ETV Bharat / bharat

আদিবাসী মহিলারা এখানে সুরক্ষিত নয়, কংগ্রেস শাসিত কর্ণাটকে নির্যাতিতাকে দেখতে বিজেপির দল - Central BJP fact finding committee

Belagavi Woman Assault Incident: কংগ্রেস শাসিত কর্ণাটকে নির্যাতিতা মহিলার সঙ্গে দেখা করলেন বিজেপির ফ্যাক্ট-ফাইন্ডিং কমিটির সদস্যরা ৷ মহিলার পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন তাঁরা ৷ তবে তোপ দাগতে ছাড়েননি কংগ্রেস সরকারকে ৷

Belagavi Woman Assault Incident
কর্ণাটকে নির্যাতিতাকে দেখতে বিজেপির দল
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 16, 2023, 10:46 PM IST

বেলগাভি (কর্ণাটক) 16 ডিসেম্বর: কর্ণাটকে বিবস্ত্র করে ঘোরানো ও খুঁটিতে বেঁধে মারধরের ঘটনায় নির্যাতিতার সঙ্গে দেখা করল বিজেপির কেন্দ্রীয় ফ্যাক্ট-ফাইন্ডিং কমিটি ৷ বেলগাভির হাসপাতালে চিকিৎসাধীন ওই মহিলা ৷ সেখানে গিয়ে তাঁর স্বাস্থ্য সম্পর্কে খোঁজ খবর নিল বিজেপির দল । সাংসদ লকেট চট্টোপাধ্যায়, অপরাজিতা সারঙ্গি, সুনিতা দুগ্গাল, রঞ্জিতা কলি ও বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক আশা লাকড়ার সমন্বয়ে একটি পাঁচ সদস্যের কমিটি নির্যাতিতার সঙ্গে দেখা করেন শনিবার । তাঁরা নির্যাতিতাকে আশ্বস্ত করেছেন যে তাঁরা তাঁর সঙ্গে রয়েছেন ৷ তিনি যেন এই ঘটনায় আতঙ্কিত না হন ।

নির্যাতিতাকে দেখে বেরিয়ে এসে সাংসদ অপরাজিতা সারঙ্গি বলেন, "বেলগাভিতে পুরুষরা বাড়িতে ঢুকে মহিলাকে বের করে এনে রাস্তায় প্যারেড করায় । পরে তাকে খুঁটির সঙ্গে বেঁধে নির্মমভাবে মারধর করা হয় । ঘটনার দু'ঘণ্টা পর সেখানে পৌঁছয় পুলিশ । বিষয়টি সিপিআইকে জানানো হলেও তারা ছটা নাগাদ আসে । এটিকে একটি ছোট ঘটনা হিসাবে দেখে তাঁরা । কংগ্রেস সরকারের আমলে আইন-শৃঙ্খলা ব্যবস্থার অবনতি হয়েছে । আদিবাসী মহিলারা এখানে সুরক্ষিত নয় । জেলা ইনচার্জ মন্ত্রীর নিজ নির্বাচনী এলাকায় এরকম কাজ অমানবিক ।"

আশা লাকড়ার কথায়, "বিধানসভা অধিবেশন চলাকালীন এই ঘটনা ঘটে । যদিও কংগ্রেস নেতারা সংসদে এই নিয়ে আওয়াজ তোলেননি । কংগ্রেস দলিতদের ভোট ব্যাংকের জন্য ব্যবহার করছে । গোটা সরকার, মুখ্যমন্ত্রী এবং ডিজিপি বেলগাঁওয়ে ছিলেন ৷ কিন্তু সেখানে যাননি ।" তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, "আইন থাকা সত্ত্বেও নারীর সুরক্ষায় আইনত যা করা উচিত ছিল তা করা হয়নি ।"

নির্যাতিতার স্বাস্থ্যের খোঁজখবর নিল জাতীয় মহিলা কমিশনও ৷ ডেলিনা খোঙ্গাদুপের নেতৃত্বে একটি দল আজ সকালে নির্যাতিতার সঙ্গে দেখা করে তাঁকে সান্ত্বনা দেয় । ডেলিনা খোঙ্গাদুপ বলেন, "মহিলার পোশাক খুলে ফেলা দুর্ভাগ্যজনক । এমন ঘটনা ঘটা উচিত হয়নি । মানুষের মানসিকতা বদলাতে হবে । পুলিশের তদন্ত সঠিক পথেই চলছে । নারীদের সুরক্ষায় কাজ করতে হবে । এ ঘটনা মেনে নেওয়া যায় না ।" তিনি জানান, ঘটনাটি যেখানে ঘটেছে সেই স্থান পরিদর্শনে যাচ্ছেন ।

উল্লেখ্য, গত 11 ডিসেম্বর কর্ণাটকের বেলগাভিতে বিবস্ত্র করে ঘুরিয়ে, তারপর খুঁটিতে বেঁধে মারধর করা হয় 42 বছরের মহিলাকে ৷ ছেলে প্রেমিকার বিয়ের আগে তাকে নিয়ে পালিয়ে যায় ৷ তাই মেয়েটির পরিবারের লোক ছেলেটির মায়ের সঙ্গে এহেন অত্যাচার করে ৷ সেই ঘটনায় আগেই পুলিশ ন'জনকে গ্রেফতার করেছিল ৷ এ দিন আরও তিন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে ।

আরও পড়ুন:

