ETV Bharat / bharat

8 artistes asked to vacate Govt Accommodation: 8 প্রখ্যাত শিল্পীকে সরকারি বাংলো খালি করার ডেডলাইন দিল কেন্দ্র - 8 artistes asked to vacate Govt Accommodation

পদ্মশ্রী পদকপ্রাপ্ত ওডিশি নৃত্যশিল্পী গুরু মায়াধর রাউতকে তাঁর সরকারি আবাসস্থল থেকে উচ্ছেদ করার পর (Centre asks 8 Eminent Artistes to Vacate Govt Accommodation), এ বার আরও 8 জন প্রখ্যাত শিল্পীকে বাংলো খালি করে দেওয়ার জন্য ডেডলাইন দিয়ে দিল কেন্দ্রীয় সরকার (8 artistes asked to vacate Govt Accommodation)৷

centre-asks-8-artistes-to-vacate-govt-accommodation-by-may-2
8 প্রখ্যাত শিল্পীকে সরকারি বাংলো খালি করার ডেডলাইন দিল কেন্দ্র
author img

By

Published : Apr 28, 2022, 1:58 PM IST

নয়াদিল্লি, 28 এপ্রিল: 8 জন প্রখ্যাত শিল্পীকে তাঁদের সরকারি বাসভবন ছেড়ে দেওয়ার জন্য নির্দেশ দিল কেন্দ্রীয় সরকার (8 artistes asked to vacate Govt Accommodation)৷ আগামী 2 মে-র মধ্যে তাঁদের বাসস্থল খালি করে দিতে বলা হয়েছে ৷ বহু বছর আগে তাঁদের জন্য যে সরকারি বাসস্থান বরাদ্দ করা হয়েছিল, গত 2014 সালে তা বাতিল করে দেওয়া হয় (Centre asks 8 Eminent Artistes to Vacate Govt Accommodation)৷

90 বছরের পদ্মশ্রী পদকপ্রাপ্ত ওডিশি নৃত্যশিল্পী গুরু মায়াধর রাউতকে (Padma Shri awardee asked to vacate government Accommodation) তাঁর বাসস্থান থেকে উচ্ছেদ করার পরদিনই এই নির্দেশিকা জারি করা হল ৷ কেন্দ্রীয় আবাসন ও নগরোন্নয়ন দফতরের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, বারবার নোটিস দেওয়া সত্ত্বেও 28 জন শিল্পীর মধ্যে এখনও 8 জন শিল্পী তাঁদের সরকারি আবাসন ছাড়েননি (Guru Mayadhar Raut asked to vacate government accommodation)৷

ওই আধিকারিক সংবাদসংস্থা পিটিআই-কে জানিয়েছেন, "এই 8 জন শিল্পী আমাদের আশ্বস্ত করে জানিয়েছেন যে, তাঁরা তাঁদের বাংলো খালি করার প্রক্রিয়া শুরু করে দিয়েছেন ৷ এ জন্য তাঁরা আরও কিছুদিন সময় চেয়েছেন ৷ তাঁরা আমাদের লিখিত আকারে জানিয়েছেন যে, আগামী 2 মে-র মধ্যে তাঁরা তাঁদের বাসস্থান খালি করে দেবেন ৷ আমরা ততদিন তাঁদের সময় দিয়েছি ৷"

আরও পড়ুন: লোধি এস্টেটে সরকারি বাংলো খালি করলেন প্রিয়াঙ্কা গান্ধি

গুরু মায়াধর রাউতের উচ্ছেদ নিয়ে ওই আধিকারিক জানিয়েছেন, উচ্ছেদের প্রক্রিয়া চালানোর জন্য আধিকারিকদের একটি দল তাঁর সরকারি বাংলোতে গিয়েছিলেন ৷ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া কিছু ছবি ও ভিডিয়োয় দেখা গিয়েছে যে, বাংলোর বাইরে পড়ে রয়েছে নৃত্যশিল্পীর ঘরের জিনিসপত্র ৷

সরকারি নীতি অনুযায়ী, কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের সুপারিশে মাসিক 20 হাজার টাকার কম উপার্জনকারী সর্বাধিক 40 জন পর্যন্ত শিল্পীকে বিশেষ কোটায় সরকারি বাসস্থান দেওয়া যায় ৷ এপ্রিলের শেষের মধ্যে দিল্লিতে সরকারি আবাসস্থল খালি করে দেওয়ার জন্য উচ্চাঙ্গ শিল্পী রীতা গঙ্গোপাধ্যায় ও অন্যান্যদের নির্দেশ দিয়েছিল দিল্লি হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ ৷ এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে আরও সময় চাইলে শিল্পীদের সেই দাবি খারিজ করে দেয় উচ্চতর বেঞ্চ ৷

