ETV Bharat / bharat

Terror Apps Blocked: ওয়াঘার ওপার থেকে তথ্য চালাচালি, জঙ্গি কার্যকলাপে যুক্ত 14টি মেসেঞ্জার অ্যাপ নিষিদ্ধ হল

author img

By

Published : May 1, 2023, 1:15 PM IST

Updated : May 1, 2023, 1:40 PM IST

কাশ্মীরে ইতিউতি ছড়িয়ে থাকা পাক জঙ্গি সংগঠনের সদস্যরা এই মেসেঞ্জার অ্যাপগুলির মাধ্যমেই পরিচালিত হত ওয়াঘার ওপার থেকে ৷ দেদার চলত বার্তা আদান-প্রদান ৷ তাই তথ্য-প্রযুক্তি আইনের (2000) 69এ ধারায় মেসেঞ্জার অ্যাপগুলিকে ব্লক করা হল এদেশে ৷

Terror App Blocked
জঙ্গি কার্যকলাপ রুখতে কড়া পদক্ষেপ কেন্দ্রের

নয়াদিল্লি, 1 মে: ওয়াঘার ওপার থেকে লাগাতার চলত সন্ত্রাসবাদের বার্তা আদান-প্রদান ৷ দেশে জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে তাই সোমবার 14টি মোবাইল মেসেঞ্জার অ্যাপ নিযিদ্ধ ঘোষণা করল কেন্দ্র ৷ বিভিন্ন তদন্তকারী সংস্থা, প্রতিরক্ষা বাহিনী, গোয়েন্দা শাখার প্রদেয় তথ্যের ভিত্তিতেই বড়সড় এই পদক্ষেপ করল কেন্দ্র ৷

কোন কোন অ্যাপ নিষিদ্ধ: নিষিদ্ধ হওয়া অ্যাপগুলি হল- ক্রিপভাইসার, এনিগমা, সেফসবিস, উইকরমি, মিডিয়াফায়ার, ব্রিয়ার, বি-চ্যাট, ন্যান্ডবক্স, কনিয়ন, আইএমও, এলিমেন্ট, সেকেন্ড লাইন, জাঙ্গি, থ্রিমা ৷ তথ্য-প্রযুক্তি আইনের (2000) 69এ ধারায় সমস্ত মেসেঞ্জার অ্যাপগুলিকে ব্লক করা হয়েছে বলে জানানো হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফে ৷

ঠিক কী কারণে এদেশে নিষিদ্ধ করা হল অ্যাপগুলি: সংশ্লিষ্ট অ্যাপগুলি নিয়ে আগেই কেন্দ্রকে সতর্ক করেছিল বিভিন্ন গোয়েন্দা শাখা কিংবা নিরাপত্তা সংস্থাগুলো ৷ কাশ্মীরে ইতিউতি ছড়িয়ে থাকা পাক জঙ্গি সংগঠনের সদস্যরা এই মেসেঞ্জার অ্যাপগুলির মাধ্যমেই পরিচালিত হত ওয়াঘার ওপার থেকে ৷ দেদার চলত বার্তা আদান-প্রদান ৷ এমনটাই বলছে সূত্র ৷ নিরাপত্তা সংস্থাগুলোর পক্ষে এই সকল অ্যাপ ব্যবহারকারীদের ট্রেস পাওয়া সম্ভব না-হওয়ায় অ্যাপগুলির ডেভেলপারদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হয়, কিন্তু সেক্ষেত্রেও ব্যর্থ হয় ল এনফোর্সমেন্ট এজেন্সিগুলোকে ৷ সবকিছু পর্যালোচনা করে শেষমেশ দেশের নিরাপত্তার স্বার্থে নিষিদ্ধ ঘোষণা করা হল অ্যাপগুলি ৷

আরও পড়ুন: কাশ্মীরে সেনাবাহিনীর ট্রাক জ্বালিয়ে দিল জঙ্গিরা, মৃত 5 জওয়ান

সম্প্রতি জম্মু-কাশ্মীরের পুঞ্চ জেলায় জঙ্গি হানায় শহিদ হয়েছেন পাঁচ জওয়ান ৷ ভীমবার গালি থেকে পুঞ্চ যাওয়ার পথে রাজৌরি জেলায় সেনার ট্রাকে গ্রেনেড হামলা চালায় জঙ্গিরা ৷ ব্যাপক তল্লাশির পরেও জঙ্গিদের চিহ্নিত করা সম্ভবপর হয়নি ৷ কেবল পুঞ্চের ঘটনাই নয়; উপত্যকায় সন্ত্রাসবাদী কার্যকলাপের ঘটনা ধারাবাহিক ৷ স্বভাবতই কেন্দ্রের এই পদক্ষেপ ভীষণই অর্থবহ ৷ তথ্যপ্রযুক্তি মন্ত্রকের তরফে জানানো হয়েছে, দেশে নিরাপত্তা, সার্বভৌমত্ব এবং অখণ্ডতার পরিপন্থী ছিল অ্যাপগুলি ৷ সেগুলি নিশ্চিত করতেই এই কঠোর পদক্ষেপ ৷

