ETV Bharat / bharat

Manish Sisodia CBI Lookout Circular মণীশ সিসোদিয়াদের বিরুদ্ধে লুকআউট নোটিস জারি হয়নি, জানাল সিবিআই - লুকআউট নোটিস

লুকআউট নোটিস এখনও জারি করেনি সিবিআই ৷ তবে খুব শিগগিরি তা ঘোষণা হবে, জানাল সিবিআই ৷ মণীশ সিসোদিয়া এবং আরও 14 জনের বিরুদ্ধে লুকআউট নোটিস জারি করার খবর প্রকাশ্যে আসার কয়েক ঘণ্টা পর এই বিবৃতি দিল সিবিআই (CBI likely to issue Lookout Circular Against Manish Sisodia) ৷

Delhi Deputy CM Manish Sisodia
মণীশ সিসোদিয়া
author img

By

Published : Aug 21, 2022, 9:36 AM IST

Updated : Aug 21, 2022, 1:45 PM IST

নয়াদিল্লি, 21 অগস্ট: কয়েক ঘণ্টার মধ্যেই পালা বদল ৷ আজ সকালে সংবাদমাধ্যমে প্রকাশিত হয় যে, দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া-সহ 15 জনের বিরুদ্ধে লুকআউট নোটিস জারি করেছে সিবিআই ৷ এরপর মণীশ সিসোদিয়া একটি টুইট করে মোদিকে বেঁধেন এবং জানান যে, তিনি তো দিল্লির রাস্তাঘাটেই ঘুরে বেড়াচ্ছেন ৷ তাঁর প্রশ্ন, এটা কী ধরনের নাটক ? এরপর সিবিআই তাদের বক্তব্য জানায়, অভিযুক্তদের বিরুদ্ধে এখনও লুকআউট নোটিস জারি করা হয়নি ৷ তবে সেই প্রক্রিয়া চলছে এবং খুব শিগগিরি লুকআউট নোটিস দেওয়া হবে ৷ দিল্লির আবগারি নীতি নিয়ে এঁদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (CBI to issue lookout notice against Manish Sisodia and 13 others over Delhi liquor policy) ৷

  • आपकी सारी रेड फैल हो गयी, कुछ नहीं मिला, एक पैसे की हेरा फेरी नहीं मिली, अब आपने लुक आउट नोटिस जारी किया है कि मनीष सिसोदिया मिल नहीं रहा। ये क्या नौटंकी है मोदी जी?
    मैं खुलेआम दिल्ली में घूम रहा हूँ, बताइए कहाँ आना है? आपको मैं मिल नहीं रहा?

    — Manish Sisodia (@msisodia) August 21, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

প্রথমে লুকআউট নোটিসের খবর পেয়ে মোদিকে আক্রমণ করে মণীশ সিসোদিয়া একটি টুইট করেন ৷ সেখানে তিনি লেখেন, "আপনার সব তল্লাশি অভিযান ব্যর্থ হয়েছে ৷ কিছু পাননি ৷ এক পয়সারও নয়ছয় ধরা পড়েনি ৷ এবার আপনি লুকআউট নোটিস জারি করে জানাচ্ছেন, মণীশ সিসোদিয়াকে পাওয়া যাচ্ছে না ৷ এটা কী ধরনের নাটক, মোদিজি ? আমি তো দিল্লিতে খোলাখুলি ঘুরে বেড়াচ্ছি ৷ বলুন কোথায় আসতে হবে ?"

শনিবার আপ-নেতা মণীশ সিসোদিয়ার বাসভবনে একটানা প্রায় 13 ঘণ্টা ধরে তল্লাশি চালায় সিবিআই (Central Bureau of Investigation) ৷ উপমুখ্যমন্ত্রীর কম্পিউটার, মোবাইল ফোনও বাজেয়াপ্ত করেছে তারা ৷ সেইসঙ্গে বাড়িতে থাকা বেশ কিছু ফাইল তুলে নিয়ে গিয়েছেন তদন্তকারী আধিকারিকেরা ৷ তাঁর বিরুদ্ধে অভিযোগ, 2021-22 অর্থবর্ষে তিনি আবগারি নীতির অপপ্রয়োগ (Excise Policy Scam) করেছেন ৷ যদিও মণীশের দাবি, অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) জনপ্রিয়তায় ভয় পেয়ে দিল্লি সরকারকে হেনস্থা করার চেষ্টা করছে নরেন্দ্র মোদি ৷

