বেঙ্গালুরু, 20 জুলাই: বেঙ্গালুরুতে ধৃত সন্দেহভাজন জঙ্গিদের মধ্যে একজনেক থেকে বৃহস্পতিবার চারটি হ্যান্ড গ্রেনেড উদ্ধার করল সেন্ট্রাল ক্রাইম ব্রাঞ্চ । সিসিবি আধিকারিকরা জানিয়েছেন যে, হ্যান্ড গ্রেনেডগুলি কোডিগেহাল্লিতে জায়েদ তাবারেজের বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে । সরকারি সূত্রে জানা গিয়েছে, জায়েদ এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির মাধ্যমে জুনায়েদের কাছ থেকে গ্রেনেড-সহ একটি পার্সেল পেয়েছিল । জুনায়েদ বর্তমানে পলাতক এবং বিদেশে রয়েছে বলে জানিয়েছেন আধিকারিকরা ।
বৃহস্পতিবার সিসিবির যুগ্ম পুলিশ কমিশনার শরণাপ্পা জানিয়েছেন যে, বেঙ্গালুরুর কোডিগেহাল্লিতে জায়েদের বাড়ি থেকে চারটি তাজা গ্রেনেড বাজেয়াপ্ত করা হয়েছে । তিনি আরও বলেন, বিস্ফোরণের পরিকল্পনার অভিযোগে সিসিবি পুলিশ সুহেল, জায়েদ, মুদাসির, ফয়জার ও উমরকে গ্রেফতার করেছে এবং তাদের কাছ থেকে সাতটি দেশি পিস্তল, 42টি গুলি, চারটি ওয়াকি-টকি, দুটি ড্রেগার ও 12টি মোবাইল বাজেয়াপ্ত করা হয়েছে ।
আধিকারিকরা জানিয়েছেন, পলাতক অভিযুক্ত জুনায়েদ খানের নির্দেশে পাঁচ ধৃত বোমা বিস্ফোরণের পরিকল্পনা করেছিল । বিদেশে থাকা জুনায়েদ অজ্ঞাতপরিচয় ব্যক্তির মাধ্যমে জায়েদের কাছে চারটি গ্রেনেড পাঠায় । জুনায়েদ জায়েদকে পার্সেলটি সুরক্ষিত রাখতেও বলেছিল ।
শরণাপ্পা জানিয়েছেন যে, জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে যে, পার্সেলে কী ছিল জায়েদ ঠিক তা জানত না এবং সে শুধু এটা জানত যে পার্সেলে বিস্ফোরণ ঘটাতে সক্ষম কিছু একটা সরঞ্জাম রয়েছে ৷ তাঁর কথায়, গ্রেফতার করা পাঁচজনকে সাত দিনের জন্য পুলিশ হেফাজতে রাখা হয়েছে এবং জিজ্ঞাসাবাদ করা হচ্ছে । বিভিন্ন দিক থেকে তদন্ত করে দেখা হচ্ছে ৷
আরও পড়ুন: বেঙ্গালুরুতে বিস্ফোরণের ছক ! গ্রেফতার পাঁচ সন্দেহভাজন জঙ্গি
সিসিবি যুগ্ম কমিশনার আরও বলেন, "ধৃত সন্দেহভাজনদের বক্তব্যও রেকর্ড করা হচ্ছে । বাজেয়াপ্ত করা 12টি মোবাইল থেকে তথ্য উদ্ধারের জন্য ফরেনসিক পরীক্ষাগারে পাঠানো হয়েছে । নাজির, যিনি মামলার মূল এবং বেঙ্গালুরুর ধারাবাহিক বিস্ফোরণের অভিযুক্ত, তাকে বডি ওয়ারেন্টে হেফাজতে নেওয়া হবে ৷''