ETV Bharat / bharat

সত্যজিতের জন্ম শতবার্ষিকীতে বছর ব্যাপী অনুষ্ঠানের ঘোষণা কেন্দ্রের - এনএফডিসি

1921-এর 2 মে, জন্মগ্রহণ করেছিলেন দেশের কিংবদন্তি চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায় ৷ ভারতীয় চলচ্চিত্রে বৈপ্লবিক পরিবর্তন এনেছিলেন ৷ শুধু চলচ্চিত্র নয়, তিনি স্মরণীয় ফেলুদা, প্রফেসর শঙ্কুর মতো চরিত্র সৃষ্টির জন্যও ৷ এ বছর তাঁর জন্মশতবার্ষিকী ৷ শুরু হচ্ছে এক বছর ব্যাপী উদযাপন ৷

চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায়ের জন্মশতবার্ষিকী শুরু হচ্ছে এ বছর
চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায়ের জন্মশতবার্ষিকী শুরু হচ্ছে এ বছর
author img

By

Published : May 1, 2021, 11:16 AM IST

নিউ দিল্লি, 1 মে : দেখো রে নয়ন মেলে, জগতের বাহার ৷ মনে পড়ছে সকালে সূর্যের আলো ফোটার সঙ্গে সঙ্গে গুপীর গান ৷ যাঁর গলার সুরে, আর বাঘার ঢোলে সম্মোহিত হওয়ার বর দিয়েছিলেন স্বয়ং ভূতের রাজা ৷ গল্পটা লিখেছিলেন উপেন্দ্রকিশোর রায়চৌধুরী ৷ আর ভূতের রাজার আশীর্বাদে গুপীর গলায় গান শুনিয়েছিলেন উত্তরসূরি ফেলুদা, প্রফেসর শঙ্কুর স্রষ্টা সত্যজিৎ রায় ৷

হ্যাঁ, নয়ন মেলে দেখতে শিখিয়েছিলেন যিনি জগৎটাকে, বৈপ্লবিক পরিবর্তন এনেছিলেন বাংলা তথা ভারতীয় চলচ্চিত্র জগতে, এমনকি আন্তর্জাতিক চলচ্চিত্র নির্মাণের ক্ষেত্রেও ৷ সেই চলচ্চিত্র জাদুকর, লেখকের জন্মশতবার্ষিকী পালন শুরু হচ্ছে এ বছর ৷ 1921-র 2 মে জন্মগ্রহণ করেন চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ ৷

এই জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে কেন্দ্রীয় সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রক এক বছর ব্যাপী উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে ৷ তথ্য ও সম্প্রচার মন্ত্রকের অধীনে ডিরেক্টরেট অফ ফিল্ম ফেস্টিভ্যালস, ফিল্মস ডিভিশন, এনএফডিসি, এনএফএআই আর সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট (এসআরএফটিআই), কলকাতা একযোগে নানা রকমের অনুষ্ঠানের পরিকল্পনা করছে ৷ সঙ্গে থাকবে বিদেশমন্ত্রক ৷ যদিও ভারতের করোনা পরিস্থিতির জন্য এই উদযাপন কখনো ডিজিটালে, আবার কখনো স্বাভাবিক অনুষ্ঠানের মতো হতে পারে ৷

আরও পড়ুন: ঋষির প্রথম মৃত্যুবার্ষিকীতে পুজো নীতুর, পাশে রণবীর-আলিয়া

উদযাপনের পরিচালনায় আইবি মন্ত্রকের চেয়ারম্যানের নেতৃত্বে একটি কমিটি তৈরি হয়েছে, যেখানে থাকবেন সত্যজিতের সিনেমাগুলির অন্যতম অভিনেতা ধৃতিমান চট্টোপাধ্যায়, বিদেশমন্ত্রকের বেশ কিছু আধিকারিকও ৷ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, 2021-এ কিংবদন্তি চলচ্চিত্রকারের নামাঙ্কিত "সত্যজিৎ রায় লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড ফর এক্সিলেন্স ইন সিনেমা" পুরস্কার প্রদান শুরু হবে এ বছর থেকে ৷ 10 লক্ষ টাকা অর্থমূল্য-সহ, একটি সার্টিফিকেট, শাল, রুপোর তৈরি ময়ূরের মেডেল দেওয়া হবে পুরস্কারস্বরূপ ৷

