ETV Bharat / bharat

Lalu Convicted in Fodder Scam Case : পশুখাদ্য মামলায় দোষী সাব্যস্ত লালুপ্রসাদ, সাজা ঘোষণা 21 ফেব্রুয়ারি

author img

By

Published : Feb 15, 2022, 12:23 PM IST

Updated : Feb 15, 2022, 1:47 PM IST

পশুখাদ্য মামলায় বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদবকে দোষী সাব্যস্ত করল সিবিআই কোর্ট (Lalu convicted in Fodder Scam Case) ৷

CBI convicts Lalu Prasad Yadav
দোষী লালু প্রসাদ যাদব

রাঁচি, 15 ফেব্রুয়ারি : পশুখাদ্য মামলায় বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদবকে দোষী সাব্যস্ত করল সিবিআইয়ের বিশেষ আদালত ৷ 21 ফেব্রুয়ারি তাঁর চূড়ান্ত সাজা ঘোষণা করবে আদালত (CBI Special Court convicts RJD Chief Lalu Prasad Yadav in Fodder Scam Case) ৷ ডোরান্ডা ট্রেজারির 139 কোটিরও বেশি টাকা তছরূপের অভিযোগে দোষী সাব্যস্ত হলেন আরজেডি প্রধান (Rashtriya Janata Dal, RJD) ৷

এবছর 29 জানুয়ারি আদালতে এই মামলার সওয়াল-জবাব পর্ব শেষ হয় ৷ কিন্তু রায় ঘোষণা করেনি কোর্ট ৷ এর আগে অন্য 4টি পশুখাদ্য মামলায় 14 বছরের জেল খেটেছেন লালুপ্রসাদ ৷ ঝাড়খণ্ড হাইকোর্ট 2021-এর এপ্রিলে তাঁর জামিন মঞ্জুর করে ৷

সিবিআইয়ের আইনজীবী বলেন, "লালুপ্রসাদকে দোষী সাব্যস্ত করা হয়েছে ৷ এরপর সাজা ঘোষণা হবে ৷" 2021-র ফেব্রুয়ারি মাস থেকে এই মামলার শুনানি চলছে ৷ সিবিআইয়ের স্পেশ্যাল কোর্টে (Special CBI, Central Bureau of Investigation) বিচারপতি এস কে শশী লালুপ্রসাদ-সহ 99 জনের বিরুদ্ধে শুনানি প্রক্রিয়া সম্পূর্ণ করেছেন ৷ এই মামলার শেষ অভিযুক্ত ডাঃ শৈলেন্দ্র কুমারকে নিয়ে সওয়াল-জবাব পর্ব শেষ হয় 29 জানুয়ারি ৷ সাজা ঘোষণার দিন সব অভিযুক্তদের সশরীরে আদালতে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছে আদালত ৷

আরও পড়ুন : পশুখাদ্য মামলায় জামিন মঞ্জুর, জেল থেকে ছাড়া পাচ্ছেন লালু

এই মামলায় 170 জন অভিযুক্তের মধ্যে 55 জন মারা গিয়েছেন ৷ 7 জন সরকারি পক্ষে সাক্ষী হয়েছেন ৷ 2 জন তাঁদের বিরুদ্ধে অভিযোগ স্বীকার করেছেন এবং 6 জন পালিয়ে গিয়েছেন ৷

পশুপালন দফতর (Animal Husbandry Department) তল্লাশি অভিযান চালানোর পর 1996-এর জানুয়ারিতে এই পশুখাদ্য কেলেঙ্কারি সামনে আসে ৷ 1997-এর জুনে লালুপ্রসাদকে অভিযুক্ত ঘোষণা করে সিবিআই ৷ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা লালুপ্রসাদ এবং বিহারের আরেক প্রাক্তন মুখ্যমন্ত্রী জগন্নাথ মিশ্রর বিরুদ্ধে চার্জশিট দেয় ৷

2013-র সেপ্টেম্বরে ট্রায়াল কোর্ট একটি পশুখাদ্য মামলায় দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং 45 জনকে দোষী সাব্যস্ত করে ৷ লালুপ্রসাদের ঠাঁই হয় রাঁচির জেলে ৷ 2013-র ডিসেম্বরে সুপ্রিম কোর্ট লালুপ্রসাদকে জামিনে মুক্তি দেয় ৷ কিন্তু 2017-র ডিসেম্বরে তাঁকে এবং অন্য 15 জনকে দোষী সাব্যস্ত করে বিরসা মুন্ডা জেলে পাঠায় সিবিআই ৷ ঝাড়খণ্ড হাইকোর্ট 2021-র এপ্রিলে তাঁর জামিন মঞ্জুর করে ৷

