নয়াদিল্লি, 18 মে : বেশি করে করোনার ভ্যাকসিন সরবরাহ করার সবরকম চেষ্টা করে চলেছে কেন্দ্র ৷ আজ রাজ্যের প্রশাসনিক আমলাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে এমনই জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ যেখানে তিনি স্বীকার করে নিয়েছেন, বহু রাজ্য ভ্যাকসিনের অভাবে সঙ্গে মোকাবিলা করছে ৷ তবে, পাশাপাশি অনেক ক্ষেত্রেই ভ্যাকসিনেশন চলছে বলেও এদিনের করোনা নিয়ে প্রশাসনিক বৈঠকে জানিয়েছে প্রধানমন্ত্রী ৷
আজ করোনা মোকাবিলা নিয়ে সব রাজ্যের বিভিন্ন দফতরের এবং জেলার আধিকারিকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন প্রধানমন্ত্রী ৷ যেখানে তিনি বলেছেন, ‘‘একাধিক সমস্যা থাকা সত্ত্বেও ভ্যাকসিনেশনের কাজ করে যেতে হবে এবং আপনাদের এটা নিশ্চিত করতে হবে যে, কোনও ভ্যাকসিন যাতে নষ্ট না হয় ৷ আর যদি আমরা ভালোভাবে ভ্যাকসিনের ব্যবহার করতে পারি তবে ভ্যাকসিন নষ্ট হওয়া আমরা ঠেকাতে পারি ৷’’
আরও পড়ুন : কংগ্রেসকে কি আরও অপ্রাসঙ্গিক করে দিচ্ছেন মোদি-মমতা ?
শুধু তাই নয়, যেহেতু প্রশাসনিক আধিকারিকরা এই ভ্যাকসিনেশনের ক্ষেত্রে যুক্ত রয়েছেন, তাই তাঁদের ভূমিকা যে ভ্যাকসিন ড্রাইভকে আরও সহজভাবে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে, তাও এদিন মনে করিয়ে দেন প্রধানমন্ত্রী ৷