ETV Bharat / bharat

Dearness Allowance : কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশনভোগীদের জন্য সুখবর, বাড়ল মহার্ঘ ভাতা

3 শতাংশ মহার্ঘ ভাতা বাড়াল কেন্দ্রীয় সরকার ৷ চলতি বছরের 1 জুলাই থেকে তা লাগু হচ্ছে ৷

Dearness Allowance, Central Govt
3 শতাংশ মহার্ঘ্য ভাতা বাড়াল কেন্দ্রীয় সরকার
author img

By

Published : Oct 21, 2021, 3:04 PM IST

Updated : Oct 21, 2021, 4:10 PM IST

নয়াদিল্লি, 21 অক্টোবর : তিন শতাংশ মহার্ঘ ভাতা (Dearness Allowance- DA) বাড়াল কেন্দ্রীয় সরকার ৷ চলতি বছরের 1 জুলাই থেকে তা পাবেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা ৷ এর ফলে মোট 47 লক্ষ কর্মী উপকৃত হবেন ৷ এছাড়া 68 লাখ 62 হাজার পেনশনভোগীও লাভবান হবেন ৷

জানা দিয়েছে, বর্ধিত এই মহার্ঘ ভাতা 1 জুলাই থেকে কার্যকর হবে ৷ তবে যেসব কর্মচারীরা পূর্ববর্তী সময়ের ডিএ সংশোধন করেননি তাঁরা কোনও বকেয়া পাবেন না ।

কর্মীদের জন্য ডিএ (DA) এবং পেনশনভোগীদের জন্য ডিআর (DR) বৃদ্ধির ঘোষণায় যথাক্রমে 47 লক্ষ 14 হাজার কর্মচারী এবং 68 লক্ষ 62 হাজার পেনশনভোগী উপকৃত হবেন । বর্ধিত মহার্ঘ ভাতা এবং মহার্ঘ ত্রাণের জন্য বার্ষিক খরচ বাড়ল প্রায় 9 হাজার 488 কোটি টাকা ৷ এর আগে সেপ্টেম্বরে অর্থমন্ত্রকের অধীনস্থ ব্যয় বিভাগ এই বৃদ্ধির কথা জানিয়ে একটি স্মারকলিপি জারি করেছিল ৷ তাতে বলা হয়, অবসরপ্রাপ্ত কর্মচারীরা নগদ অর্থ এবং গ্র্যাচুইটি পাবেন ।

আরও পড়ুন : Dearness Allowance : কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বেড়ে 28 শতাংশ, উপকৃত পেনশনভোগীরাও

করোনা প্যানডেমিক পরিস্থিতিতে কেন্দ্র ডিএ এবং ডিআর-এর অতিরিক্ত কিস্তি স্থগিত করেছিল । তবে তারপর জুলাই মাসে কেন্দ্র কর্মী এবং পেনশনভোগীদের দেওয়া ডিএ এবং ডিআর 17 শতাংশ থেকে বাড়িয়ে 28 শতাংশ অনুমোদন করেছিল । এবার ডিএ বেড়ে হল 31 শতাংশ ৷

আরও পড়ুন : "অমানবিক ও অসংবেদনশীল", কেন্দ্রের বর্ধিত DA বন্ধের সমালোচনা রাহুলের

নয়াদিল্লি, 21 অক্টোবর : তিন শতাংশ মহার্ঘ ভাতা (Dearness Allowance- DA) বাড়াল কেন্দ্রীয় সরকার ৷ চলতি বছরের 1 জুলাই থেকে তা পাবেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা ৷ এর ফলে মোট 47 লক্ষ কর্মী উপকৃত হবেন ৷ এছাড়া 68 লাখ 62 হাজার পেনশনভোগীও লাভবান হবেন ৷

জানা দিয়েছে, বর্ধিত এই মহার্ঘ ভাতা 1 জুলাই থেকে কার্যকর হবে ৷ তবে যেসব কর্মচারীরা পূর্ববর্তী সময়ের ডিএ সংশোধন করেননি তাঁরা কোনও বকেয়া পাবেন না ।

কর্মীদের জন্য ডিএ (DA) এবং পেনশনভোগীদের জন্য ডিআর (DR) বৃদ্ধির ঘোষণায় যথাক্রমে 47 লক্ষ 14 হাজার কর্মচারী এবং 68 লক্ষ 62 হাজার পেনশনভোগী উপকৃত হবেন । বর্ধিত মহার্ঘ ভাতা এবং মহার্ঘ ত্রাণের জন্য বার্ষিক খরচ বাড়ল প্রায় 9 হাজার 488 কোটি টাকা ৷ এর আগে সেপ্টেম্বরে অর্থমন্ত্রকের অধীনস্থ ব্যয় বিভাগ এই বৃদ্ধির কথা জানিয়ে একটি স্মারকলিপি জারি করেছিল ৷ তাতে বলা হয়, অবসরপ্রাপ্ত কর্মচারীরা নগদ অর্থ এবং গ্র্যাচুইটি পাবেন ।

আরও পড়ুন : Dearness Allowance : কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বেড়ে 28 শতাংশ, উপকৃত পেনশনভোগীরাও

করোনা প্যানডেমিক পরিস্থিতিতে কেন্দ্র ডিএ এবং ডিআর-এর অতিরিক্ত কিস্তি স্থগিত করেছিল । তবে তারপর জুলাই মাসে কেন্দ্র কর্মী এবং পেনশনভোগীদের দেওয়া ডিএ এবং ডিআর 17 শতাংশ থেকে বাড়িয়ে 28 শতাংশ অনুমোদন করেছিল । এবার ডিএ বেড়ে হল 31 শতাংশ ৷

আরও পড়ুন : "অমানবিক ও অসংবেদনশীল", কেন্দ্রের বর্ধিত DA বন্ধের সমালোচনা রাহুলের

Last Updated : Oct 21, 2021, 4:10 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.