নয়াদিল্লি, 12 ডিসেম্বর: দশম ও দ্বাদশ শ্রেণির বোর্ডের পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করল সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন ৷ দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা শুরু হবে একসঙ্গেই ৷ আগামী 15 ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে দুই শ্রেণির পরীক্ষাই ৷ তবে দশম শ্রেণির পরীক্ষা শেষ হবে 13 মার্চ ৷ আর দ্বাদশ শ্রেণির বোর্ডের পরীক্ষা শেষ হবে আগামী 2 এপ্রিল ৷
এক্সামিনেশন কন্ট্রোলার সান্যম ভরদ্বাজ বলেন, "পরীক্ষার সময়সূচি তৈরি করার সময় দু'টো বিষয়ের পরীক্ষার মধ্যে যাতে যথেষ্ট বিরতি থাকে তা মাথায় রেখেছে বোর্ড ৷ দ্বাদশ শ্রেণির পরীক্ষার সময়সূচি তৈরি করার সময় জেইই-র মতো পরীক্ষাগুলির কথাও মাথায় রাখা হয়েছে ৷" যাতে ছাত্রছাত্রীর প্রস্তুতির জন্য যথেষ্ট সুযোগ পায়, তা চিন্তা করেই এই সূচি তৈরি করেছে কর্তৃপক্ষ ৷
দশম ও দ্বাদশ শ্রেণির বোর্ডের পরীক্ষার দিনক্ষণ কোথায় দেখতে পাওয়া যাবে:
এর জন্য আপনাকে সিবিএসই'র অফিসিয়াল ওয়েবসাইট cbse.gov.in-এ যেতে হবে ৷ সেখানেই রয়েছে পরীক্ষার দিনক্ষণ ৷ চাইলে আপনি সময়সূচি ডাউনলোডও করতে পারেন ৷
- এই লিঙ্ক থেকে হোম পেজে গিয়ে 'এক্সামিনেশন'-এ ক্লিক করুন ৷
- সেখানেই পিডিএফ ফরম্যাটে সময়সূচি দেখতে পাবেন আপনি ৷ এরপর আপনি এটি অনলাইনেও দেখতে পারেন অথবা ডাউনলোড বাটনে ক্লিক করে সময়সূচিটি ডাউনলোডও করে নিতে পারেন ৷
সিবিএসই বোর্ডের পরীক্ষার পাস মার্কস:
বোর্ডের পরীক্ষা পাশ করতে গেলে ছাত্র-ছাত্রীদের অন্তত 33% নম্বর তুলতেই হবে ৷ প্রত্যেক বিষয়ে 33% নম্বর না-পেলে পরীক্ষায় উত্তীর্ণ হওয়া যাবে না ৷ যদি কোনও বিষয়ের প্র্যাকটিক্যাল পরীক্ষা দিতে হয় তাহলে থিয়োরি এবং প্র্যাকটিক্যাল মিলিয়ে 33% নম্বর না-পেলে পরীক্ষায় পাস করা যাবে না ৷ গত বছর 38 লক্ষ 64 হাজার 373 জন ছাত্রছাত্রী বোর্ডের পরীক্ষায় বসেছিলেন ৷
আরও পড়ুন: