ETV Bharat / bharat

দশম ও দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষার দিনঘোষণা সিবিএসই'র

author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 12, 2023, 10:04 PM IST

CBSE Announces Date Sheet: দশম ও দ্বাদশ শ্রেণির বোর্ডের পরীক্ষার দিনক্ষণ ঘোষণা সিবিএসই-র ৷ আগামী বছরের 15 ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে দুই বোর্ডের পরীক্ষা ৷ দশম শ্রেণির পরীক্ষা শেষ হবে 13 মার্চ আর দ্বাদশ শ্রেণির পরীক্ষা শেষ হবে 2 এপ্রিল ৷

CBSE announces date sheet for class 10, 12 Board exams
দশম ও দ্বাদশ শ্রেণির বোর্ডের পরীক্ষার দিনঘোষণা সিবিএসইর

নয়াদিল্লি, 12 ডিসেম্বর: দশম ও দ্বাদশ শ্রেণির বোর্ডের পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করল সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন ৷ দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা শুরু হবে একসঙ্গেই ৷ আগামী 15 ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে দুই শ্রেণির পরীক্ষাই ৷ তবে দশম শ্রেণির পরীক্ষা শেষ হবে 13 মার্চ ৷ আর দ্বাদশ শ্রেণির বোর্ডের পরীক্ষা শেষ হবে আগামী 2 এপ্রিল ৷

এক্সামিনেশন কন্ট্রোলার সান্যম ভরদ্বাজ বলেন, "পরীক্ষার সময়সূচি তৈরি করার সময় দু'টো বিষয়ের পরীক্ষার মধ্যে যাতে যথেষ্ট বিরতি থাকে তা মাথায় রেখেছে বোর্ড ৷ দ্বাদশ শ্রেণির পরীক্ষার সময়সূচি তৈরি করার সময় জেইই-র মতো পরীক্ষাগুলির কথাও মাথায় রাখা হয়েছে ৷" যাতে ছাত্রছাত্রীর প্রস্তুতির জন্য যথেষ্ট সুযোগ পায়, তা চিন্তা করেই এই সূচি তৈরি করেছে কর্তৃপক্ষ ৷

দশম ও দ্বাদশ শ্রেণির বোর্ডের পরীক্ষার দিনক্ষণ কোথায় দেখতে পাওয়া যাবে:

এর জন্য আপনাকে সিবিএসই'র অফিসিয়াল ওয়েবসাইট cbse.gov.in-এ যেতে হবে ৷ সেখানেই রয়েছে পরীক্ষার দিনক্ষণ ৷ চাইলে আপনি সময়সূচি ডাউনলোডও করতে পারেন ৷

  • এই লিঙ্ক থেকে হোম পেজে গিয়ে 'এক্সামিনেশন'-এ ক্লিক করুন ৷
  • সেখানেই পিডিএফ ফরম্যাটে সময়সূচি দেখতে পাবেন আপনি ৷ এরপর আপনি এটি অনলাইনেও দেখতে পারেন অথবা ডাউনলোড বাটনে ক্লিক করে সময়সূচিটি ডাউনলোডও করে নিতে পারেন ৷

সিবিএসই বোর্ডের পরীক্ষার পাস মার্কস:

বোর্ডের পরীক্ষা পাশ করতে গেলে ছাত্র-ছাত্রীদের অন্তত 33% নম্বর তুলতেই হবে ৷ প্রত্যেক বিষয়ে 33% নম্বর না-পেলে পরীক্ষায় উত্তীর্ণ হওয়া যাবে না ৷ যদি কোনও বিষয়ের প্র্যাকটিক্যাল পরীক্ষা দিতে হয় তাহলে থিয়োরি এবং প্র্যাকটিক্যাল মিলিয়ে 33% নম্বর না-পেলে পরীক্ষায় পাস করা যাবে না ৷ গত বছর 38 লক্ষ 64 হাজার 373 জন ছাত্রছাত্রী বোর্ডের পরীক্ষায় বসেছিলেন ৷

আরও পড়ুন:

