ETV Bharat / bharat

বিজয়নের মেয়ের সংস্থার বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ, তদন্তের নির্দেশ কেন্দ্রের

Pinarayi Vijayan: কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের মেয়ের সংস্থার বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ ৷ তদন্তের নির্দেশ দিল কর্পোরেট বিষয়ক মন্ত্রক ৷ এই নিয়ে তিন সদস্য়ের কমিটি গঠন করা হয়েছে ৷ চার মাসের মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে ৷

Pinarayi Vijayan
Pinarayi Vijayan
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 13, 2024, 3:16 PM IST

তিরুঅনন্তপুরম, 13 জানুয়ারি: দুর্নীতির অভিযোগ উঠল কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের মেয়ে টি বীণার বিরুদ্ধে ৷ তাঁর মালিকানাধীন সংস্থা এক্সালজিক একটি সংস্থার সঙ্গে বেআইনি লেনদেন করেছে বলে অভিযোগ ৷ শুক্রবার রাতে এই নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছে কর্পোরেট বিষয়ক মন্ত্রক ৷

কর্পোরেট বিষয়ক মন্ত্রকের যুগ্ম পরিচালকের নামে জারি করা আদেশে বলা হয়েছে, তদন্ত করবে তিন সদস্যের একটি দল । সেই দলে রয়েছে কর্ণাটকের ডেপুটি রেজিস্ট্রার অফ কোম্পানিজ বরুণ বিএস, চেন্নাইয়ের ডেপুটি ডিরেক্টর কেএম শঙ্কর নারায়ণন ও পন্ডিচেরির আরসি এ গোকুলনাথ । চার মাসের মধ্যে এই নিয়ে তদন্তের রিপোর্ট জমা দিতে বলা হয়েছে ৷

জানা গিয়েছে, টি বীণার সংস্থা কোনও পরিষেবা না দিয়েই সিএমআরএল থেকে মাসিক পেমেন্ট হিসাবে 1.72 কোটি টাকা নিয়েছে ৷ এই নিয়ে প্রথমে রেজিস্ট্রার অফ কোম্পানিজে অভিযোগ জমা পড়ে । তার পর বেঙ্গালুরুতে রেজিস্ট্রার অফ কোম্পানিজ এই নিয়ে প্রাথমিক তদন্ত করে ৷ তার পরই আর্থিক চুক্তিতে অনেক অনিয়ম ধরা পড়ে ৷ তারপরই বিশদ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে ৷ আয়কর বোর্ডের অনুসন্ধানের ভিত্তিতে তদন্ত ঘোষণা করা হয়েছে ।

কেরালা স্টেট ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন (কেএসআইডিসি) ও সিএমআরএল-এর বিরুদ্ধেও তদন্ত করা হবে বলে জানা গিয়েছে । কারণ, সিএমআরএল ও কেএসআইডিসি, উভয়কেই তাদের বক্তব্য জানানোর জন্য আগে নোটিশ দেওয়া হয়েছিল ৷ সিএমআরএল মাসিক টাকা দেওয়া সংক্রান্ত বিষয়টি নিয়ে যে উত্তর দিয়েছে, তা অস্পষ্ট বলে জানা গিয়েছে ৷ অন্যদিকে কেএসআইডিসি কোনও উত্তর দেয়নি । এর পর এক্সালজিক, সিএমআরএল ও কেএসআইডিসি সংস্থাগুলির লেনদেন নিয়ে বিস্তারিত তদন্ত করা হচ্ছে ।

আরও পড়ুন:

  1. 'কেরলে বিস্ফোরণে দায়ী বিজয়নের মৌলবাদী-তোষণ নীতি,' আক্রমণ কেন্দ্রীয় মন্ত্রীর
  2. অন্য রাজ্যকে অক্সিজেন পাঠাতে পারব না, মোদিকে চিঠি কেরালার মুখ্যমন্ত্রীর
  3. কেরলে শান্তি ও আইন-শৃঙ্খলা বজায় রাখার প্রস্তাবে সম্মতি সর্বদল বৈঠকে

তিরুঅনন্তপুরম, 13 জানুয়ারি: দুর্নীতির অভিযোগ উঠল কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের মেয়ে টি বীণার বিরুদ্ধে ৷ তাঁর মালিকানাধীন সংস্থা এক্সালজিক একটি সংস্থার সঙ্গে বেআইনি লেনদেন করেছে বলে অভিযোগ ৷ শুক্রবার রাতে এই নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছে কর্পোরেট বিষয়ক মন্ত্রক ৷

কর্পোরেট বিষয়ক মন্ত্রকের যুগ্ম পরিচালকের নামে জারি করা আদেশে বলা হয়েছে, তদন্ত করবে তিন সদস্যের একটি দল । সেই দলে রয়েছে কর্ণাটকের ডেপুটি রেজিস্ট্রার অফ কোম্পানিজ বরুণ বিএস, চেন্নাইয়ের ডেপুটি ডিরেক্টর কেএম শঙ্কর নারায়ণন ও পন্ডিচেরির আরসি এ গোকুলনাথ । চার মাসের মধ্যে এই নিয়ে তদন্তের রিপোর্ট জমা দিতে বলা হয়েছে ৷

জানা গিয়েছে, টি বীণার সংস্থা কোনও পরিষেবা না দিয়েই সিএমআরএল থেকে মাসিক পেমেন্ট হিসাবে 1.72 কোটি টাকা নিয়েছে ৷ এই নিয়ে প্রথমে রেজিস্ট্রার অফ কোম্পানিজে অভিযোগ জমা পড়ে । তার পর বেঙ্গালুরুতে রেজিস্ট্রার অফ কোম্পানিজ এই নিয়ে প্রাথমিক তদন্ত করে ৷ তার পরই আর্থিক চুক্তিতে অনেক অনিয়ম ধরা পড়ে ৷ তারপরই বিশদ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে ৷ আয়কর বোর্ডের অনুসন্ধানের ভিত্তিতে তদন্ত ঘোষণা করা হয়েছে ।

কেরালা স্টেট ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন (কেএসআইডিসি) ও সিএমআরএল-এর বিরুদ্ধেও তদন্ত করা হবে বলে জানা গিয়েছে । কারণ, সিএমআরএল ও কেএসআইডিসি, উভয়কেই তাদের বক্তব্য জানানোর জন্য আগে নোটিশ দেওয়া হয়েছিল ৷ সিএমআরএল মাসিক টাকা দেওয়া সংক্রান্ত বিষয়টি নিয়ে যে উত্তর দিয়েছে, তা অস্পষ্ট বলে জানা গিয়েছে ৷ অন্যদিকে কেএসআইডিসি কোনও উত্তর দেয়নি । এর পর এক্সালজিক, সিএমআরএল ও কেএসআইডিসি সংস্থাগুলির লেনদেন নিয়ে বিস্তারিত তদন্ত করা হচ্ছে ।

আরও পড়ুন:

  1. 'কেরলে বিস্ফোরণে দায়ী বিজয়নের মৌলবাদী-তোষণ নীতি,' আক্রমণ কেন্দ্রীয় মন্ত্রীর
  2. অন্য রাজ্যকে অক্সিজেন পাঠাতে পারব না, মোদিকে চিঠি কেরালার মুখ্যমন্ত্রীর
  3. কেরলে শান্তি ও আইন-শৃঙ্খলা বজায় রাখার প্রস্তাবে সম্মতি সর্বদল বৈঠকে
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.