রাঁচি, 15 ফেব্রুয়ারি : পশুখাদ্য মামলায় বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদবকে দোষী সাব্যস্ত করল সিবিআইয়ের বিশেষ আদালত ৷ 21 ফেব্রুয়ারি তাঁর চূড়ান্ত সাজা ঘোষণা করবে আদালত (CBI Special Court convicts RJD Chief Lalu Prasad Yadav in Fodder Scam Case) ৷ ডোরান্ডা ট্রেজারির 139 কোটিরও বেশি টাকা তছরূপের অভিযোগে দোষী সাব্যস্ত হলেন আরজেডি প্রধান (Rashtriya Janata Dal, RJD) ৷

এবছর 29 জানুয়ারি আদালতে এই মামলার সওয়াল-জবাব পর্ব শেষ হয় ৷ কিন্তু রায় ঘোষণা করেনি কোর্ট ৷ এর আগে অন্য 4টি পশুখাদ্য মামলায় 14 বছরের জেল খেটেছেন লালুপ্রসাদ ৷ ঝাড়খণ্ড হাইকোর্ট 2021-এর এপ্রিলে তাঁর জামিন মঞ্জুর করে ৷

সিবিআইয়ের আইনজীবী বলেন, "লালুপ্রসাদকে দোষী সাব্যস্ত করা হয়েছে ৷ এরপর সাজা ঘোষণা হবে ৷" 2021-র ফেব্রুয়ারি মাস থেকে এই মামলার শুনানি চলছে ৷ সিবিআইয়ের স্পেশ্যাল কোর্টে (Special CBI, Central Bureau of Investigation) বিচারপতি এস কে শশী লালুপ্রসাদ-সহ 99 জনের বিরুদ্ধে শুনানি প্রক্রিয়া সম্পূর্ণ করেছেন ৷ এই মামলার শেষ অভিযুক্ত ডাঃ শৈলেন্দ্র কুমারকে নিয়ে সওয়াল-জবাব পর্ব শেষ হয় 29 জানুয়ারি ৷ সাজা ঘোষণার দিন সব অভিযুক্তদের সশরীরে আদালতে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছে আদালত ৷

আরও পড়ুন : পশুখাদ্য মামলায় জামিন মঞ্জুর, জেল থেকে ছাড়া পাচ্ছেন লালু

এই মামলায় 170 জন অভিযুক্তের মধ্যে 55 জন মারা গিয়েছেন ৷ 7 জন সরকারি পক্ষে সাক্ষী হয়েছেন ৷ 2 জন তাঁদের বিরুদ্ধে অভিযোগ স্বীকার করেছেন এবং 6 জন পালিয়ে গিয়েছেন ৷

পশুপালন দফতর (Animal Husbandry Department) তল্লাশি অভিযান চালানোর পর 1996-এর জানুয়ারিতে এই পশুখাদ্য কেলেঙ্কারি সামনে আসে ৷ 1997-এর জুনে লালুপ্রসাদকে অভিযুক্ত ঘোষণা করে সিবিআই ৷ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা লালুপ্রসাদ এবং বিহারের আরেক প্রাক্তন মুখ্যমন্ত্রী জগন্নাথ মিশ্রর বিরুদ্ধে চার্জশিট দেয় ৷

2013-র সেপ্টেম্বরে ট্রায়াল কোর্ট একটি পশুখাদ্য মামলায় দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং 45 জনকে দোষী সাব্যস্ত করে ৷ লালুপ্রসাদের ঠাঁই হয় রাঁচির জেলে ৷ 2013-র ডিসেম্বরে সুপ্রিম কোর্ট লালুপ্রসাদকে জামিনে মুক্তি দেয় ৷ কিন্তু 2017-র ডিসেম্বরে তাঁকে এবং অন্য 15 জনকে দোষী সাব্যস্ত করে বিরসা মুন্ডা জেলে পাঠায় সিবিআই ৷ ঝাড়খণ্ড হাইকোর্ট 2021-র এপ্রিলে তাঁর জামিন মঞ্জুর করে ৷

Last Updated : Feb 15, 2022, 1:47 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.