ETV Bharat / bharat

National Education Policy: 4 বছরের স্নাতক কোর্স চালু করতে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়গুলিকে তৎপর হতে নির্দেশ কেন্দ্রের - Undergraduate Course

বেঙ্গালুরু বিশ্ববিদ্যালয় ইতিমধ্যেই 2021-’22 শিক্ষাবর্ষ থেকেই কলা এবং বিজ্ঞান বিভাগে 4 বছরের স্নাতক কোর্স চালু করার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে । আগামী শিক্ষাবর্ষ থেকে 4 বছরের স্নাতক কোর্স চালু করতে চলেছে দিল্লি বিশ্ববিদ্যালয়ও ৷

central education ministry urges universities to implemen 4 year undergraduate course soon
স্নাতক ও স্নাতকোত্তর কোর্সে রদবদল
author img

By

Published : Oct 17, 2021, 3:13 PM IST

নয়াদিল্লি, 17 অক্টোবর: কেন্দ্রীয় সরকারের অধীনস্থ বিশ্ববিদ্যালয়গুলি তো বটেই, যত শীঘ্র সম্ভব দেশের সমস্ত বিশ্ববিদ্যালয়ে চার বছরের স্নাতক কোর্স শুরু করতে আগ্রহী কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক ৷ এ নিয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)-এর তরফে আলাপ-আলোচনা শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই ৷ কী ভাবে দ্রুত এই নয়া কোর্স চালু করা যায়, তার জন্য কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের উপচার্যদেরও শলা-পরামর্শ চাইল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক ৷

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক জানিয়েছে, 2013 সালের 4 বছরের স্নাতক কোর্স-এর থেকে এই নয়া কোর্স অনেক আলাদা ৷ তবে তার জন্য 3 বছরের স্নাতক কোর্স তুলে দিতে হবে না ৷ সমান্তরাল ভাবে দু’টি কোর্স চালিয়ে নিয়ে যেতে পারবে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়গুলি ৷ তাতে পড়ুয়ারাও নিজেদের পছন্দ মতো কোর্স বেছে নিতে পারবেন ৷ তাই আর সময় নষ্ট করলে চলবে না ৷ দেশের 45টি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে 3 ও 4 বছরের স্নাতক কোর্স এবং 2 বছরের স্নাতকোত্তর কোর্স চালু নিয়ে অবিলম্বে আলোচনা শুরু করতে হবে ৷

আরও পড়ুন: Independence Special : 1857-তে হিসারের স্বাধীন হওয়ার রক্তাক্ত কাহিনি

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান জানিয়েছেন, স্নাতক এবং স্নাতকোত্তর, দু’ক্ষেত্রেই নিজেদের পছন্দের কোর্স বেছে নিতে পারবেন পড়ুয়ারা ৷ স্নাতকস্তরে যেমন 3 ও 4 বছরের কোর্স থাকছে, তেমনই স্নাতকোত্তর ডিগ্রির ক্ষেত্রে 2 অথবা 1 বছরের কোর্স বেছে নেওয়া যাবে ৷ কী ভাবে এর প্রণয়ন হয়ে, তার দায়িত্ব কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়গুলির উপরই ছেড়ে দেওয়ার পক্ষে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক ৷ তবে আগামী বছরের মধ্যে সব কিছু ঠিক করে ফেলতে নির্দেশ দেওয়া হয়েছে সকলকে ৷

নয়া শিক্ষানীতির আওতায় স্নাতক এবং স্নাতকোত্তর স্তরের এই পদবদল নিয়ে সম্প্রতি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে একদফা বৈঠকও করেন ধর্মেন্দ্র ৷ সেখানে তিনি জানিয়ে দেন, সব কিছু ঠিক করে সিদ্ধান্তে উপনীত হতে সময় লাগাটাই স্বাভাবিক ৷ তবে কাজ এগিয়ে নিয়ে যেতে হবেই ৷

আরও পড়ুন: Singhu Border Lynching Case : সিঙ্ঘু সীমান্তে লখবীর সিং খুনে গ্রেফতার নিহাঙ্গ গোষ্ঠীর নারায়ণ সিং

বেঙ্গালুরু বিশ্ববিদ্যালয় ইতিমধ্যেই 2021-’22 শিক্ষাবর্ষ থেকেই কলা এবং বিজ্ঞান বিভাগে 4 বছরের স্নাতক কোর্স চালু করার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে । আগামী শিক্ষাবর্ষ থেকে 4 বছরের স্নাতক কোর্স চালু করতে চলেছে দিল্লি বিশ্ববিদ্যালয়ও ৷ সংখ্যাগরিষ্ঠ সদস্যরা 4 বছরের স্নাতক কোর্সের পক্ষে ভোট দেওয়াতেই নয়া বিধি চালুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে জানিয়েছেন দিল্লি বিশ্ববিদ্যালয়ের একজিকিউটিভ কাউন্সিলের সদস্য অশোক আগরওয়াল । যদিও তিনি নিজে এই রদবদলর পক্ষে নন ।

দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সংগঠনের কোষাধ্যক্ষ আভা দেব হাবিবও নয়া বিধি নিয়ে সরাসরি আপত্তি তুলেছেন । তাঁর দাবি, 2013 সালে যখন 4 বছরের স্নাতক কোর্স আনা হয়েছিল, তখনই তা প্রত্যাখ্যান করেছিলেন পড়ুয়ারা । কারণ সেই সময়ই দেখা গিয়েছিল, বাইরে থেকে দিল্লিতে পড়াশোনা করতে এসে বছরে প্রায় দেড় থেকে দু’লক্ষ টাকা খরচ হয়ে যাচ্ছে পড়ুয়াদের ৷ স্নাতকস্তরে যে 1 বছরের সময়সীমা বাড়ানো হয়েছে, তার জন্য কোনওরকম বৃত্তিরও ব্যবস্থা নেই ৷ বাড়তি ওই 1 বছরের খরচ চালানো পড়ুয়াদের পক্ষে দুষ্কর ৷ আবার স্নাতকস্তরে পড়ুয়াদের বাড়তি এক বছর দিতে গিয়ে পরিকাঠামোগত খরচও বাড়বে ৷