  1. মাধ্যমিক পরীক্ষার্থীদের মাথাপিছু দশ টাকা দেওয়ার ঘোষণা পর্ষদের, নয়া সিদ্ধান্ত ঘিরে বিতর্ক
  2. সামনের বছর এগিয়ে আসছে মাধ্যমিক, দেখে নিন রুটিন
  3. মার্কশিটে স্বচ্ছতা বজায় রাখতে নয়া ব্যবস্থা মধ্যশিক্ষা পর্ষদের

নয়াদিল্লি, 12 ডিসেম্বর: দশম ও দ্বাদশ শ্রেণির বোর্ডের পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করল সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন ৷ দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা শুরু হবে একসঙ্গেই ৷ আগামী 15 ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে দুই শ্রেণির পরীক্ষাই ৷ তবে দশম শ্রেণির পরীক্ষা শেষ হবে 13 মার্চ ৷ আর দ্বাদশ শ্রেণির বোর্ডের পরীক্ষা শেষ হবে আগামী 2 এপ্রিল ৷

এক্সামিনেশন কন্ট্রোলার সান্যম ভরদ্বাজ বলেন, "পরীক্ষার সময়সূচি তৈরি করার সময় দু'টো বিষয়ের পরীক্ষার মধ্যে যাতে যথেষ্ট বিরতি থাকে তা মাথায় রেখেছে বোর্ড ৷ দ্বাদশ শ্রেণির পরীক্ষার সময়সূচি তৈরি করার সময় জেইই-র মতো পরীক্ষাগুলির কথাও মাথায় রাখা হয়েছে ৷" যাতে ছাত্রছাত্রীর প্রস্তুতির জন্য যথেষ্ট সুযোগ পায়, তা চিন্তা করেই এই সূচি তৈরি করেছে কর্তৃপক্ষ ৷

দশম ও দ্বাদশ শ্রেণির বোর্ডের পরীক্ষার দিনক্ষণ কোথায় দেখতে পাওয়া যাবে:

এর জন্য আপনাকে সিবিএসই'র অফিসিয়াল ওয়েবসাইট cbse.gov.in-এ যেতে হবে ৷ সেখানেই রয়েছে পরীক্ষার দিনক্ষণ ৷ চাইলে আপনি সময়সূচি ডাউনলোডও করতে পারেন ৷

  • এই লিঙ্ক থেকে হোম পেজে গিয়ে 'এক্সামিনেশন'-এ ক্লিক করুন ৷
  • সেখানেই পিডিএফ ফরম্যাটে সময়সূচি দেখতে পাবেন আপনি ৷ এরপর আপনি এটি অনলাইনেও দেখতে পারেন অথবা ডাউনলোড বাটনে ক্লিক করে সময়সূচিটি ডাউনলোডও করে নিতে পারেন ৷

সিবিএসই বোর্ডের পরীক্ষার পাস মার্কস:

বোর্ডের পরীক্ষা পাশ করতে গেলে ছাত্র-ছাত্রীদের অন্তত 33% নম্বর তুলতেই হবে ৷ প্রত্যেক বিষয়ে 33% নম্বর না-পেলে পরীক্ষায় উত্তীর্ণ হওয়া যাবে না ৷ যদি কোনও বিষয়ের প্র্যাকটিক্যাল পরীক্ষা দিতে হয় তাহলে থিয়োরি এবং প্র্যাকটিক্যাল মিলিয়ে 33% নম্বর না-পেলে পরীক্ষায় পাস করা যাবে না ৷ গত বছর 38 লক্ষ 64 হাজার 373 জন ছাত্রছাত্রী বোর্ডের পরীক্ষায় বসেছিলেন ৷

আরও পড়ুন:

  1. মাধ্যমিক পরীক্ষার্থীদের মাথাপিছু দশ টাকা দেওয়ার ঘোষণা পর্ষদের, নয়া সিদ্ধান্ত ঘিরে বিতর্ক
  2. সামনের বছর এগিয়ে আসছে মাধ্যমিক, দেখে নিন রুটিন
  3. মার্কশিটে স্বচ্ছতা বজায় রাখতে নয়া ব্যবস্থা মধ্যশিক্ষা পর্ষদের
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.