ETV Bharat / bharat

Suspected Terrorists Arrested: বেঙ্গালুরুতে বিস্ফোরণের ছক ! গ্রেফতার পাঁচ সন্দেহভাজন জঙ্গি - বেঙ্গালুরুতে বিস্ফোরণের পরিকল্পনা

সেন্ট্রাল ক্রাইম ব্রাঞ্চ বেঙ্গালুরুতে পাঁচ সন্দেহভাজন জঙ্গিকে গ্রেফতার করেছে ৷ তারা শহরে বিস্ফোরণের ছক করেছিল বলে জানতে পেরেছেন তদন্তকারীরা ৷

Suspected Terrorists Arrested
সন্দেহভাজন জঙ্গি গ্রেফতার
author img

By

Published : Jul 19, 2023, 12:57 PM IST

Updated : Jul 19, 2023, 1:58 PM IST

বেঙ্গালুরু, 19 জুলাই: জঙ্গি সন্দেহে পাঁচজনকে গ্রেফতার করা হল বেঙ্গালুরুতে ৷ জানা গিয়েছে, ধৃতরা বেঙ্গালুরুতে বিস্ফোরণের পরিকল্পনা করেছিল । সেন্ট্রাল ক্রাইম ব্রাঞ্চের পুলিশ এই পাঁচজনকে গ্রেফতার করেছে ৷ তারা সন্ত্রাসমূলক কার্যকলাপের সঙ্গে জড়িত বলে খবর ৷ সিসিবি বুধবার জানিয়েছে, পাঁচ সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে এবং তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ।

ধৃতরা হল সৈয়দ সুহেল, উমর, জানিদ, মুদাসির ও জাহিদ । এছাড়া এই জঙ্গিদের সঙ্গে আরও দু'জনের যোগসূত্রের তথ্য পাওয়া গিয়েছে । তাদের দু'জনের সম্পর্কে তথ্য সংগ্রহ করা হচ্ছে বলে সূত্রের খবর ৷ পুলিশের আরেকটি দল তাদের খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে। পাশাপাশি এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।

সন্দেহভাজন ওই জঙ্গিদের কাছ থেকে চারটি ওয়াকি-টকি, সাতটি দেশি পিস্তল, 42টি গুলি, গোলাবারুদ, 2টি ড্রেগার, 2টি স্যাটেলাইট ফোন ও 4টি গ্রেনেড পাওয়া গিয়েছে বলে খবর ৷ উদ্ধার হয়েছে বিস্ফোরকও। এগুলিকে বাজেয়াপ্ত করা হয়েছে । সন্দেহভাজন জঙ্গিদের মাদিওয়ালা টেকনিক্যাল সেলে নিয়ে গিয়ে রাখা হয়েছে ৷ সেখানে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে খবর । সিসিবি আধিকারিকরা সন্দেহভাজনদের মোবাইল ফোনও পরীক্ষা কর দেখছেন ।

সূত্রের খবর, গোয়েন্দা বিভাগ তথ্য পেয়েছিল যে সন্দেহভাজনরা বড় আকারের বিস্ফোরণের পরিকল্পনা করেছে শহরে ৷ তারা পিস্তল-সহ বোমার কাঁচামাল প্রস্তুত করেছিল । 10 জনেরও বেশি লোক নিয়ে বিশাল বিস্ফোরক তৈরির পরিকল্পনা ছিল বলে তথ্য পাওয়া গিয়েছিল । তথ্যটি পাওয়ার সঙ্গে সঙ্গে বেঙ্গালুরু সিসিবি দলকে পাঠানো হয় । সিসিবি পুলিশ সন্দেহভাজন ব্যক্তিদের অবস্থান চিহ্নিত করে এবং তাদেরকে গ্রেফতার করে । গোয়েন্দা বিভাগ, এনআইএ এবং সিসিবির যৌথ অভিযান তাদেরকে পাকড়াও করা হয় ।

আরও পড়ুন: কাশ্মীরে ধৃত পাঁচ লস্কর-ই-তৈবা জঙ্গি

জানা গিয়েছে, ধৃতদের মধ্যে চারজন আরতিনগর থানায় বেশ কিছুদিন ছিল । তাদের বিরুদ্ধে করোনার সময়ে অপহরণ ও হত্যার অভিযোগ রয়েছে । এই চারজনের কারাগার জঙ্গিদের সঙ্গে পরিচয় হয় । পরেও তারা জঙ্গিদের সঙ্গে যোগাযোগ বজায় রাখে বলে খবর এবং বেঙ্গালুরুতে বিস্ফোরণের ছক কষে ৷ কারাগার থেকে বেরিয়ে আসার পর সন্দেহভাজনরা বিস্ফোরণের পরিকল্পনা করেছিল । যার জন্যই বোমা তৈরির জন্য প্রয়োজনীয় সব কাঁচামাল তারা প্রস্তুত করে । তাদের সঙ্গে আরও অনেকে এই কর্মকাণ্ডের সঙ্গে জড়িত রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে ৷