নয়াদিল্লি, 1 মে: ওয়াঘার ওপার থেকে লাগাতার চলত সন্ত্রাসবাদের বার্তা আদান-প্রদান ৷ দেশে জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে তাই সোমবার 14টি মোবাইল মেসেঞ্জার অ্যাপ নিযিদ্ধ ঘোষণা করল কেন্দ্র ৷ বিভিন্ন তদন্তকারী সংস্থা, প্রতিরক্ষা বাহিনী, গোয়েন্দা শাখার প্রদেয় তথ্যের ভিত্তিতেই বড়সড় এই পদক্ষেপ করল কেন্দ্র ৷

কোন কোন অ্যাপ নিষিদ্ধ: নিষিদ্ধ হওয়া অ্যাপগুলি হল- ক্রিপভাইসার, এনিগমা, সেফসবিস, উইকরমি, মিডিয়াফায়ার, ব্রিয়ার, বি-চ্যাট, ন্যান্ডবক্স, কনিয়ন, আইএমও, এলিমেন্ট, সেকেন্ড লাইন, জাঙ্গি, থ্রিমা ৷ তথ্য-প্রযুক্তি আইনের (2000) 69এ ধারায় সমস্ত মেসেঞ্জার অ্যাপগুলিকে ব্লক করা হয়েছে বলে জানানো হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফে ৷

ঠিক কী কারণে এদেশে নিষিদ্ধ করা হল অ্যাপগুলি: সংশ্লিষ্ট অ্যাপগুলি নিয়ে আগেই কেন্দ্রকে সতর্ক করেছিল বিভিন্ন গোয়েন্দা শাখা কিংবা নিরাপত্তা সংস্থাগুলো ৷ কাশ্মীরে ইতিউতি ছড়িয়ে থাকা পাক জঙ্গি সংগঠনের সদস্যরা এই মেসেঞ্জার অ্যাপগুলির মাধ্যমেই পরিচালিত হত ওয়াঘার ওপার থেকে ৷ দেদার চলত বার্তা আদান-প্রদান ৷ এমনটাই বলছে সূত্র ৷ নিরাপত্তা সংস্থাগুলোর পক্ষে এই সকল অ্যাপ ব্যবহারকারীদের ট্রেস পাওয়া সম্ভব না-হওয়ায় অ্যাপগুলির ডেভেলপারদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হয়, কিন্তু সেক্ষেত্রেও ব্যর্থ হয় ল এনফোর্সমেন্ট এজেন্সিগুলোকে ৷ সবকিছু পর্যালোচনা করে শেষমেশ দেশের নিরাপত্তার স্বার্থে নিষিদ্ধ ঘোষণা করা হল অ্যাপগুলি ৷

আরও পড়ুন: কাশ্মীরে সেনাবাহিনীর ট্রাক জ্বালিয়ে দিল জঙ্গিরা, মৃত 5 জওয়ান

সম্প্রতি জম্মু-কাশ্মীরের পুঞ্চ জেলায় জঙ্গি হানায় শহিদ হয়েছেন পাঁচ জওয়ান ৷ ভীমবার গালি থেকে পুঞ্চ যাওয়ার পথে রাজৌরি জেলায় সেনার ট্রাকে গ্রেনেড হামলা চালায় জঙ্গিরা ৷ ব্যাপক তল্লাশির পরেও জঙ্গিদের চিহ্নিত করা সম্ভবপর হয়নি ৷ কেবল পুঞ্চের ঘটনাই নয়; উপত্যকায় সন্ত্রাসবাদী কার্যকলাপের ঘটনা ধারাবাহিক ৷ স্বভাবতই কেন্দ্রের এই পদক্ষেপ ভীষণই অর্থবহ ৷ তথ্যপ্রযুক্তি মন্ত্রকের তরফে জানানো হয়েছে, দেশে নিরাপত্তা, সার্বভৌমত্ব এবং অখণ্ডতার পরিপন্থী ছিল অ্যাপগুলি ৷ সেগুলি নিশ্চিত করতেই এই কঠোর পদক্ষেপ ৷

Last Updated : May 1, 2023, 1:40 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.