএ সরকারের আমলে আইন করে এই প্রকল্পের সূচনা হয়েছিল ৷ বিজেপি জমানাতেও বর্তমানে এই প্রকল্প চলছে ৷ যার চলতি নাম একশো দিনের কাজ প্রকল্প ৷ মনে করা হয় গ্রামীণ অর্থনীতির উন্নতিতে এই প্রকল্পের বড় ভূমিকা রয়েছে ৷ তবে বিরোধীদের অভিযোগ, ধারাবাহিকভাবে এই প্রকল্পে বাজেট বরাদ্দ কমাচ্ছে কেন্দ্রীয় সরকার ৷ পশ্চিমবঙ্গের মতো রাজ্যে আবার দুর্নীতির অভিযোগে এই প্রকল্পের টাকা পাঠানোই গত প্রায় 9 মাস ধরে বন্ধ রেখেছে কেন্দ্র ৷ তারই মাঝে এল এই মজুরি বৃদ্ধির ঘোষণা ৷

আরও পড়ুন: মমতার বিরুদ্ধে মামলা, দোষ প্রমাণে হতে পারে সর্বোচ্চ 3 বছরের কারাবাস !

নয়াদিল্লি, 26 মার্চ: গ্রামীণ কর্মসংস্থান প্রকল্প (এমজিএনআরইজিএ) বা একশো দিনের কাজ প্রকল্পে দৈনিক মজুরির পরিমাণ বাড়ল ৷ কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন মন্ত্রকের তরফে থেকে এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে ৷ বিভিন্ন রাজ্যে 7 থেকে 26 টাকা পর্যন্ত বেড়েছে এই দৈনিক মজুরির পরিমাণ (MGNREGA Wage Rates increased) ৷

2023-24 অর্থবর্ষের জন্য গ্রামীণ কর্মসংস্থান প্রকল্পে এই মজুরি বৃদ্ধি করা হয়েছে ৷ শতাংশের হিসেবে সর্বোচ্চ মজুরি বৃদ্ধি হয়েছে রাজস্থানে ৷ 231 টাকা থেকে বেড়ে এবছর তা হয়েছে 255 টাকা ৷ 8 শতাংশ মজুরি বৃদ্ধি হয়েছে বিহার ও ঝাড়খণ্ডে ৷ আগে এই দুই রাজ্যে 100 দিনের কাজের মজুরি ছিল 210 টাকা এবার তা বেড়ে হল 228 টাকা ৷ তবে এই প্রকল্পে সর্বধিক মজুরি পাচ্ছে হরিয়ানা ৷ সেখানে দৈনিক মজুরি বেড়ে হয়েছে 357 টাকা ৷ সর্বনিম্ন মজুরি রয়েছে মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ে ৷ এই দুই রাজ্যে একশো দিনের কাজে দৈনিক মজুরি এবার থেকে 221 টাকা ৷ আগে এই দুই রাজ্যে দৈনিক মজুরি অঙ্ক ছিল 204 টাকা ৷

শতাংশের হিসেবে এবার রাজ্যগুলিতে গ্রামীণ কর্মসংস্থান প্রকল্পে দৈনিক মজুরি বেড়েছে 2 থেকে 10 শতাংশ পর্যন্ত ৷ সব থেকে কম মজুরি বৃদ্ধির হার কর্ণাটক, গোয়া, মেঘালয় ও মণিপুরের মতো রাজ্যগুলিতে ৷ উল্লেখ্য, 2005 সালে প্রথম ইউপিএ সরকারের আমলে আইন করে এই প্রকল্পের সূচনা হয়েছিল ৷ বিজেপি জমানাতেও বর্তমানে এই প্রকল্প চলছে ৷ যার চলতি নাম একশো দিনের কাজ প্রকল্প ৷ মনে করা হয় গ্রামীণ অর্থনীতির উন্নতিতে এই প্রকল্পের বড় ভূমিকা রয়েছে ৷ তবে বিরোধীদের অভিযোগ, ধারাবাহিকভাবে এই প্রকল্পে বাজেট বরাদ্দ কমাচ্ছে কেন্দ্রীয় সরকার ৷ পশ্চিমবঙ্গের মতো রাজ্যে আবার দুর্নীতির অভিযোগে এই প্রকল্পের টাকা পাঠানোই গত প্রায় 9 মাস ধরে বন্ধ রেখেছে কেন্দ্র ৷ তারই মাঝে এল এই মজুরি বৃদ্ধির ঘোষণা ৷

আরও পড়ুন: মমতার বিরুদ্ধে মামলা, দোষ প্রমাণে হতে পারে সর্বোচ্চ 3 বছরের কারাবাস !

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.