বেঙ্গালুরু, 19 জুলাই: জঙ্গি সন্দেহে পাঁচজনকে গ্রেফতার করা হল বেঙ্গালুরুতে ৷ জানা গিয়েছে, ধৃতরা বেঙ্গালুরুতে বিস্ফোরণের পরিকল্পনা করেছিল । সেন্ট্রাল ক্রাইম ব্রাঞ্চের পুলিশ এই পাঁচজনকে গ্রেফতার করেছে ৷ তারা সন্ত্রাসমূলক কার্যকলাপের সঙ্গে জড়িত বলে খবর ৷ সিসিবি বুধবার জানিয়েছে, পাঁচ সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে এবং তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ।

ধৃতরা হল সৈয়দ সুহেল, উমর, জানিদ, মুদাসির ও জাহিদ । এছাড়া এই জঙ্গিদের সঙ্গে আরও দু'জনের যোগসূত্রের তথ্য পাওয়া গিয়েছে । তাদের দু'জনের সম্পর্কে তথ্য সংগ্রহ করা হচ্ছে বলে সূত্রের খবর ৷ পুলিশের আরেকটি দল তাদের খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে। পাশাপাশি এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।

সন্দেহভাজন ওই জঙ্গিদের কাছ থেকে চারটি ওয়াকি-টকি, সাতটি দেশি পিস্তল, 42টি গুলি, গোলাবারুদ, 2টি ড্রেগার, 2টি স্যাটেলাইট ফোন ও 4টি গ্রেনেড পাওয়া গিয়েছে বলে খবর ৷ উদ্ধার হয়েছে বিস্ফোরকও। এগুলিকে বাজেয়াপ্ত করা হয়েছে । সন্দেহভাজন জঙ্গিদের মাদিওয়ালা টেকনিক্যাল সেলে নিয়ে গিয়ে রাখা হয়েছে ৷ সেখানে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে খবর । সিসিবি আধিকারিকরা সন্দেহভাজনদের মোবাইল ফোনও পরীক্ষা কর দেখছেন ।

সূত্রের খবর, গোয়েন্দা বিভাগ তথ্য পেয়েছিল যে সন্দেহভাজনরা বড় আকারের বিস্ফোরণের পরিকল্পনা করেছে শহরে ৷ তারা পিস্তল-সহ বোমার কাঁচামাল প্রস্তুত করেছিল । 10 জনেরও বেশি লোক নিয়ে বিশাল বিস্ফোরক তৈরির পরিকল্পনা ছিল বলে তথ্য পাওয়া গিয়েছিল । তথ্যটি পাওয়ার সঙ্গে সঙ্গে বেঙ্গালুরু সিসিবি দলকে পাঠানো হয় । সিসিবি পুলিশ সন্দেহভাজন ব্যক্তিদের অবস্থান চিহ্নিত করে এবং তাদেরকে গ্রেফতার করে । গোয়েন্দা বিভাগ, এনআইএ এবং সিসিবির যৌথ অভিযান তাদেরকে পাকড়াও করা হয় ।

আরও পড়ুন: কাশ্মীরে ধৃত পাঁচ লস্কর-ই-তৈবা জঙ্গি

জানা গিয়েছে, ধৃতদের মধ্যে চারজন আরতিনগর থানায় বেশ কিছুদিন ছিল । তাদের বিরুদ্ধে করোনার সময়ে অপহরণ ও হত্যার অভিযোগ রয়েছে । এই চারজনের কারাগার জঙ্গিদের সঙ্গে পরিচয় হয় । পরেও তারা জঙ্গিদের সঙ্গে যোগাযোগ বজায় রাখে বলে খবর এবং বেঙ্গালুরুতে বিস্ফোরণের ছক কষে ৷ কারাগার থেকে বেরিয়ে আসার পর সন্দেহভাজনরা বিস্ফোরণের পরিকল্পনা করেছিল । যার জন্যই বোমা তৈরির জন্য প্রয়োজনীয় সব কাঁচামাল তারা প্রস্তুত করে । তাদের সঙ্গে আরও অনেকে এই কর্মকাণ্ডের সঙ্গে জড়িত রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে ৷

Last Updated : Jul 19, 2023, 1:58 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.