নয়াদিল্লি, 11 জানুয়ারি : আয়কর প্রদানকারীদের জন্য সুখবর ৷ আয়কর দেওয়ার সময়সীমা বৃদ্ধি করল কেন্দ্রীয় সরকার (IT Return Deadline Extended) ৷ মঙ্গলবারই সময়সীমা বৃদ্ধির বিষয়টি কেন্দ্রের তরফে ঘোষণা করা হয়েছে ৷
জানানো হয়েছে, আগামী 15 মার্চ পর্যন্ত আয়কর জমা দেওয়া যাবে ৷ করোনা পরিস্থিতির কারণে অনেকেই সময় মতো আয়কর জমা দিতে পারেননি ৷ তাছাড়া ই-ফাইলিংয়ের ক্ষেত্রেও অনেকে সমস্যায় পড়েছেন ৷ তাই এই সময়সীমা বাড়ানো হল বলে কেন্দ্রের তরফে জানানো হয়েছে ৷
-
On consideration of difficulties reported by taxpayers/stakeholders due to Covid & in e-filing of Audit reports for AY 2021-22 under the IT Act, 1961, CBDT further extends due dates for filing of Audit reports & ITRs for AY 21-22. Circular No. 01/2022 dated 11.01.2022 issued. pic.twitter.com/2Ggata8Bq3
— Income Tax India (@IncomeTaxIndia) January 11, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">On consideration of difficulties reported by taxpayers/stakeholders due to Covid & in e-filing of Audit reports for AY 2021-22 under the IT Act, 1961, CBDT further extends due dates for filing of Audit reports & ITRs for AY 21-22. Circular No. 01/2022 dated 11.01.2022 issued. pic.twitter.com/2Ggata8Bq3
— Income Tax India (@IncomeTaxIndia) January 11, 2022On consideration of difficulties reported by taxpayers/stakeholders due to Covid & in e-filing of Audit reports for AY 2021-22 under the IT Act, 1961, CBDT further extends due dates for filing of Audit reports & ITRs for AY 21-22. Circular No. 01/2022 dated 11.01.2022 issued. pic.twitter.com/2Ggata8Bq3
— Income Tax India (@IncomeTaxIndia) January 11, 2022
তাছাড়া অডিট রিপোর্ট জমার দেওয়ার সময়সীমা বৃদ্ধি করেছে কেন্দ্রীয় সরকার (Audit Filing Deadline Extended) ৷ সেই ঘোষণাও একইসঙ্গে করা হয়েছে মঙ্গলবার ৷ এই সময়সীমা বাড়িতে 15 ফেব্রুয়ারি পর্যন্ত করা হয়েছে ৷ এই ক্ষেত্রেও করোনা সময়সীমা বৃদ্ধির কারণ বলে কেন্দ্রের তরফে জানানো হয়েছে ৷
আরও পড়ুন : Income Tax: আয়কর রিটার্ন দাখিলের আগে একনজরে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য