নয়াদিল্লি, 8 এপ্রিল: করোনা টিকা নিয়ে সম্মুখসমরে কেন্দ্র ও মহারাষ্ট্র সরকার ৷ টিকার ঘাটতি নিয়ে উদ্ধব ঠাকরে প্রশাসনের অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন ৷ তাঁর অভিযোগ, নিজেদের বারংবার ব্যর্থতার থেকে নজর ঘোরাতেই টিকার ঘাটতির অভিযোগ করছে মহারাষ্ট্র ৷
বিভিন্ন রাজনৈতিক নেতা সব বয়সের নাগরিকের টিকাকরণ শুরু করার যে দাবি জানিয়েছেন, তার জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, জরুরি ভিত্তিতে আগে যাঁদের প্রয়োজন, সে ভাবেই ধাপে ধাপে টিকাকরণ হচ্ছে ৷ মহারাষ্ট্রের অভিযোগ, টিকার ঘাটতির কারণেই টিকাকেন্দ্র সে রাজ্যে বন্ধ করে দিতে হচ্ছে ৷ কম বয়সিদেরও টিকা দেওয়ার দাবি জানিয়েছেন দিল্লি ও মহারাষ্ট্র্রের মুখ্যমন্ত্রী-সহ অন্যান্য আরও কয়েকজন রাজনৈতিক নেতা ৷
তারই জবাবে মহারাষ্ট্রকে একহাত নিয়ে বর্ধন বলেন, "আজ মহারাষ্ট্রে দেশের মধ্যে শুধু সর্বাধিক আক্রান্ত বা মৃত তা-ই নয়, বিশ্বের মধ্যে পজ়িটিভ রিপোর্ট আসার হারও সেখানে সবচেয়ে বেশি জায়গাগুলির মধ্যে অন্যতম ৷ রাজনীতির খেলায় বেশি এনার্জি ব্যবহার করলে আর মিথ্যে ছড়িয়ে আতঙ্কের পরিবেশ তৈরি করলে মহারাষ্ট্রের মানুষের ভালো হবে না ৷"
আরও পড়ুন : কোভিশিল্ড ভ্যাকসিনের দুটি ডোজ়ের ব্যবধান বাড়ানোর নির্দেশ কেন্দ্রের
ভারত বায়োটেকের কোভ্যাক্সিন টিকা নিতে অস্বীকার করায় ছত্তিসগড় সরকারকেও একহাত নিয়েছেন হর্ষ বর্ধন ৷ পাশাপাশি কর্নাটক, রাজস্থান ও গুজরাতে করোনা পরীক্ষার মান আরও উন্নত হওয়া উচিত বলে তাঁর মত ৷ টিকাকরণ ঠিকমতো হচ্ছে বলে তোপ দেগে মহারাষ্ট্র, পঞ্জাব ও দিল্লিকে চিঠিও লিখেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ৷
এ দিকে, বুধবার রাতে মহারাষ্ট্রের সাতারায় টিকাকরণ বন্ধ করে দেওয়া হয় ৷ জেলা প্রশাসনের কাছে টিকার ডোজ় শেষ হয়ে যাওয়ার কারণেই টিকাকেন্দ্র বন্ধ করে দিতে হয়েছে বলে জানিয়েছেন সাতারা জেলা পরিষদের সিইও বিনয় গৌড়া ৷ এর আগেই মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ তোপে জানিয়েছিলেন যে, রাজ্যে আর তিনদিন দেওয়ার মতো টিকা অবশিষ্ট রয়েছে ৷ কেন্দ্রের কাছে আরও টিকা পাঠানোর আবেদন করা হয়েছে বলে জানান তিনি ৷ শুধু সাতারা নয়, মহারাষ্ট্রের 26টি টিকাকরণ কেন্দ্র টিকার ডোজ়ের ঘাটতির কারণে বন্ধ হয়ে গিয়েছে ৷ কেন্দ্রের তরফে আর টিকা না-পাঠানো পর্যন্ত সেগুলি আর খোলা যাবে না বলে জানিয়েছে প্রশাসন ৷ এ বিষয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধনের সঙ্গে কথা বলেছেন এনসিপি প্রধান শরদ পাওয়ার ৷