জন্মশতবার্ষিকী উদযাপন পরিকল্পনা-

ভারতে, এমনকি দেশের বাইরেও সত্যজিৎ রায় ফিল্ম ফেস্টিভ্যালের আয়োজন করা হবে ৷ দেখানো হবে পরিচালকের নির্মিত সিনেমা আর তথ্যচিত্রের, পাশাপাশি থাকবে তাঁকে কেন্দ্র করে তৈরি তথ্যচিত্রও ৷ 74তম কান চলচ্চিত্র উৎসবে তাঁর সিনেমাগুলি প্রদর্শিত হবে ৷

আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল, 2021 বা আইএফএফআই-তে বিশেষ রেট্রোস্পেকটিভের বন্দোবস্ত করা হবে ৷ মুম্বইয়ের ন্যাশনাল মিউজিয়াম অফ ইন্ডিয়ান সিনেমাতে সত্যজিৎ রায়ের জন্য একটি আলাদা বিভাগই চালু হবে ৷ তাঁর সিনেমা, ইন্টারভিউ সমেত তাঁকে ঘিরে নির্মিত বহু তথ্য সম্বলিত এই মিউজিয়াম বছরভর ঘুরে বেড়াবে দেশের বিভিন্ন মিউজিয়ামে ৷

ন্যাশনাল ফিল্ম আর্কাইভস অফ ইন্ডিয়া (এনএফএআই) তাঁর সব সিনেমা ও অন্যান্য তথ্যসামগ্রীগুলি সংরক্ষণ করা, ডিজিটাইজেশন করার পদক্ষেপ শুরু করবে ৷ সত্যজিত রায়ের সিনেমাগুলির অন্যতম বিশেষত্ব তাঁর সিনেমাগুলির পোস্টার ৷ শুধুমাত্র সেই পোস্টারগুলি নিয়ে একটি ভার্চুয়াল একজিবিশন হবে ৷

এই চলচ্চিত্রকারের পাঁচটি সিনেমা প্রদর্শিত হবে এনএফডিসি-র নিজস্ব ওটিটি প্ল্যাটফর্ম সিনেমাজ অফ ইন্ডিয়া-তে ৷

এসআরএফটিআই, কলকাতা তাদের ক্যাম্পাসে সত্যজিৎ রায়ের একটি মূর্তি উন্মোচন করবে, শুরু হবে কেবলমাত্র তাঁকে নিয়েই একটি কোর্স ৷ চলচ্চিত্র স্কুলগুলির মধ্যে আন্তঃকলেজ প্রতিযোগিতা হবে সত্যজিৎ রায়ের সিনেমার থিম বিষয়ে ৷

দেশের বর্তমান ভয়াবহ করোনা পরিস্থিতিতেও ঠিক কী ভাবে এই পরিকল্পনাগুলি বাস্তবায়িত করা হবে, সেটাই প্রশ্ন এখন ৷

নিউ দিল্লি, 1 মে : দেখো রে নয়ন মেলে, জগতের বাহার ৷ মনে পড়ছে সকালে সূর্যের আলো ফোটার সঙ্গে সঙ্গে গুপীর গান ৷ যাঁর গলার সুরে, আর বাঘার ঢোলে সম্মোহিত হওয়ার বর দিয়েছিলেন স্বয়ং ভূতের রাজা ৷ গল্পটা লিখেছিলেন উপেন্দ্রকিশোর রায়চৌধুরী ৷ আর ভূতের রাজার আশীর্বাদে গুপীর গলায় গান শুনিয়েছিলেন উত্তরসূরি ফেলুদা, প্রফেসর শঙ্কুর স্রষ্টা সত্যজিৎ রায় ৷

হ্যাঁ, নয়ন মেলে দেখতে শিখিয়েছিলেন যিনি জগৎটাকে, বৈপ্লবিক পরিবর্তন এনেছিলেন বাংলা তথা ভারতীয় চলচ্চিত্র জগতে, এমনকি আন্তর্জাতিক চলচ্চিত্র নির্মাণের ক্ষেত্রেও ৷ সেই চলচ্চিত্র জাদুকর, লেখকের জন্মশতবার্ষিকী পালন শুরু হচ্ছে এ বছর ৷ 1921-র 2 মে জন্মগ্রহণ করেন চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ ৷

