ETV Bharat / bharat

সুপ্রিম কোর্টের স্বতঃপ্রণোদিত মামলার বিরুদ্ধে কেন্দ্রীয় সরকারের হলফনামা - ডি ওয়াই চন্দ্রচূড়

করোনা সংক্রমণ সামলাতে কেন্দ্রীয় সরকারের পদক্ষেপ নিয়ে স্বতঃপ্রণোদিত মামলা করে সুপ্রিম কোর্ট ৷ তার পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সরকারের তরফে একটি হলফনামা পেশ করা হয় ৷ সেই মামলার শুনানি আজ ৷

সুপ্রিম কোর্টের স্বতঃপ্রণোদিত মামলার বিরুদ্ধে কেন্দ্রের হলফনামা
সুপ্রিম কোর্টের স্বতঃপ্রণোদিত মামলার বিরুদ্ধে কেন্দ্রের হলফনামা
author img

By

Published : May 10, 2021, 11:07 AM IST

নিউ দিল্লি, 10 মে: করোনা সংকটে দেশের সর্বত্র জরুরি সরঞ্জামের সরবরাহ এবং প্যানডেমিক নিয়ন্ত্রণে সরকারের ভূমিকা নিয়ে স্বতঃপ্রণোদিত মামলা করে দেশের সর্বোচ্চ আদালত ৷ রবিবার সেই মামলায় একটি হলফনামা পেশ করে ইউনিয়ন অফ ইন্ডিয়া (ইউওআই) বা কেন্দ্রীয় সরকার ৷

বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে গঠিত তিন সদস্যের একটি বেঞ্চে সোমবার এই মামলার শুনানি হবে ৷ এই হলফনামায় কেন্দ্রের তরফে বলা হয়েছে, অতিসত্বর, মধ্যবর্তী পর্যায় এবং দীর্ঘ পর্যায়ের দিক মাথায় রেখে ইউওআই কোভিড ভ্যাকসিন সরবরাহের ব্যবস্থা করেছে ৷

আরো পড়ুন: অক্সিজেন সরবরাহ সুনিশ্চিত করতে ন্যাশনাল টাস্ক ফোর্সের প্রথম বৈঠক হল রবিবার

কেন্দ্র জানিয়েছে, স্বাস্থ্যমন্ত্রক ইতিমধ্যে কোভিড-19 সংক্রমণ নিশ্চিত করতে তিনস্তরের পরিকাঠামো নীতির কথা ঘোষণা করেছে এবং রাজ্যগুলিকে জানিয়েছে ৷ মধ্যবর্তী পর্যায়ের করোনা সংক্রমণের জন্য 2020-র 7 এপ্রিলে কোভিড কেয়ার সেন্টার (সিসিসি) স্থাপন করার কথা জানানো হয়েছে ৷ এর জন্য হোটেল, হস্টেল, বিদ্যালয়, স্টেডিয়াম, লজের মতো জায়গাগুলি ব্যবহার করা হবে ৷

নিউ দিল্লি, 10 মে: করোনা সংকটে দেশের সর্বত্র জরুরি সরঞ্জামের সরবরাহ এবং প্যানডেমিক নিয়ন্ত্রণে সরকারের ভূমিকা নিয়ে স্বতঃপ্রণোদিত মামলা করে দেশের সর্বোচ্চ আদালত ৷ রবিবার সেই মামলায় একটি হলফনামা পেশ করে ইউনিয়ন অফ ইন্ডিয়া (ইউওআই) বা কেন্দ্রীয় সরকার ৷

বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে গঠিত তিন সদস্যের একটি বেঞ্চে সোমবার এই মামলার শুনানি হবে ৷ এই হলফনামায় কেন্দ্রের তরফে বলা হয়েছে, অতিসত্বর, মধ্যবর্তী পর্যায় এবং দীর্ঘ পর্যায়ের দিক মাথায় রেখে ইউওআই কোভিড ভ্যাকসিন সরবরাহের ব্যবস্থা করেছে ৷

আরো পড়ুন: অক্সিজেন সরবরাহ সুনিশ্চিত করতে ন্যাশনাল টাস্ক ফোর্সের প্রথম বৈঠক হল রবিবার

কেন্দ্র জানিয়েছে, স্বাস্থ্যমন্ত্রক ইতিমধ্যে কোভিড-19 সংক্রমণ নিশ্চিত করতে তিনস্তরের পরিকাঠামো নীতির কথা ঘোষণা করেছে এবং রাজ্যগুলিকে জানিয়েছে ৷ মধ্যবর্তী পর্যায়ের করোনা সংক্রমণের জন্য 2020-র 7 এপ্রিলে কোভিড কেয়ার সেন্টার (সিসিসি) স্থাপন করার কথা জানানো হয়েছে ৷ এর জন্য হোটেল, হস্টেল, বিদ্যালয়, স্টেডিয়াম, লজের মতো জায়গাগুলি ব্যবহার করা হবে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.