ETV Bharat / bharat

Lalu Convicted in Fodder Scam Case : পশুখাদ্য মামলায় দোষী সাব্যস্ত লালুপ্রসাদ, সাজা ঘোষণা 21 ফেব্রুয়ারি - CBI Special Court convicts RJD Chief Lalu Prasad Yadav in Fodder Scam Case

পশুখাদ্য মামলায় বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদবকে দোষী সাব্যস্ত করল সিবিআই কোর্ট (Lalu convicted in Fodder Scam Case) ৷

CBI convicts Lalu Prasad Yadav
দোষী লালু প্রসাদ যাদব
author img

By

Published : Feb 15, 2022, 12:23 PM IST

Updated : Feb 15, 2022, 1:47 PM IST

রাঁচি, 15 ফেব্রুয়ারি : পশুখাদ্য মামলায় বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদবকে দোষী সাব্যস্ত করল সিবিআইয়ের বিশেষ আদালত ৷ 21 ফেব্রুয়ারি তাঁর চূড়ান্ত সাজা ঘোষণা করবে আদালত (CBI Special Court convicts RJD Chief Lalu Prasad Yadav in Fodder Scam Case) ৷ ডোরান্ডা ট্রেজারির 139 কোটিরও বেশি টাকা তছরূপের অভিযোগে দোষী সাব্যস্ত হলেন আরজেডি প্রধান (Rashtriya Janata Dal, RJD) ৷

এবছর 29 জানুয়ারি আদালতে এই মামলার সওয়াল-জবাব পর্ব শেষ হয় ৷ কিন্তু রায় ঘোষণা করেনি কোর্ট ৷ এর আগে অন্য 4টি পশুখাদ্য মামলায় 14 বছরের জেল খেটেছেন লালুপ্রসাদ ৷ ঝাড়খণ্ড হাইকোর্ট 2021-এর এপ্রিলে তাঁর জামিন মঞ্জুর করে ৷

সিবিআইয়ের আইনজীবী বলেন, "লালুপ্রসাদকে দোষী সাব্যস্ত করা হয়েছে ৷ এরপর সাজা ঘোষণা হবে ৷" 2021-র ফেব্রুয়ারি মাস থেকে এই মামলার শুনানি চলছে ৷ সিবিআইয়ের স্পেশ্যাল কোর্টে (Special CBI, Central Bureau of Investigation) বিচারপতি এস কে শশী লালুপ্রসাদ-সহ 99 জনের বিরুদ্ধে শুনানি প্রক্রিয়া সম্পূর্ণ করেছেন ৷ এই মামলার শেষ অভিযুক্ত ডাঃ শৈলেন্দ্র কুমারকে নিয়ে সওয়াল-জবাব পর্ব শেষ হয় 29 জানুয়ারি ৷ সাজা ঘোষণার দিন সব অভিযুক্তদের সশরীরে আদালতে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছে আদালত ৷

আরও পড়ুন : পশুখাদ্য মামলায় জামিন মঞ্জুর, জেল থেকে ছাড়া পাচ্ছেন লালু

এই মামলায় 170 জন অভিযুক্তের মধ্যে 55 জন মারা গিয়েছেন ৷ 7 জন সরকারি পক্ষে সাক্ষী হয়েছেন ৷ 2 জন তাঁদের বিরুদ্ধে অভিযোগ স্বীকার করেছেন এবং 6 জন পালিয়ে গিয়েছেন ৷

পশুপালন দফতর (Animal Husbandry Department) তল্লাশি অভিযান চালানোর পর 1996-এর জানুয়ারিতে এই পশুখাদ্য কেলেঙ্কারি সামনে আসে ৷ 1997-এর জুনে লালুপ্রসাদকে অভিযুক্ত ঘোষণা করে সিবিআই ৷ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা লালুপ্রসাদ এবং বিহারের আরেক প্রাক্তন মুখ্যমন্ত্রী জগন্নাথ মিশ্রর বিরুদ্ধে চার্জশিট দেয় ৷

2013-র সেপ্টেম্বরে ট্রায়াল কোর্ট একটি পশুখাদ্য মামলায় দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং 45 জনকে দোষী সাব্যস্ত করে ৷ লালুপ্রসাদের ঠাঁই হয় রাঁচির জেলে ৷ 2013-র ডিসেম্বরে সুপ্রিম কোর্ট লালুপ্রসাদকে জামিনে মুক্তি দেয় ৷ কিন্তু 2017-র ডিসেম্বরে তাঁকে এবং অন্য 15 জনকে দোষী সাব্যস্ত করে বিরসা মুন্ডা জেলে পাঠায় সিবিআই ৷ ঝাড়খণ্ড হাইকোর্ট 2021-র এপ্রিলে তাঁর জামিন মঞ্জুর করে ৷

