ETV Bharat / bharat

CBI Summons Kejriwal: আবগারি মামলায় এবার কেজরিকে তলব সিবিআইয়ের, রবিতে জিজ্ঞাসাবাদ - অরবিন্দ কেজরিওয়াল

দিল্লির আবগারি কেলেঙ্কারিতে জিজ্ঞাসাবাদের জন্য 16 এপ্রিল মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে ডেকে পাঠাল সিবিআই ৷ এর আগে দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়াকে এই মামলায় গ্রেফতার করা হয়েছে ।

Arvind Kejriwal ETV Bharat
অরবিন্দ কেজরিওয়াল
author img

By

Published : Apr 14, 2023, 6:16 PM IST

Updated : Apr 14, 2023, 6:53 PM IST

নয়াদিল্লি, 14 এপ্রিল: আবগারি কেলেঙ্কারিতে এ বার ডাক পড়ল দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের ৷ আগামী 16 এপ্রিল, রবিবার তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছে সিবিআই । শুক্রবার আধিকারিকদের সূত্রে এই খবর জানা গিয়েছে ৷ সিবিআই বেশ কয়েকটি প্রশ্নের একটি তালিকা তৈরি করেছে, যার ভিত্তিতে তারা জিজ্ঞাসাবাদ করবে কেজরিওয়ালকে । তদন্তকারী দলের প্রশ্নের উত্তর দিতে অরবিন্দ কেজরিওয়ালকে বেলা 11টায় সংস্থার সদর দফতরে উপস্থিত থাকতে বলা হয়েছে ৷

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইতিমধ্যেই এই মামলায় দিল্লির প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়াকে গ্রেফতার করেছে । অভিযোগ করা হয়েছে যে, মদ ব্যবসায়ীদের লাইসেন্স দিতে 2021-22-এর জন্য দিল্লি সরকারের আবগারি নীতি নির্দিষ্ট কিছু ডিলারের পক্ষে ছিল, যাঁরা এর জন্য ঘুষ দিয়েছেন বলে অভিযোগ উঠেছে ৷ যদিও এই অভিযোগ খারিজ করে দিয়েছে আম আদমি পার্টি ৷ পরে এই আবগারি নীতিটি বাতিল করা হয় ।

  • अरविंद केजरीवाल को CBI ने पूछताछ के लिए बुलाया

    शराब घोटाले में अरविंद केजरीवाल से पूछताछ होगी

    16 अप्रैल को अरविंद केजरीवाल को CBI ने बुलाया

    शराब घोटालें के आरोपियों ने क़बूल किया कि केजरीवाल से फ़ेसटाइम पर बात करने के बाद दिए थे पैसे

    — Kapil Mishra (@KapilMishra_IND) April 14, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

2022 সালের 17 অগস্ট এই নিয়ে এফআইআর দায়ের করা হয় ৷ সিবিআই-এর এক মুখপাত্র জানিয়েছেন, আবগারি নীতিতে পরিবর্তন, লাইসেন্সধারীদের অযৌক্তিক সুবিধা প্রদান, লাইসেন্স ফি মাফ/কমানো, অনুমোদন ছাড়াই এল-1 লাইসেন্সের মেয়াদ বৃদ্ধি ইত্যাদি-সহ নানা অনিয়ম করা হয়েছিল বলে অভিযোগ করা হয়েছে । তিনি আরও বলেন, এই কাজের কারণে বেসরকারি পক্ষগুলি তাদের অ্যাকাউন্টের বইয়ে মিথ্যা এন্ট্রি করে সংশ্লিষ্ট সরকারি কর্মচারীদের বেআইনি সুবিধা প্রদান করেছিল বলেও অভিযোগ রয়েছে ।

  • अत्याचार का अंत ज़रूर होगा।@ArvindKejriwal जी को CBI द्वारा समन किये जाने के मामले में शाम 6 बजे प्रेसवार्ता करूँगा।

    — Sanjay Singh AAP (@SanjayAzadSln) April 14, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

বিজেপি সাংসদ প্রবেশ ভার্মা টুইট করেছেন যে, প্রত্যেক দুর্নীতিগ্রস্ত ব্যক্তির অবশ্যই শেষ হবে । হাজার কোটি টাকার আবগারি কেলেঙ্কারিতে নতুন নীতির আসল মাস্টারমাইন্ড অরবিন্দ কেজরিওয়ালকে সিবিআই-এর সমন পাঠানো, স্পষ্টতই দেখায় যে দুর্নীতির জন্য যিনি দিল্লিকে মদের হাব বানিয়েছিলেন তিনি একদিন কারাগারে থাকবেন ।

  • हर एक भ्रष्टाचारी का अंत ज़रूर होगा!

    दिल्ली सरकार में हुए हजारों करोड़ के शराब घोटाले में CBI ने नई शराब नीति के असली मास्टर माइंड अरविंद केजरीवाल को पूछताछ के लिए समन भेजना साफ दिखाता है कि दिल्ली को अपने भ्रष्टाचार के लिए शराब का गढ़ बनाने वाला एक दिन जेल की सलाखों में होगा।

    — Parvesh Sahib Singh (@p_sahibsingh) April 14, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

টুইট করে কেজরিওয়ালকে নিশানা করেছেন বিজেপি নেতা কপিল মিশ্রও । তিনি লিখেছেন যে, অরবিন্দ কেজরিওয়ালকে জিজ্ঞাসাবাদের জন্য সিবিআই ডেকেছে । আবগারি কেলেঙ্কারিতে জেরা করা হবে অরবিন্দ কেজরিওয়ালকে । এই দুর্নীতির অভিযুক্তরা স্বীকার করেছেন যে, তাঁরা ফেসটাইমে কেজরিওয়ালের সঙ্গে কথা বলার পরে টাকা দিয়েছেন ।

