গাজিয়াবাদ (উত্তরপ্রদেশ), 30 অগস্ট : দিল্লির উপ মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার (Delhi Deputy CM Manish Sisodia) ব্যাংকের লকার খতিয়ে দেখছে সিবিআই (CBI) ৷ মঙ্গলবার উত্তরপ্রদেশের গাজিয়াবাদে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের শাখায় সিবিআই আধিকারিকরা যান ৷ সেখানেই রয়েছে সিসোদিয়ার ব্যাংক অ্যাকাউন্ট ৷ তিনি নিজেও স্ত্রীকে সঙ্গে নিয়ে তল্লাশির সময় সেখানে হাজির ছিলেন ৷
এখানে উল্লেখ করা প্রয়োজন, দিল্লির আবগারি নীতি (Delhi Excise Policy) লাগু করতে গিয়ে দুর্নীতির (Liquor Scam) অভিযোগ উঠেছে ৷ এই নিয়ে 15 জনের বিরুদ্ধে এফআইআর করেছে সিবিআই ৷ তার পর শুরু হয়েছে তদন্ত ৷ অভিযুক্ত 15 জনের তালিকায় নাম রয়েছে আম আদমি পার্টির (Aam Aadmi Party) নেতা তথা দিল্লির উপ মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার ৷
এই মামলার তদন্তে গত 19 অগস্ট 31টি জায়গায় তল্লাশি চালায় সিবিআই ৷ সেদিন তল্লাশি চালানো হয় মণীশ সিসোদিয়ার বাড়িতেও ৷ এবার তাঁর ব্যাংকের লকার খতিয়ে দেখল সিবিআই ৷
সিবিআই তদন্ত শুরু হওয়ার পর থেকেই এই নিয়ে মোদি সরকারের (Modi Government) বিরুদ্ধে তোপ দাগছেন মণীশ সিসোদিয়া ৷ তিনি বিজেপিতে (BJP) যোগ দেওয়ার প্রস্তাব ফিরিয়ে দেওয়ার জন্যই তাঁকে রাজনৈতিক ভাবে হেনস্তা করা হচ্ছে বলে অভিযোগ করেছিলেন ৷
গতকালই ব্যাংকে সিবিআই হানা নিয়ে টুইট করেছিলেন মণীশ ৷ লিখেছিলেন, 19 অগস্ট 14-15 ঘণ্টা তল্লাশি চালিয়েও তাঁর বাড়ি থেকে সিবিআই কিছু পায়নি ৷ ব্যাংকের লকারেও তারা কিছুই পাবে না ৷ তিনি এই তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করার আশ্বাস দিয়েছিলেন ৷
কিন্তু প্রশ্ন উঠেছে যে তিনি কেন্দ্রীয় প্রতিহিংসার শিকার কেন হচ্ছেন ? সিসোদিয়ার দাবি, 2024 সালের লোকসভা নির্বাচনে (Lok Sabha Elections 2024) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Prime Minister Narendra Modi) বিকল্প হিসেবে বিরোধীদের নেতৃত্ব দেওয়ার যোগ্য দাবিদার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Delhi CM Arvind Kejriwal) ৷ আর এই লড়াইয়ে কেজরিওয়ালের পাশে রয়েছেন ৷ সেই কারণেই তাঁকে কেন্দ্রীয় এজেন্সি দিয়ে হেনস্তা করছে মোদি সরকার ৷
আরও পড়ুন : মঙ্গলবারই ব্যাংকের লকার পরীক্ষা করতে আসবে সিবিআই, দাবি দিল্লির উপ মুখ্যমন্ত্রীর