রাঁচি, 15 ফেব্রুয়ারি : পশুখাদ্য মামলায় বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদবকে দোষী সাব্যস্ত করল সিবিআইয়ের বিশেষ আদালত ৷ 21 ফেব্রুয়ারি তাঁর চূড়ান্ত সাজা ঘোষণা করবে আদালত (CBI Special Court convicts RJD Chief Lalu Prasad Yadav in Fodder Scam Case) ৷ ডোরান্ডা ট্রেজারির 139 কোটিরও বেশি টাকা তছরূপের অভিযোগে দোষী সাব্যস্ত হলেন আরজেডি প্রধান (Rashtriya Janata Dal, RJD) ৷

এবছর 29 জানুয়ারি আদালতে এই মামলার সওয়াল-জবাব পর্ব শেষ হয় ৷ কিন্তু রায় ঘোষণা করেনি কোর্ট ৷ এর আগে অন্য 4টি পশুখাদ্য মামলায় 14 বছরের জেল খেটেছেন লালুপ্রসাদ ৷ ঝাড়খণ্ড হাইকোর্ট 2021-এর এপ্রিলে তাঁর জামিন মঞ্জুর করে ৷

সিবিআইয়ের আইনজীবী বলেন, "লালুপ্রসাদকে দোষী সাব্যস্ত করা হয়েছে ৷ এরপর সাজা ঘোষণা হবে ৷" 2021-র ফেব্রুয়ারি মাস থেকে এই মামলার শুনানি চলছে ৷ সিবিআইয়ের স্পেশ্যাল কোর্টে (Special CBI, Central Bureau of Investigation) বিচারপতি এস কে শশী লালুপ্রসাদ-সহ 99 জনের বিরুদ্ধে শুনানি প্রক্রিয়া সম্পূর্ণ করেছেন ৷ এই মামলার শেষ অভিযুক্ত ডাঃ শৈলেন্দ্র কুমারকে নিয়ে সওয়াল-জবাব পর্ব শেষ হয় 29 জানুয়ারি ৷ সাজা ঘোষণার দিন সব অভিযুক্তদের সশরীরে আদালতে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছে আদালত ৷

আরও পড়ুন : পশুখাদ্য মামলায় জামিন মঞ্জুর, জেল থেকে ছাড়া পাচ্ছেন লালু

এই মামলায় 170 জন অভিযুক্তের মধ্যে 55 জন মারা গিয়েছেন ৷ 7 জন সরকারি পক্ষে সাক্ষী হয়েছেন ৷ 2 জন তাঁদের বিরুদ্ধে অভিযোগ স্বীকার করেছেন এবং 6 জন পালিয়ে গিয়েছেন ৷

পশুপালন দফতর (Animal Husbandry Department) তল্লাশি অভিযান চালানোর পর 1996-এর জানুয়ারিতে এই পশুখাদ্য কেলেঙ্কারি সামনে আসে ৷ 1997-এর জুনে লালুপ্রসাদকে অভিযুক্ত ঘোষণা করে সিবিআই ৷ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা লালুপ্রসাদ এবং বিহারের আরেক প্রাক্তন মুখ্যমন্ত্রী জগন্নাথ মিশ্রর বিরুদ্ধে চার্জশিট দেয় ৷

2013-র সেপ্টেম্বরে ট্রায়াল কোর্ট একটি পশুখাদ্য মামলায় দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং 45 জনকে দোষী সাব্যস্ত করে ৷ লালুপ্রসাদের ঠাঁই হয় রাঁচির জেলে ৷ 2013-র ডিসেম্বরে সুপ্রিম কোর্ট লালুপ্রসাদকে জামিনে মুক্তি দেয় ৷ কিন্তু 2017-র ডিসেম্বরে তাঁকে এবং অন্য 15 জনকে দোষী সাব্যস্ত করে বিরসা মুন্ডা জেলে পাঠায় সিবিআই ৷ ঝাড়খণ্ড হাইকোর্ট 2021-র এপ্রিলে তাঁর জামিন মঞ্জুর করে ৷

Last Updated : Feb 15, 2022, 1:47 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.