ETV Bharat / bharat

CBI Summons Manish: বাড়িতে তল্লাশি অভিযান ! মণীশ সিসোদিয়াকে তলব সিবিআইয়ের - মণীশ সিসোদিয়া

দিল্লির উপমুখ্যমন্ত্রীকে সদর দফতরে হাজিরা দেওয়ার কথা জানাল সিবিআই ৷ সোমবার সকাল 11টায় মণীশ সিসোদিয়া সেখানে পৌঁছবেন বলে জানিয়েছেন (Manish Sisodia to cooperate with CBI) ৷

Manish Sisodia CBI News
ETV Bharat
author img

By

Published : Oct 16, 2022, 12:44 PM IST

Updated : Oct 16, 2022, 1:42 PM IST

নয়াদিল্লি, 16 অক্টোবর: রাজনাধীতে আবগারি নীতি প্রয়োগ করা নিয়ে তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে ৷ এই বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়াকে সমন পাঠাল সিবিআই ৷ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি তাঁকে সোমবার, 17 অক্টোবর সকাল 11টায় দিল্লিতে সিবিআইয়ের সদর দফতরে হাজিরার নির্দেশ দিয়েছে ৷

আপ নেতা টুইট করে বিষয়টি জানিয়েছেন ৷ দিল্লির উপ মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া (CBI summons Manish Sisodia) লিখেছেন, "সিবিআই আমার বাড়িতে 14 ঘণ্টা ধরে তল্লাশি চালিয়েছে ৷ কিছুই পায়নি ৷ আমার ব্যাংক লকার দেখেছে, সেখান থেকেও কোনও কিছু বেরিয়ে আসেনি ৷ আমার গ্রামেও খুঁজে কিছু পায়নি ৷ এবার তারা আমায় আগামিকাল সকাল 11টায় সিবিআইয়ের সদর দফতরে ডেকে পাঠিয়েছে ৷ আমি যাব এবং তদন্তে পুরো সহযোগিতা করব ৷ সত্যমেব জয়তে ৷"

  • मेरे घर पर 14 घंटे CBI रेड कराई, कुछ नहीं निकला. मेरा बैंक लॉकर तलाशा, उसमें कुछ नहीं निकला. मेरे गाँव में इन्हें कुछ नहीं मिला.

    अब इन्होंने कल 11 बजे मुझे CBI मुख्यालय बुलाया है. मैं जाऊँगा और पूरा सहयोग करूँगा.

    सत्यमेव जयते.

    — Manish Sisodia (@msisodia) October 16, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: Kejriwal Praises Sisodia সিসোদিয়ার সততা দেশের সামনে প্রমাণিত, লকারে সিবিআই তল্লাশি নিয়ে তোপ কেজরির

আবগারী নীতি (Excise Policy) নিয়ে ইন্দো স্পিরিটস-এর কর্ণধার সমীর মহেন্দ্রু, গুরুগ্রামের বাডি রিটেল প্রাইভেট লিমিটেডের ডিরেক্টর অমিত অরোরা, ইন্ডিয়া এহেড নিউজ-এর ম্যানেজিং ডিরেক্টর মুথা গৌতম-সহ বহু লোককে জেরা করেছে সিবিআই ৷

আপ কর্মী বিজয় নায়ারকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ তিনি বিনোদন এবং ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি 'ওনলি মাচ লাউডার' সংস্থার প্রাক্তন সিইও ৷ এছাড়া হায়দরাবাদের ব্যবসায়ী অভিষেক বোয়েনপল্লীও গ্রেফতার হয়েছেন ৷ সিবিআই বিশেষ আদালতে আপ নেতা সিসোদিয়ার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা দায়ের করেছে ৷

দিল্লির লেফটেন্যান্ট গভর্নর বিনয় কুমার সাকসেনা দিল্লি আবগারী নীতির (Delhi Excise Policy) বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সিবিআই তদন্তে মত দিয়েছেন ৷ গত বছরের নভেম্বর থেকে এই তদন্ত চলছে ৷

নয়াদিল্লি, 16 অক্টোবর: রাজনাধীতে আবগারি নীতি প্রয়োগ করা নিয়ে তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে ৷ এই বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়াকে সমন পাঠাল সিবিআই ৷ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি তাঁকে সোমবার, 17 অক্টোবর সকাল 11টায় দিল্লিতে সিবিআইয়ের সদর দফতরে হাজিরার নির্দেশ দিয়েছে ৷

আপ নেতা টুইট করে বিষয়টি জানিয়েছেন ৷ দিল্লির উপ মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া (CBI summons Manish Sisodia) লিখেছেন, "সিবিআই আমার বাড়িতে 14 ঘণ্টা ধরে তল্লাশি চালিয়েছে ৷ কিছুই পায়নি ৷ আমার ব্যাংক লকার দেখেছে, সেখান থেকেও কোনও কিছু বেরিয়ে আসেনি ৷ আমার গ্রামেও খুঁজে কিছু পায়নি ৷ এবার তারা আমায় আগামিকাল সকাল 11টায় সিবিআইয়ের সদর দফতরে ডেকে পাঠিয়েছে ৷ আমি যাব এবং তদন্তে পুরো সহযোগিতা করব ৷ সত্যমেব জয়তে ৷"

  • मेरे घर पर 14 घंटे CBI रेड कराई, कुछ नहीं निकला. मेरा बैंक लॉकर तलाशा, उसमें कुछ नहीं निकला. मेरे गाँव में इन्हें कुछ नहीं मिला.

    अब इन्होंने कल 11 बजे मुझे CBI मुख्यालय बुलाया है. मैं जाऊँगा और पूरा सहयोग करूँगा.

    सत्यमेव जयते.

    — Manish Sisodia (@msisodia) October 16, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: Kejriwal Praises Sisodia সিসোদিয়ার সততা দেশের সামনে প্রমাণিত, লকারে সিবিআই তল্লাশি নিয়ে তোপ কেজরির

আবগারী নীতি (Excise Policy) নিয়ে ইন্দো স্পিরিটস-এর কর্ণধার সমীর মহেন্দ্রু, গুরুগ্রামের বাডি রিটেল প্রাইভেট লিমিটেডের ডিরেক্টর অমিত অরোরা, ইন্ডিয়া এহেড নিউজ-এর ম্যানেজিং ডিরেক্টর মুথা গৌতম-সহ বহু লোককে জেরা করেছে সিবিআই ৷

আপ কর্মী বিজয় নায়ারকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ তিনি বিনোদন এবং ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি 'ওনলি মাচ লাউডার' সংস্থার প্রাক্তন সিইও ৷ এছাড়া হায়দরাবাদের ব্যবসায়ী অভিষেক বোয়েনপল্লীও গ্রেফতার হয়েছেন ৷ সিবিআই বিশেষ আদালতে আপ নেতা সিসোদিয়ার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা দায়ের করেছে ৷

দিল্লির লেফটেন্যান্ট গভর্নর বিনয় কুমার সাকসেনা দিল্লি আবগারী নীতির (Delhi Excise Policy) বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সিবিআই তদন্তে মত দিয়েছেন ৷ গত বছরের নভেম্বর থেকে এই তদন্ত চলছে ৷

Last Updated : Oct 16, 2022, 1:42 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.