আরও পড়ুন: মোদির ডিগ্রি চেয়ে বিপাকে কেজরি, আদালত জরিমানা করতেই আসরে বিজেপি

নয়াদিল্লি, 14 এপ্রিল: আবগারি কেলেঙ্কারিতে এ বার ডাক পড়ল দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের ৷ আগামী 16 এপ্রিল, রবিবার তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছে সিবিআই । শুক্রবার আধিকারিকদের সূত্রে এই খবর জানা গিয়েছে ৷ সিবিআই বেশ কয়েকটি প্রশ্নের একটি তালিকা তৈরি করেছে, যার ভিত্তিতে তারা জিজ্ঞাসাবাদ করবে কেজরিওয়ালকে । তদন্তকারী দলের প্রশ্নের উত্তর দিতে অরবিন্দ কেজরিওয়ালকে বেলা 11টায় সংস্থার সদর দফতরে উপস্থিত থাকতে বলা হয়েছে ৷

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইতিমধ্যেই এই মামলায় দিল্লির প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়াকে গ্রেফতার করেছে । অভিযোগ করা হয়েছে যে, মদ ব্যবসায়ীদের লাইসেন্স দিতে 2021-22-এর জন্য দিল্লি সরকারের আবগারি নীতি নির্দিষ্ট কিছু ডিলারের পক্ষে ছিল, যাঁরা এর জন্য ঘুষ দিয়েছেন বলে অভিযোগ উঠেছে ৷ যদিও এই অভিযোগ খারিজ করে দিয়েছে আম আদমি পার্টি ৷ পরে এই আবগারি নীতিটি বাতিল করা হয় ।

  • अरविंद केजरीवाल को CBI ने पूछताछ के लिए बुलाया

    शराब घोटाले में अरविंद केजरीवाल से पूछताछ होगी

    16 अप्रैल को अरविंद केजरीवाल को CBI ने बुलाया

    शराब घोटालें के आरोपियों ने क़बूल किया कि केजरीवाल से फ़ेसटाइम पर बात करने के बाद दिए थे पैसे

    — Kapil Mishra (@KapilMishra_IND) April 14, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

2022 সালের 17 অগস্ট এই নিয়ে এফআইআর দায়ের করা হয় ৷ সিবিআই-এর এক মুখপাত্র জানিয়েছেন, আবগারি নীতিতে পরিবর্তন, লাইসেন্সধারীদের অযৌক্তিক সুবিধা প্রদান, লাইসেন্স ফি মাফ/কমানো, অনুমোদন ছাড়াই এল-1 লাইসেন্সের মেয়াদ বৃদ্ধি ইত্যাদি-সহ নানা অনিয়ম করা হয়েছিল বলে অভিযোগ করা হয়েছে । তিনি আরও বলেন, এই কাজের কারণে বেসরকারি পক্ষগুলি তাদের অ্যাকাউন্টের বইয়ে মিথ্যা এন্ট্রি করে সংশ্লিষ্ট সরকারি কর্মচারীদের বেআইনি সুবিধা প্রদান করেছিল বলেও অভিযোগ রয়েছে ।

  • अत्याचार का अंत ज़रूर होगा।@ArvindKejriwal जी को CBI द्वारा समन किये जाने के मामले में शाम 6 बजे प्रेसवार्ता करूँगा।

    — Sanjay Singh AAP (@SanjayAzadSln) April 14, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

বিজেপি সাংসদ প্রবেশ ভার্মা টুইট করেছেন যে, প্রত্যেক দুর্নীতিগ্রস্ত ব্যক্তির অবশ্যই শেষ হবে । হাজার কোটি টাকার আবগারি কেলেঙ্কারিতে নতুন নীতির আসল মাস্টারমাইন্ড অরবিন্দ কেজরিওয়ালকে সিবিআই-এর সমন পাঠানো, স্পষ্টতই দেখায় যে দুর্নীতির জন্য যিনি দিল্লিকে মদের হাব বানিয়েছিলেন তিনি একদিন কারাগারে থাকবেন ।

  • हर एक भ्रष्टाचारी का अंत ज़रूर होगा!

    दिल्ली सरकार में हुए हजारों करोड़ के शराब घोटाले में CBI ने नई शराब नीति के असली मास्टर माइंड अरविंद केजरीवाल को पूछताछ के लिए समन भेजना साफ दिखाता है कि दिल्ली को अपने भ्रष्टाचार के लिए शराब का गढ़ बनाने वाला एक दिन जेल की सलाखों में होगा।

    — Parvesh Sahib Singh (@p_sahibsingh) April 14, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

টুইট করে কেজরিওয়ালকে নিশানা করেছেন বিজেপি নেতা কপিল মিশ্রও । তিনি লিখেছেন যে, অরবিন্দ কেজরিওয়ালকে জিজ্ঞাসাবাদের জন্য সিবিআই ডেকেছে । আবগারি কেলেঙ্কারিতে জেরা করা হবে অরবিন্দ কেজরিওয়ালকে । এই দুর্নীতির অভিযুক্তরা স্বীকার করেছেন যে, তাঁরা ফেসটাইমে কেজরিওয়ালের সঙ্গে কথা বলার পরে টাকা দিয়েছেন ।

আরও পড়ুন: মোদির ডিগ্রি চেয়ে বিপাকে কেজরি, আদালত জরিমানা করতেই আসরে বিজেপি

Last Updated : Apr 14, 2023, 6:53 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.