নয়াদিল্লি, 17 জুন: 'অগ্নিপথ প্রকল্প' (Agnipath Scheme)-এর বিরোধিতায় দেশজুড়ে শুরু হওয়া প্রতিবাদ এবং অশান্তির মধ্যেই ঢোঁক গিলতে হয়েছে কেন্দ্রকে ৷ এই প্রকল্পে আবেদনের জন্য বয়সের ঊর্ধ্বসীমা 21 বছর থেকে বাড়িয়ে করা হয়েছে 23 বছর ৷ কিন্তু, তাতেও বিক্ষোভ বাগে আসেনি ৷ এই অবস্থায় বিক্ষোভকারীদের বার্তা দিতে মাঠে নামলেন কেন্দ্রের (Government of India) হেভিওয়েট মন্ত্রীরা ৷ রাজনাথ সিং থেকে অমিত শাহ, একের পর এক টুইটে দেশের তরুণ প্রজন্মকে আশ্বস্ত করার চেষ্টা করলেন তাঁরা ৷
অগ্নিপথ নিয়োগ প্রকল্পের (Agnipath Recruitment Scheme) বিরোধিতায় গত বুধবার থেকে বিক্ষোভ, প্রতিবাদ শুরু হয়েছে ৷ বিহার, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ-সহ ভারতের নানা প্রান্তে ক্রমশ ছড়িয়ে পড়ছে বিক্ষোভের আগুন ৷ ছড়াচ্ছে অশান্তি ৷
এই প্রেক্ষাপটেই শুক্রবার অগ্নিপথ প্রকল্প নিয়ে টুইট করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী (Minister of Home Affairs) অমিত শাহ (Amit Shah) ৷ কেন কেন্দ্রীয় সরকার এই প্রকল্প ঘোষণা করল, যুবসমাজ এই প্রকল্পে থেকে কীভাবে উপকৃত হবে, টুইটে সে সবই বোঝানোর চেষ্টা করেন অমিত ৷ তিনি লেখেন, "করোনা পরিস্থিতির জেরে গত দু'বছর সেনাবাহিনীতে নিয়োগ থমকে ছিল ৷ এই পরিস্থিতিতে তরুণদের প্রয়োজনের প্রতি সংবেদনশীল হয়েই অগ্নিপথ প্রকল্পের আওতায় আবেদন করার জন্য প্রথম বছরে বয়সের ঊর্ধ্বসীমা 21 থেকে বাড়িয়ে 23 বছর করার সিদ্ধান্ত নিয়েছেন মোদিজি ৷" অমিত শাহের দাবি, "এই সিদ্ধান্তে অসংখ্য তরুণ উপকৃত হবেন ৷ এই পথে হেঁটেই তাঁর দেশসেবার রাস্তায় এবং উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে যাবেন ৷"
-
पिछले दो वर्ष कोरोना महामारी के कारण सेना में भर्ती प्रक्रिया प्रभावित हुई थी, इसलिए प्रधानमंत्री श्री @narendramodi जी ने ‘अग्निपथ योजना’ में उन युवाओं की चिंता करते हुए पहले वर्ष उम्र सीमा में दो वर्ष की रियायत देकर उसे 21 साल से 23 साल करने का संवेदनशील निर्णय लिया है।
— Amit Shah (@AmitShah) June 17, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">पिछले दो वर्ष कोरोना महामारी के कारण सेना में भर्ती प्रक्रिया प्रभावित हुई थी, इसलिए प्रधानमंत्री श्री @narendramodi जी ने ‘अग्निपथ योजना’ में उन युवाओं की चिंता करते हुए पहले वर्ष उम्र सीमा में दो वर्ष की रियायत देकर उसे 21 साल से 23 साल करने का संवेदनशील निर्णय लिया है।
— Amit Shah (@AmitShah) June 17, 2022पिछले दो वर्ष कोरोना महामारी के कारण सेना में भर्ती प्रक्रिया प्रभावित हुई थी, इसलिए प्रधानमंत्री श्री @narendramodi जी ने ‘अग्निपथ योजना’ में उन युवाओं की चिंता करते हुए पहले वर्ष उम्र सीमा में दो वर्ष की रियायत देकर उसे 21 साल से 23 साल करने का संवेदनशील निर्णय लिया है।
— Amit Shah (@AmitShah) June 17, 2022
কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংও (Defence Minister Rajnath Singh) নয়া এই প্রকল্পের সমর্থনে নিজের বক্তব্য পেশ করেছেন ৷ টুইটারে তিনি লিখেছেন, "ভারতের যুব সম্প্রদায়ের কাছে অগ্নিপথ একটি সুবর্ণ সুযোগ ৷ এই প্রকল্পের মাধ্যমে তাঁরা প্রতিরক্ষাবাহিনীতে যোগ দেওয়ার এবং দেশের সেবায় নিজেদের নিয়োজিত করার সুযোগ পাবেন ৷ আর কিছুদিনের মধ্য়েই সেনাবাহিনীতে নিয়োগের প্রক্রিয়া শুরু হবে ৷ যুবসমাজের কাছে আমার আবেদন, তাঁরা যেন এর জন্য প্রস্তুত থাকেন ৷"
-
मैं प्रधानमंत्री श्री @narendramodi को युवाओं के भविष्य की चिंता करने और उनके प्रति संवेदनशीलता के लिए हृदय से धन्यवाद करता हूँ।
