নয়াদিল্লি, 13 জুলাই: আগামী 15 জুলাই থেকে 18 বছরের ঊর্ধ্বে প্রত্যেকে নাগরিককে বিনামূল্যে কোভিড বুস্টার ডোজ দেওয়া হবে (free covid booster dose for all citizens above 18 years) ৷ বুধবার এই ঘোষণা করেছে কেন্দ্র ৷ এদিন কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকের পর এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর ৷
স্বাধীনতার 75 বছর পূর্তি উপলক্ষে চলতি বছরে 'আজাদি কা অমৃত মহোৎসব' পালন করছে কেন্দ্র ৷ সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই উপলক্ষ্যে আগামী 15 জুলাই থেকে প্রাপ্তবয়স্ক সকলকেই কোভিড বুস্টার ডোজ দেওয়া হবে ৷ 15 জুলাই থেকে পরবর্তী 75 দিনের জন্য এই সুবিধা দেওয়া হবে ৷ বর্তমানে ষাটোর্ধ্বদের বিনামূল্যে কোভিড বুস্টার ডোজ দেওয়া হচ্ছে ৷
-
India is celebrating 75 years of independence. On the occasion of Azadi ka Amrit Kaal, it has been decided that from 15th July 2022 till the next 75 days, citizens above 18 years of age will be given booster doses free of cost: Union Minister Anurag Thakur pic.twitter.com/Qai76dFVW7
— ANI (@ANI) July 13, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">India is celebrating 75 years of independence. On the occasion of Azadi ka Amrit Kaal, it has been decided that from 15th July 2022 till the next 75 days, citizens above 18 years of age will be given booster doses free of cost: Union Minister Anurag Thakur pic.twitter.com/Qai76dFVW7
— ANI (@ANI) July 13, 2022India is celebrating 75 years of independence. On the occasion of Azadi ka Amrit Kaal, it has been decided that from 15th July 2022 till the next 75 days, citizens above 18 years of age will be given booster doses free of cost: Union Minister Anurag Thakur pic.twitter.com/Qai76dFVW7
— ANI (@ANI) July 13, 2022
আরও পড়ুন: সংক্রমণের ওঠানামা চলছেই, দেশে ফের 17 হাজার ছুঁই ছুঁই করোনা আক্রান্তের সংখ্যা
উল্লেখ্য, গত 10 এপ্রিল থেকে দেশে কোভিড বুস্টার ডোজ দেওয়ার কথা ঘোষণা করেছিল কেন্দ্রীয় সরকার । তারপর থেকে 18 বছরের বেশি বয়সিদের (60 বছরের কম) টাকা দিয়েই এই বুস্টার ডোজ নিতে হচ্ছিল ৷ ইতিমধ্যেই বুস্টার ডোজ নেওয়ার ব্যবধান 9 মাস থেকে কমিয়ে 6 মাস করেছে কেন্দ্র ৷