ETV Bharat / bharat

CBSE Class 12 Results: সিবিএসই-র দ্বাদশের ফল প্রকাশ, কীভাবে জানবেন জেনে নিন...

author img

By

Published : May 12, 2023, 12:55 PM IST

শুক্রবার প্রকাশিত হল সিবিএসই-র দ্বাদশ শ্রেণির ফলাফল ৷ পাসের হার 87.33 শতাংশ ৷ গতবারের তুলনায় পাসের হার 5.38 শতাংশ কম ৷

CBSE Class 12 Results
CBSE Class 12 Results

নয়াদিল্লি, 12 মে: সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন বা সিবিএসই-র দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফলাফল ঘোষণা হল শুক্রবার ৷ এবার সিবিএসই-র দ্বাদশ শ্রেণির পরীক্ষায় 87.33 শতাংশ ছাত্র পাস করেছে । গত বছরের তুলনায় পাসের হার 5.38 শতাংশ কমেছে । গত বছর পাসের হার ছিল 92.71 শতাংশ ।

99.91 শতাংশ পাসের হার নিয়ে শীর্ষে রয়েছে ত্রিবান্দ্রম অঞ্চল । মেয়েদের পাসের হার এই বছর 90.68 শতাংশ ৷ ছেলেদের চেয়ে 6.01 শতাংশ বেশি পড়ুয়া পাস করেছে । এবার সিবিএসই-র দ্বাদশ শ্রেণির পরীক্ষা ফেব্রুয়ারি, মার্চ ও এপ্রিলে অনুষ্ঠিত হয় । 16 লক্ষ 96 হাজার 770 জন শিক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য ছিল ।

অস্বাস্থ্যকর প্রতিযোগিতা এড়াতে সিবিএসই এবার শিক্ষার্থীদের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় বিভাগে ভাগ না করার সিদ্ধান্ত নিয়েছে । একই কারণে কোনও মেধা তালিকাও থাকবে না বলে ঘোষণা করেছে বোর্ড । বোর্ড 0.1 শতাংশ শিক্ষার্থীকে মেধা শংসাপত্র প্রদান করবে, যারা বিভিন্ন বিষয়ে সর্বোচ্চ নম্বর পেয়েছে ।

সিবিএসই-র দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা তাদের পরীক্ষার ফল সিবিএসই-র অফিসিয়াল ওয়েবসাইটে দেখতে পারবে ৷ এর জন্য দু’টি ওয়েবসাইট দেওয়া হয়েছে বোর্ডের তরফে ৷ সেখানে গিয়ে পড়ুয়ারা রোল নম্বর, স্কুল নম্বর, অ্যাডমিট কার্ড ও জন্ম তারিখ ব্যবহার করে লগ ইন করতে হবে রেজাল্ট জানতে । যে ওয়েবসাইটগুলিতে রেজাল্ট দেখা যাবে, সেগুলি হবে - results.cbse.nic.in বা cbseresults.nic.in ৷

এছাড়া পড়ুয়ারা ডিজিলকার ও উমং অ্যাপে তাদের রেজাল্ট দেখতে পারবে । সিবিএসই শিক্ষার্থীদের ডিজিলকার অ্যাকাউন্ট সক্রিয় করার জন্য ছয় সংখ্যার সিকিউরিটি পিন তৈরি করেছে । স্কুলগুলি অনলাইন পোর্টাল থেকে তাদের এলওসি শংসাপত্রগুলি ব্যবহার করে এই সুরক্ষা পিনগুলি ডাউনলোড করতে পারবে । শিক্ষার্থীদের তাদের অ্যাকাউন্ট সক্রিয় করতে ওই সিকিউরিটি পিন ব্যবহার করতে হবে । পড়ুয়াা তাদের ডিজিলকার অ্যাকাউন্ট থেকে তাদের মার্কশিট ও সার্টিফিকেটের ডিজিটাল কপি ডাউনলোড করতে পারবে ।

আরও পড়ুন: পরীক্ষায় 500 এর মধ্যে 496, শিক্ষার আলোয় দৃষ্টির অন্ধকারকে হারিয়ে সেরা কেরলের হানাহ

নয়াদিল্লি, 12 মে: সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন বা সিবিএসই-র দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফলাফল ঘোষণা হল শুক্রবার ৷ এবার সিবিএসই-র দ্বাদশ শ্রেণির পরীক্ষায় 87.33 শতাংশ ছাত্র পাস করেছে । গত বছরের তুলনায় পাসের হার 5.38 শতাংশ কমেছে । গত বছর পাসের হার ছিল 92.71 শতাংশ ।

99.91 শতাংশ পাসের হার নিয়ে শীর্ষে রয়েছে ত্রিবান্দ্রম অঞ্চল । মেয়েদের পাসের হার এই বছর 90.68 শতাংশ ৷ ছেলেদের চেয়ে 6.01 শতাংশ বেশি পড়ুয়া পাস করেছে । এবার সিবিএসই-র দ্বাদশ শ্রেণির পরীক্ষা ফেব্রুয়ারি, মার্চ ও এপ্রিলে অনুষ্ঠিত হয় । 16 লক্ষ 96 হাজার 770 জন শিক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য ছিল ।

অস্বাস্থ্যকর প্রতিযোগিতা এড়াতে সিবিএসই এবার শিক্ষার্থীদের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় বিভাগে ভাগ না করার সিদ্ধান্ত নিয়েছে । একই কারণে কোনও মেধা তালিকাও থাকবে না বলে ঘোষণা করেছে বোর্ড । বোর্ড 0.1 শতাংশ শিক্ষার্থীকে মেধা শংসাপত্র প্রদান করবে, যারা বিভিন্ন বিষয়ে সর্বোচ্চ নম্বর পেয়েছে ।

সিবিএসই-র দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা তাদের পরীক্ষার ফল সিবিএসই-র অফিসিয়াল ওয়েবসাইটে দেখতে পারবে ৷ এর জন্য দু’টি ওয়েবসাইট দেওয়া হয়েছে বোর্ডের তরফে ৷ সেখানে গিয়ে পড়ুয়ারা রোল নম্বর, স্কুল নম্বর, অ্যাডমিট কার্ড ও জন্ম তারিখ ব্যবহার করে লগ ইন করতে হবে রেজাল্ট জানতে । যে ওয়েবসাইটগুলিতে রেজাল্ট দেখা যাবে, সেগুলি হবে - results.cbse.nic.in বা cbseresults.nic.in ৷

এছাড়া পড়ুয়ারা ডিজিলকার ও উমং অ্যাপে তাদের রেজাল্ট দেখতে পারবে । সিবিএসই শিক্ষার্থীদের ডিজিলকার অ্যাকাউন্ট সক্রিয় করার জন্য ছয় সংখ্যার সিকিউরিটি পিন তৈরি করেছে । স্কুলগুলি অনলাইন পোর্টাল থেকে তাদের এলওসি শংসাপত্রগুলি ব্যবহার করে এই সুরক্ষা পিনগুলি ডাউনলোড করতে পারবে । শিক্ষার্থীদের তাদের অ্যাকাউন্ট সক্রিয় করতে ওই সিকিউরিটি পিন ব্যবহার করতে হবে । পড়ুয়াা তাদের ডিজিলকার অ্যাকাউন্ট থেকে তাদের মার্কশিট ও সার্টিফিকেটের ডিজিটাল কপি ডাউনলোড করতে পারবে ।

আরও পড়ুন: পরীক্ষায় 500 এর মধ্যে 496, শিক্ষার আলোয় দৃষ্টির অন্ধকারকে হারিয়ে সেরা কেরলের হানাহ

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.