— Rajnath Singh (@rajnathsingh) June 17, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
मैं युवाओं से अपील करता हूँ कि सेना में भर्ती की प्रक्रिया कुछ ही दिनों में प्रारम्भ होने जा रही है। वे इसके लिए अपनी तैयारी शुरू करें। 3/3
">मैं प्रधानमंत्री श्री @narendramodi को युवाओं के भविष्य की चिंता करने और उनके प्रति संवेदनशीलता के लिए हृदय से धन्यवाद करता हूँ।
— Rajnath Singh (@rajnathsingh) June 17, 2022
मैं युवाओं से अपील करता हूँ कि सेना में भर्ती की प्रक्रिया कुछ ही दिनों में प्रारम्भ होने जा रही है। वे इसके लिए अपनी तैयारी शुरू करें। 3/3मैं प्रधानमंत्री श्री @narendramodi को युवाओं के भविष्य की चिंता करने और उनके प्रति संवेदनशीलता के लिए हृदय से धन्यवाद करता हूँ।
— Rajnath Singh (@rajnathsingh) June 17, 2022
मैं युवाओं से अपील करता हूँ कि सेना में भर्ती की प्रक्रिया कुछ ही दिनों में प्रारम्भ होने जा रही है। वे इसके लिए अपनी तैयारी शुरू करें। 3/3
একই বার্তা দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (Finance Minister Nirmala Sitharaman) ৷ অগ্নিপথ প্রকল্পে আবেদন জানানোর বয়সসীমা বাড়ানোর সিদ্ধান্ত ঘোষিত হতেই তিনি লেখেন, "আমাদের তরুণদের আকাঙ্ক্ষার প্রতি সংবেদনশীল" হয়েই বয়সের ঊর্ধ্বসীমায় দু'বছরের ছাড় দেওয়া হয়েছে ৷ অতিমারির জন্য যে তরুণরা দেশসেবার সুযোগ থেকে বঞ্চিত হয়েছিলেন, এই সিদ্ধান্তের ফলে তাঁরা উপকৃত হবেন ৷ এই সময়োচিত এবং সংবেদনশীল পদক্ষেপের জন্য প্রধানমন্ত্রী মোদির প্রতি আমি কৃতজ্ঞ ৷
-
3/@PMOIndia has taken this step being sensitive to the aspirations of our youth.
— Nirmala Sitharaman (@nsitharaman) June 17, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
This decision will help our youth who had lost out on opportunities to serve the nation due to the pandemic.
Grateful for this timely and caring decision PM @narendramodi ji.
">3/@PMOIndia has taken this step being sensitive to the aspirations of our youth.
— Nirmala Sitharaman (@nsitharaman) June 17, 2022
This decision will help our youth who had lost out on opportunities to serve the nation due to the pandemic.
Grateful for this timely and caring decision PM @narendramodi ji.3/@PMOIndia has taken this step being sensitive to the aspirations of our youth.
— Nirmala Sitharaman (@nsitharaman) June 17, 2022
This decision will help our youth who had lost out on opportunities to serve the nation due to the pandemic.
Grateful for this timely and caring decision PM @narendramodi ji.
অগ্নিপথ ইস্যুতে কেন্দ্রের পাশে দাঁড়িয়েছে প্রাক্তন সেনাপ্রধান জেনারেল ভিপি মালিকও (অবসরপ্রাপ্ত) ৷ তাঁর বক্তব্য, যাঁরা অগ্নিপথ প্রকল্পের বিরোধিতার নামে অশান্তি ছড়াচ্ছেন, তাঁদের নিয়োগ নিয়ে কোনও আগ্রহ নেই সেনার ৷ সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, "আমাদের বুঝতে হবে যে সশস্ত্রবাহিনীগুলি আদতে এক-একটি স্বেচ্ছাসেবকবাহিনী ৷ এগুলি কোনও কল্যাণমূলক সংগঠন নয় ৷ যাঁরা দেশের জন্য লড়াই করতে প্রস্তুত, যাঁরা দেশকে রক্ষা করতে পারবেন, তাঁদের মধ্যেও যাঁরা সেরা, এখানে তাঁদেরই প্রয়োজন রয়েছে ৷ যাঁরা গুন্ডাগিরি করছেন, ট্রেন-বাসে আগুন ধরাচ্ছেন, তাঁদের আমরা কখনই বাহিনীতে চাইব না ৷"