নয়াদিল্লি, 17 অক্টোবর: কেন্দ্রীয় সরকারের অধীনস্থ বিশ্ববিদ্যালয়গুলি তো বটেই, যত শীঘ্র সম্ভব দেশের সমস্ত বিশ্ববিদ্যালয়ে চার বছরের স্নাতক কোর্স শুরু করতে আগ্রহী কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক ৷ এ নিয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)-এর তরফে আলাপ-আলোচনা শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই ৷ কী ভাবে দ্রুত এই নয়া কোর্স চালু করা যায়, তার জন্য কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের উপচার্যদেরও শলা-পরামর্শ চাইল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক ৷

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক জানিয়েছে, 2013 সালের 4 বছরের স্নাতক কোর্স-এর থেকে এই নয়া কোর্স অনেক আলাদা ৷ তবে তার জন্য 3 বছরের স্নাতক কোর্স তুলে দিতে হবে না ৷ সমান্তরাল ভাবে দু’টি কোর্স চালিয়ে নিয়ে যেতে পারবে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়গুলি ৷ তাতে পড়ুয়ারাও নিজেদের পছন্দ মতো কোর্স বেছে নিতে পারবেন ৷ তাই আর সময় নষ্ট করলে চলবে না ৷ দেশের 45টি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে 3 ও 4 বছরের স্নাতক কোর্স এবং 2 বছরের স্নাতকোত্তর কোর্স চালু নিয়ে অবিলম্বে আলোচনা শুরু করতে হবে ৷

আরও পড়ুন: Independence Special : 1857-তে হিসারের স্বাধীন হওয়ার রক্তাক্ত কাহিনি

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান জানিয়েছেন, স্নাতক এবং স্নাতকোত্তর, দু’ক্ষেত্রেই নিজেদের পছন্দের কোর্স বেছে নিতে পারবেন পড়ুয়ারা ৷ স্নাতকস্তরে যেমন 3 ও 4 বছরের কোর্স থাকছে, তেমনই স্নাতকোত্তর ডিগ্রির ক্ষেত্রে 2 অথবা 1 বছরের কোর্স বেছে নেওয়া যাবে ৷ কী ভাবে এর প্রণয়ন হয়ে, তার দায়িত্ব কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়গুলির উপরই ছেড়ে দেওয়ার পক্ষে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক ৷ তবে আগামী বছরের মধ্যে সব কিছু ঠিক করে ফেলতে নির্দেশ দেওয়া হয়েছে সকলকে ৷

নয়া শিক্ষানীতির আওতায় স্নাতক এবং স্নাতকোত্তর স্তরের এই পদবদল নিয়ে সম্প্রতি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে একদফা বৈঠকও করেন ধর্মেন্দ্র ৷ সেখানে তিনি জানিয়ে দেন, সব কিছু ঠিক করে সিদ্ধান্তে উপনীত হতে সময় লাগাটাই স্বাভাবিক ৷ তবে কাজ এগিয়ে নিয়ে যেতে হবেই ৷

আরও পড়ুন: Singhu Border Lynching Case : সিঙ্ঘু সীমান্তে লখবীর সিং খুনে গ্রেফতার নিহাঙ্গ গোষ্ঠীর নারায়ণ সিং

বেঙ্গালুরু বিশ্ববিদ্যালয় ইতিমধ্যেই 2021-’22 শিক্ষাবর্ষ থেকেই কলা এবং বিজ্ঞান বিভাগে 4 বছরের স্নাতক কোর্স চালু করার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে । আগামী শিক্ষাবর্ষ থেকে 4 বছরের স্নাতক কোর্স চালু করতে চলেছে দিল্লি বিশ্ববিদ্যালয়ও ৷ সংখ্যাগরিষ্ঠ সদস্যরা 4 বছরের স্নাতক কোর্সের পক্ষে ভোট দেওয়াতেই নয়া বিধি চালুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে জানিয়েছেন দিল্লি বিশ্ববিদ্যালয়ের একজিকিউটিভ কাউন্সিলের সদস্য অশোক আগরওয়াল । যদিও তিনি নিজে এই রদবদলর পক্ষে নন ।

দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সংগঠনের কোষাধ্যক্ষ আভা দেব হাবিবও নয়া বিধি নিয়ে সরাসরি আপত্তি তুলেছেন । তাঁর দাবি, 2013 সালে যখন 4 বছরের স্নাতক কোর্স আনা হয়েছিল, তখনই তা প্রত্যাখ্যান করেছিলেন পড়ুয়ারা । কারণ সেই সময়ই দেখা গিয়েছিল, বাইরে থেকে দিল্লিতে পড়াশোনা করতে এসে বছরে প্রায় দেড় থেকে দু’লক্ষ টাকা খরচ হয়ে যাচ্ছে পড়ুয়াদের ৷ স্নাতকস্তরে যে 1 বছরের সময়সীমা বাড়ানো হয়েছে, তার জন্য কোনওরকম বৃত্তিরও ব্যবস্থা নেই ৷ বাড়তি ওই 1 বছরের খরচ চালানো পড়ুয়াদের পক্ষে দুষ্কর ৷ আবার স্নাতকস্তরে পড়ুয়াদের বাড়তি এক বছর দিতে গিয়ে পরিকাঠামোগত খরচও বাড়বে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.