ETV Bharat / bharat

CBSE 10th Result 2022: দ্বাদশের পর একই দিনে দশমের ফল প্রকাশ, ছাত্রদের ছাপিয়ে গেল ছাত্রীরা

দ্বাদশ শ্রেণির পর একই দিনে দশম শ্রেণির বোর্ড পরীক্ষার ফলও প্রকাশ করল সিবিএসই কর্তৃপক্ষ (CBSE 10th Result 2022) ৷ সামগ্রিকভাবে পাশের হার 94.40 শতাংশ ৷ ছাত্রদের তুলনায় ছাত্রীদের পাশের হার 1.41 শতাংশ বেশি ৷

CBSE declared 10th Board Exam Result 2022
CBSE 10th Result 2022: দ্বাদশের পর একই দিনে দশমের ফল প্রকাশ, ছাত্রদের ছাপিয়ে গেল ছাত্রীরা
author img

By

Published : Jul 22, 2022, 3:37 PM IST

Updated : Jul 22, 2022, 4:02 PM IST

নয়াদিল্লি, 22 জুলাই: শুক্রবার দশম শ্রেণির বোর্ড পরীক্ষার ফলাফল প্রকাশ করল সিবিএসই (Central Board of Secondary Education) কর্তৃপক্ষ ৷ তথ্য বলছে, এবার 94.40 শতাংশ পরীক্ষার্থীই তাদের জীবনের প্রথম বোর্ড পরীক্ষায় সফল হয়েছে (CBSE 10th Result 2022) ৷ সাফল্যের নিরিখে ছাত্রদের ছাপিয়ে গিয়েছে ছাত্রীরা ৷ ছাত্রদের তুলনায় তাদের পাশের হার 1.41 শতাংশ বেশি ৷

প্রসঙ্গত, এদিন একইসঙ্গে দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষার ফলাফলও প্রকাশ করে সিবিএসই (CBSE) ৷ উল্লেখ্য, এই প্রথম একই দিনে দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফল প্রকাশ করল তারা ৷ বোর্ডের তরফে এক আধিকারিক বলেন, "আনুষ্ঠানিকভাবে দশম শ্রেণির পরীক্ষার ফল আমরা প্রকাশ করে দিয়েছি ৷"

আরও পড়ুন: CBSE 12th Results 2022: সিবিএসই দ্বাদশে পাশের হার 92.71%, 500/500 পেয়ে প্রথম তানিয়া

তথ্য বলছে, এবারের পরীক্ষায় ছাত্রীদের পাশের হার 95.21 শতাংশ এবং ছাত্রদের পাশের হার 93.80 শতাংশ ৷ রূপান্তরকামী পরীক্ষাদের পাশের হার 90 শতাংশ ৷

  • Congratulations to our successful students and rank-holders of CBSE examination! Kudos to the guardians, teachers, schools. Those who have fared below expectations must resolve to fight better in future.

    — Mamata Banerjee (@MamataOfficial) July 22, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এবারের পরীক্ষায় সফল ছাত্রছাত্রীদের অভিনন্দন জানিয়েছেন বিশিষ্টরা ৷ সেই তালিকায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ও (Mamata Banerjee) রয়েছেন ৷ এদিন একটি টুইটে তিনি লেখেন, "সিবিএসই পরীক্ষায় সফল পরীক্ষার্থী এবং স্থানাধিকারীদের অভিনন্দন ! অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা, স্কুল কর্তৃপক্ষকে কুর্নিশ ৷ যাদের ফল আশানুরূপ হয়নি, তারাও আগামিদিনে আরও ভালো লড়াই করবে ৷"

  • Some students may not be happy with their results but they must know that one exam will never define who they are. I am certain they will find more success in the times to come. Also sharing this year's PPC where we discussed aspects relating to exams. https://t.co/lKYdXhnHTF

    — Narendra Modi (@narendramodi) July 22, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

অন্যদিকে, এদিন সকালে সিবিএসই-র দ্বাদশের ফল প্রকাশের পরই সফল পরীক্ষার্থীদের অভিনন্দন জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ৷ পরে আরও একটি টুইটে সমস্ত পড়ুয়ার মনোবল বাড়ানোর চেষ্টা করেন তিনি ৷ বিশেষ করে পরীক্ষায় যাদের ফল খুব একটা ভালো হয়নি, তাদের বার্তা দেন মোদি ৷ তিনি লেখেন, "কিছু পড়ুয়া হয়তো তাদের প্রাপ্ত নম্বরে খুশি নয় ৷ কিন্তু, তাদের বুঝতে হবে, পরীক্ষার ফল কেমন হল, একমাত্র সেটাই তাদের চরিত্রের মাপকাঠি নয় ৷ আমার বিশ্বাস, আগামিদিনে জীবনে তারা অবশ্যই সফল হবে ৷" এই টুইট বার্তার সঙ্গে মোদি তাঁর এবারের 'পরীক্ষা পে চর্চা'র ভিডিয়োটিও জুড়ে দেন ৷