  1. পৈশাচিক! প্রেমিকাকে নিয়ে পালানোয় ছেলের মা'কে বিবস্ত্র করে ঘোরানো হল গ্রামে, গ্রেফতার 7
  2. ওড়িশার রাস্তায় নগ্ন অবস্থায় উদ্ধার আদিবাসী মা ও মেয়ে !
  3. পাড়ার যুবকের সঙ্গে কথা বলার শাস্তি ! মহিলাকে অর্ধনগ্ন করে বেধড়ক মার, সারারাত বেঁধে রাখা হল গাছে

বেলগাভি (কর্ণাটক) 16 ডিসেম্বর: কর্ণাটকে বিবস্ত্র করে ঘোরানো ও খুঁটিতে বেঁধে মারধরের ঘটনায় নির্যাতিতার সঙ্গে দেখা করল বিজেপির কেন্দ্রীয় ফ্যাক্ট-ফাইন্ডিং কমিটি ৷ বেলগাভির হাসপাতালে চিকিৎসাধীন ওই মহিলা ৷ সেখানে গিয়ে তাঁর স্বাস্থ্য সম্পর্কে খোঁজ খবর নিল বিজেপির দল । সাংসদ লকেট চট্টোপাধ্যায়, অপরাজিতা সারঙ্গি, সুনিতা দুগ্গাল, রঞ্জিতা কলি ও বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক আশা লাকড়ার সমন্বয়ে একটি পাঁচ সদস্যের কমিটি নির্যাতিতার সঙ্গে দেখা করেন শনিবার । তাঁরা নির্যাতিতাকে আশ্বস্ত করেছেন যে তাঁরা তাঁর সঙ্গে রয়েছেন ৷ তিনি যেন এই ঘটনায় আতঙ্কিত না হন ।

নির্যাতিতাকে দেখে বেরিয়ে এসে সাংসদ অপরাজিতা সারঙ্গি বলেন, "বেলগাভিতে পুরুষরা বাড়িতে ঢুকে মহিলাকে বের করে এনে রাস্তায় প্যারেড করায় । পরে তাকে খুঁটির সঙ্গে বেঁধে নির্মমভাবে মারধর করা হয় । ঘটনার দু'ঘণ্টা পর সেখানে পৌঁছয় পুলিশ । বিষয়টি সিপিআইকে জানানো হলেও তারা ছটা নাগাদ আসে । এটিকে একটি ছোট ঘটনা হিসাবে দেখে তাঁরা । কংগ্রেস সরকারের আমলে আইন-শৃঙ্খলা ব্যবস্থার অবনতি হয়েছে । আদিবাসী মহিলারা এখানে সুরক্ষিত নয় । জেলা ইনচার্জ মন্ত্রীর নিজ নির্বাচনী এলাকায় এরকম কাজ অমানবিক ।"

আশা লাকড়ার কথায়, "বিধানসভা অধিবেশন চলাকালীন এই ঘটনা ঘটে । যদিও কংগ্রেস নেতারা সংসদে এই নিয়ে আওয়াজ তোলেননি । কংগ্রেস দলিতদের ভোট ব্যাংকের জন্য ব্যবহার করছে । গোটা সরকার, মুখ্যমন্ত্রী এবং ডিজিপি বেলগাঁওয়ে ছিলেন ৷ কিন্তু সেখানে যাননি ।" তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, "আইন থাকা সত্ত্বেও নারীর সুরক্ষায় আইনত যা করা উচিত ছিল তা করা হয়নি ।"

নির্যাতিতার স্বাস্থ্যের খোঁজখবর নিল জাতীয় মহিলা কমিশনও ৷ ডেলিনা খোঙ্গাদুপের নেতৃত্বে একটি দল আজ সকালে নির্যাতিতার সঙ্গে দেখা করে তাঁকে সান্ত্বনা দেয় । ডেলিনা খোঙ্গাদুপ বলেন, "মহিলার পোশাক খুলে ফেলা দুর্ভাগ্যজনক । এমন ঘটনা ঘটা উচিত হয়নি । মানুষের মানসিকতা বদলাতে হবে । পুলিশের তদন্ত সঠিক পথেই চলছে । নারীদের সুরক্ষায় কাজ করতে হবে । এ ঘটনা মেনে নেওয়া যায় না ।" তিনি জানান, ঘটনাটি যেখানে ঘটেছে সেই স্থান পরিদর্শনে যাচ্ছেন ।

উল্লেখ্য, গত 11 ডিসেম্বর কর্ণাটকের বেলগাভিতে বিবস্ত্র করে ঘুরিয়ে, তারপর খুঁটিতে বেঁধে মারধর করা হয় 42 বছরের মহিলাকে ৷ ছেলে প্রেমিকার বিয়ের আগে তাকে নিয়ে পালিয়ে যায় ৷ তাই মেয়েটির পরিবারের লোক ছেলেটির মায়ের সঙ্গে এহেন অত্যাচার করে ৷ সেই ঘটনায় আগেই পুলিশ ন'জনকে গ্রেফতার করেছিল ৷ এ দিন আরও তিন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে ।

আরও পড়ুন:

  1. পৈশাচিক! প্রেমিকাকে নিয়ে পালানোয় ছেলের মা'কে বিবস্ত্র করে ঘোরানো হল গ্রামে, গ্রেফতার 7
  2. ওড়িশার রাস্তায় নগ্ন অবস্থায় উদ্ধার আদিবাসী মা ও মেয়ে !
  3. পাড়ার যুবকের সঙ্গে কথা বলার শাস্তি ! মহিলাকে অর্ধনগ্ন করে বেধড়ক মার, সারারাত বেঁধে রাখা হল গাছে
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.