এই জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে কেন্দ্রীয় সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রক এক বছর ব্যাপী উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে ৷ তথ্য ও সম্প্রচার মন্ত্রকের অধীনে ডিরেক্টরেট অফ ফিল্ম ফেস্টিভ্যালস, ফিল্মস ডিভিশন, এনএফডিসি, এনএফএআই আর সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট (এসআরএফটিআই), কলকাতা একযোগে নানা রকমের অনুষ্ঠানের পরিকল্পনা করছে ৷ সঙ্গে থাকবে বিদেশমন্ত্রক ৷ যদিও ভারতের করোনা পরিস্থিতির জন্য এই উদযাপন কখনো ডিজিটালে, আবার কখনো স্বাভাবিক অনুষ্ঠানের মতো হতে পারে ৷

আরও পড়ুন: ঋষির প্রথম মৃত্যুবার্ষিকীতে পুজো নীতুর, পাশে রণবীর-আলিয়া

উদযাপনের পরিচালনায় আইবি মন্ত্রকের চেয়ারম্যানের নেতৃত্বে একটি কমিটি তৈরি হয়েছে, যেখানে থাকবেন সত্যজিতের সিনেমাগুলির অন্যতম অভিনেতা ধৃতিমান চট্টোপাধ্যায়, বিদেশমন্ত্রকের বেশ কিছু আধিকারিকও ৷ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, 2021-এ কিংবদন্তি চলচ্চিত্রকারের নামাঙ্কিত "সত্যজিৎ রায় লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড ফর এক্সিলেন্স ইন সিনেমা" পুরস্কার প্রদান শুরু হবে এ বছর থেকে ৷ 10 লক্ষ টাকা অর্থমূল্য-সহ, একটি সার্টিফিকেট, শাল, রুপোর তৈরি ময়ূরের মেডেল দেওয়া হবে পুরস্কারস্বরূপ ৷

জন্মশতবার্ষিকী উদযাপন পরিকল্পনা-

ভারতে, এমনকি দেশের বাইরেও সত্যজিৎ রায় ফিল্ম ফেস্টিভ্যালের আয়োজন করা হবে ৷ দেখানো হবে পরিচালকের নির্মিত সিনেমা আর তথ্যচিত্রের, পাশাপাশি থাকবে তাঁকে কেন্দ্র করে তৈরি তথ্যচিত্রও ৷ 74তম কান চলচ্চিত্র উৎসবে তাঁর সিনেমাগুলি প্রদর্শিত হবে ৷

আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল, 2021 বা আইএফএফআই-তে বিশেষ রেট্রোস্পেকটিভের বন্দোবস্ত করা হবে ৷ মুম্বইয়ের ন্যাশনাল মিউজিয়াম অফ ইন্ডিয়ান সিনেমাতে সত্যজিৎ রায়ের জন্য একটি আলাদা বিভাগই চালু হবে ৷ তাঁর সিনেমা, ইন্টারভিউ সমেত তাঁকে ঘিরে নির্মিত বহু তথ্য সম্বলিত এই মিউজিয়াম বছরভর ঘুরে বেড়াবে দেশের বিভিন্ন মিউজিয়ামে ৷

ন্যাশনাল ফিল্ম আর্কাইভস অফ ইন্ডিয়া (এনএফএআই) তাঁর সব সিনেমা ও অন্যান্য তথ্যসামগ্রীগুলি সংরক্ষণ করা, ডিজিটাইজেশন করার পদক্ষেপ শুরু করবে ৷ সত্যজিত রায়ের সিনেমাগুলির অন্যতম বিশেষত্ব তাঁর সিনেমাগুলির পোস্টার ৷ শুধুমাত্র সেই পোস্টারগুলি নিয়ে একটি ভার্চুয়াল একজিবিশন হবে ৷

এই চলচ্চিত্রকারের পাঁচটি সিনেমা প্রদর্শিত হবে এনএফডিসি-র নিজস্ব ওটিটি প্ল্যাটফর্ম সিনেমাজ অফ ইন্ডিয়া-তে ৷

এসআরএফটিআই, কলকাতা তাদের ক্যাম্পাসে সত্যজিৎ রায়ের একটি মূর্তি উন্মোচন করবে, শুরু হবে কেবলমাত্র তাঁকে নিয়েই একটি কোর্স ৷ চলচ্চিত্র স্কুলগুলির মধ্যে আন্তঃকলেজ প্রতিযোগিতা হবে সত্যজিৎ রায়ের সিনেমার থিম বিষয়ে ৷

দেশের বর্তমান ভয়াবহ করোনা পরিস্থিতিতেও ঠিক কী ভাবে এই পরিকল্পনাগুলি বাস্তবায়িত করা হবে, সেটাই প্রশ্ন এখন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.