কুচিপুরী নৃত্যশিল্পী গুরু জয়রাম রাওয়ের স্ত্রী বনশ্রী রাও জানিয়েছেন, "আমরা জিনিসপত্র গোছানো শুরু করেছি ৷ আমাদের কথা শুনতে রাজি নয় সরকার ৷ খুব শিগগিরই আমরা বাংলো খালি করে দেব ৷" উচ্ছেদ প্রক্রিয়ায় লোকসভার সাংসদ চিরাগ পাসোয়ানকেও তাঁর 12, জনপথ বাংলো থেকে তুলে দেওয়া হয়েছে ৷ তাঁর প্রয়াত বাবা রামবিলাস পাসোয়ানের নামে সেই বাংলো বরাদ্দ করা হয়েছিল ৷ মন্ত্রী থাকাকালীন যে বিজেপি সাংসদদের জন্য বাংলো বরাদ্দ হয়েছিল, তাঁদেরও নিজেদের আবাসস্থল খালি করে দিতে হয়েছে ৷

নয়াদিল্লি, 28 এপ্রিল: 8 জন প্রখ্যাত শিল্পীকে তাঁদের সরকারি বাসভবন ছেড়ে দেওয়ার জন্য নির্দেশ দিল কেন্দ্রীয় সরকার (8 artistes asked to vacate Govt Accommodation)৷ আগামী 2 মে-র মধ্যে তাঁদের বাসস্থল খালি করে দিতে বলা হয়েছে ৷ বহু বছর আগে তাঁদের জন্য যে সরকারি বাসস্থান বরাদ্দ করা হয়েছিল, গত 2014 সালে তা বাতিল করে দেওয়া হয় (Centre asks 8 Eminent Artistes to Vacate Govt Accommodation)৷

90 বছরের পদ্মশ্রী পদকপ্রাপ্ত ওডিশি নৃত্যশিল্পী গুরু মায়াধর রাউতকে (Padma Shri awardee asked to vacate government Accommodation) তাঁর বাসস্থান থেকে উচ্ছেদ করার পরদিনই এই নির্দেশিকা জারি করা হল ৷ কেন্দ্রীয় আবাসন ও নগরোন্নয়ন দফতরের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, বারবার নোটিস দেওয়া সত্ত্বেও 28 জন শিল্পীর মধ্যে এখনও 8 জন শিল্পী তাঁদের সরকারি আবাসন ছাড়েননি (Guru Mayadhar Raut asked to vacate government accommodation)৷

ওই আধিকারিক সংবাদসংস্থা পিটিআই-কে জানিয়েছেন, "এই 8 জন শিল্পী আমাদের আশ্বস্ত করে জানিয়েছেন যে, তাঁরা তাঁদের বাংলো খালি করার প্রক্রিয়া শুরু করে দিয়েছেন ৷ এ জন্য তাঁরা আরও কিছুদিন সময় চেয়েছেন ৷ তাঁরা আমাদের লিখিত আকারে জানিয়েছেন যে, আগামী 2 মে-র মধ্যে তাঁরা তাঁদের বাসস্থান খালি করে দেবেন ৷ আমরা ততদিন তাঁদের সময় দিয়েছি ৷"

আরও পড়ুন: লোধি এস্টেটে সরকারি বাংলো খালি করলেন প্রিয়াঙ্কা গান্ধি

গুরু মায়াধর রাউতের উচ্ছেদ নিয়ে ওই আধিকারিক জানিয়েছেন, উচ্ছেদের প্রক্রিয়া চালানোর জন্য আধিকারিকদের একটি দল তাঁর সরকারি বাংলোতে গিয়েছিলেন ৷ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া কিছু ছবি ও ভিডিয়োয় দেখা গিয়েছে যে, বাংলোর বাইরে পড়ে রয়েছে নৃত্যশিল্পীর ঘরের জিনিসপত্র ৷

সরকারি নীতি অনুযায়ী, কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের সুপারিশে মাসিক 20 হাজার টাকার কম উপার্জনকারী সর্বাধিক 40 জন পর্যন্ত শিল্পীকে বিশেষ কোটায় সরকারি বাসস্থান দেওয়া যায় ৷ এপ্রিলের শেষের মধ্যে দিল্লিতে সরকারি আবাসস্থল খালি করে দেওয়ার জন্য উচ্চাঙ্গ শিল্পী রীতা গঙ্গোপাধ্যায় ও অন্যান্যদের নির্দেশ দিয়েছিল দিল্লি হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ ৷ এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে আরও সময় চাইলে শিল্পীদের সেই দাবি খারিজ করে দেয় উচ্চতর বেঞ্চ ৷

কুচিপুরী নৃত্যশিল্পী গুরু জয়রাম রাওয়ের স্ত্রী বনশ্রী রাও জানিয়েছেন, "আমরা জিনিসপত্র গোছানো শুরু করেছি ৷ আমাদের কথা শুনতে রাজি নয় সরকার ৷ খুব শিগগিরই আমরা বাংলো খালি করে দেব ৷" উচ্ছেদ প্রক্রিয়ায় লোকসভার সাংসদ চিরাগ পাসোয়ানকেও তাঁর 12, জনপথ বাংলো থেকে তুলে দেওয়া হয়েছে ৷ তাঁর প্রয়াত বাবা রামবিলাস পাসোয়ানের নামে সেই বাংলো বরাদ্দ করা হয়েছিল ৷ মন্ত্রী থাকাকালীন যে বিজেপি সাংসদদের জন্য বাংলো বরাদ্দ হয়েছিল, তাঁদেরও নিজেদের আবাসস্থল খালি করে দিতে হয়েছে ৷

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.