নয়াদিল্লি, 22 মার্চ : দিল্লির ক্ষমতা আরও বেশি করে কেন্দ্রীয় সরকারে থাকার দিকে আরও এক ধাপ এগিয়ে গেল ৷ সোমবার এই বিল পাস হয়ে গেল লোকসভায় ৷ এই বিল আইনে রূপান্তরিত হলে দিল্লিতে আরও বেশি ক্ষমতা পাবেন লেফটেন্যান্ট গভর্নর ৷
দ্য গর্ভমেন্ট অফ ন্যাশনাল ক্যাপিটাল টেরিটোরি অফ দিল্লি (অ্যামেন্ডমেন্ট) বিল, 2021 ৷ কেন্দ্রীয় সরকারের দাবি, এই বিল দিল্লিতে নির্বাচিত সরকার ও লেফটেন্যান্ট গভর্নরের দায়িত্ব স্পষ্ট ভাবে ভাগ করে দেবে ৷ সরকারের একটি সূত্রের খবর, এই বিল আইনে পরিণত হলে যে কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে দিল্লির সরকারকে লেফটেন্যান্ট গভর্নরের অনুমতি নিতে হবে ৷
যদিও বিরোধীদের অভিযোগ, এর মাধ্যমে কেন্দ্রের মোদি সরকার কেন্দ্রশাসিত অঞ্চল দিল্লির উপর আরও বেশি করে নিয়ন্ত্রণ করতে চাইছে ৷ আর এই কাজ তারা সেখানকার লেফটেন্যান্ট গর্ভনরের মাধ্যমেই করতে চাইছে বলে বিরোধীদের দাবি ৷
গত সোমবার এই বিল লোকসভায় পেশ করা হয়েছিল ৷ তখনই এই নিয়ে সরব হন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ৷ তাঁকে সমর্থন জানান আরও অনেক বিজেপি বিরোধী নেতা ৷
আরও পড়ুন : "যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় সার্জিক্যাল স্ট্রাইক", কেন্দ্রের বিল নিয়ে কেজরির পাশে মমতা
এমনকী, বঙ্গের নির্বাচনী প্রচারের সভা থেকেও এই নিয়ে সরব কেন্দ্রের মোদি সরকারের বিরুদ্ধে সরব হন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি দাবি করেন, লেফটেন্যান্ট গভর্নরের ক্ষমতা বাড়াতে বিল আনার পদক্ষেপ ভারতের যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর উপর সার্জিক্যাল স্ট্রাইকের সামিল ৷ এই নিয়ে অবিজেপি মুখ্যমন্ত্রী ও রাজনৈতিক দলগুলিকে একজোট হওয়ারও ডাক দিয়েছেন মমতা ৷ এই নিয়ে কেজরিওয়ালকে চিঠিও লেখেন মমতা ৷