নয়াদিল্লি, 22 জুলাই: শুক্রবার দশম শ্রেণির বোর্ড পরীক্ষার ফলাফল প্রকাশ করল সিবিএসই (Central Board of Secondary Education) কর্তৃপক্ষ ৷ তথ্য বলছে, এবার 94.40 শতাংশ পরীক্ষার্থীই তাদের জীবনের প্রথম বোর্ড পরীক্ষায় সফল হয়েছে (CBSE 10th Result 2022) ৷ সাফল্যের নিরিখে ছাত্রদের ছাপিয়ে গিয়েছে ছাত্রীরা ৷ ছাত্রদের তুলনায় তাদের পাশের হার 1.41 শতাংশ বেশি ৷

প্রসঙ্গত, এদিন একইসঙ্গে দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষার ফলাফলও প্রকাশ করে সিবিএসই (CBSE) ৷ উল্লেখ্য, এই প্রথম একই দিনে দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফল প্রকাশ করল তারা ৷ বোর্ডের তরফে এক আধিকারিক বলেন, "আনুষ্ঠানিকভাবে দশম শ্রেণির পরীক্ষার ফল আমরা প্রকাশ করে দিয়েছি ৷"

আরও পড়ুন: CBSE 12th Results 2022: সিবিএসই দ্বাদশে পাশের হার 92.71%, 500/500 পেয়ে প্রথম তানিয়া

তথ্য বলছে, এবারের পরীক্ষায় ছাত্রীদের পাশের হার 95.21 শতাংশ এবং ছাত্রদের পাশের হার 93.80 শতাংশ ৷ রূপান্তরকামী পরীক্ষাদের পাশের হার 90 শতাংশ ৷

  • Congratulations to our successful students and rank-holders of CBSE examination! Kudos to the guardians, teachers, schools. Those who have fared below expectations must resolve to fight better in future.

    — Mamata Banerjee (@MamataOfficial) July 22, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এবারের পরীক্ষায় সফল ছাত্রছাত্রীদের অভিনন্দন জানিয়েছেন বিশিষ্টরা ৷ সেই তালিকায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ও (Mamata Banerjee) রয়েছেন ৷ এদিন একটি টুইটে তিনি লেখেন, "সিবিএসই পরীক্ষায় সফল পরীক্ষার্থী এবং স্থানাধিকারীদের অভিনন্দন ! অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা, স্কুল কর্তৃপক্ষকে কুর্নিশ ৷ যাদের ফল আশানুরূপ হয়নি, তারাও আগামিদিনে আরও ভালো লড়াই করবে ৷"

  • Some students may not be happy with their results but they must know that one exam will never define who they are. I am certain they will find more success in the times to come. Also sharing this year's PPC where we discussed aspects relating to exams. https://t.co/lKYdXhnHTF

    — Narendra Modi (@narendramodi) July 22, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

অন্যদিকে, এদিন সকালে সিবিএসই-র দ্বাদশের ফল প্রকাশের পরই সফল পরীক্ষার্থীদের অভিনন্দন জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ৷ পরে আরও একটি টুইটে সমস্ত পড়ুয়ার মনোবল বাড়ানোর চেষ্টা করেন তিনি ৷ বিশেষ করে পরীক্ষায় যাদের ফল খুব একটা ভালো হয়নি, তাদের বার্তা দেন মোদি ৷ তিনি লেখেন, "কিছু পড়ুয়া হয়তো তাদের প্রাপ্ত নম্বরে খুশি নয় ৷ কিন্তু, তাদের বুঝতে হবে, পরীক্ষার ফল কেমন হল, একমাত্র সেটাই তাদের চরিত্রের মাপকাঠি নয় ৷ আমার বিশ্বাস, আগামিদিনে জীবনে তারা অবশ্যই সফল হবে ৷" এই টুইট বার্তার সঙ্গে মোদি তাঁর এবারের 'পরীক্ষা পে চর্চা'র ভিডিয়োটিও জুড়ে দেন ৷

Last Updated : Jul 22, 2022, 4:02 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.