আরও পড়ুন: তিন থেকে চারদিনের মধ্যেই তাঁকে গ্রেফতার করবে সিবিআই, আশঙ্কা মণীশ সিসোদিয়ার

লুকআউট নোটিসের আগেই মণীশ আশঙ্কা প্রকাশ করে জানিয়েছিলেন আগামী 3-4 দিনের মধ্যেই তাঁকে গ্রেফতার করা হতে পারে ৷ তিনি আরও জানান, 2024 সালের নির্বাচন আপ বনাম বিজেপি-র মধ্যেই হবে ৷ কেন্দ্রের সমস্যা আবগারি নীতি নিয়ে নয়, ওদের মাথাব্যথার কারণ আপ-প্রধান অরবিন্দ কেজরিওয়াল ৷ কোনও বেআইনি কাজ করেননি বলে দাবি করেন শিক্ষামন্ত্রী এবং আবগারি মন্ত্রী মণীশ সিসোদিয়া ৷

শনিবার সাতটি রাজ্যের 31টি জায়গায় তল্লাশি অভিযান চালায় সিবিআই ৷ এই অভিযান চলাকালীন 2 জনের সন্ধান পাওয়া যায়নি ৷ তাই আর দেরি না করে 13 জনের বিরুদ্ধে লুকআউট নোটিস জারি করেছে এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ এর ফলে অভিযুক্তরা কেউ দেশ ছাড়তে পারবেন না । গত বছরের নভেম্বর মাসে আবগারি নীতি সংক্রান্ত দুর্নীতিতে সিসোদিয়া-সহ 13 জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করে সিবিআই ৷

নয়াদিল্লি, 21 অগস্ট: কয়েক ঘণ্টার মধ্যেই পালা বদল ৷ আজ সকালে সংবাদমাধ্যমে প্রকাশিত হয় যে, দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া-সহ 15 জনের বিরুদ্ধে লুকআউট নোটিস জারি করেছে সিবিআই ৷ এরপর মণীশ সিসোদিয়া একটি টুইট করে মোদিকে বেঁধেন এবং জানান যে, তিনি তো দিল্লির রাস্তাঘাটেই ঘুরে বেড়াচ্ছেন ৷ তাঁর প্রশ্ন, এটা কী ধরনের নাটক ? এরপর সিবিআই তাদের বক্তব্য জানায়, অভিযুক্তদের বিরুদ্ধে এখনও লুকআউট নোটিস জারি করা হয়নি ৷ তবে সেই প্রক্রিয়া চলছে এবং খুব শিগগিরি লুকআউট নোটিস দেওয়া হবে ৷ দিল্লির আবগারি নীতি নিয়ে এঁদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (CBI to issue lookout notice against Manish Sisodia and 13 others over Delhi liquor policy) ৷

  • आपकी सारी रेड फैल हो गयी, कुछ नहीं मिला, एक पैसे की हेरा फेरी नहीं मिली, अब आपने लुक आउट नोटिस जारी किया है कि मनीष सिसोदिया मिल नहीं रहा। ये क्या नौटंकी है मोदी जी?
    मैं खुलेआम दिल्ली में घूम रहा हूँ, बताइए कहाँ आना है? आपको मैं मिल नहीं रहा?

    — Manish Sisodia (@msisodia) August 21, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

প্রথমে লুকআউট নোটিসের খবর পেয়ে মোদিকে আক্রমণ করে মণীশ সিসোদিয়া একটি টুইট করেন ৷ সেখানে তিনি লেখেন, "আপনার সব তল্লাশি অভিযান ব্যর্থ হয়েছে ৷ কিছু পাননি ৷ এক পয়সারও নয়ছয় ধরা পড়েনি ৷ এবার আপনি লুকআউট নোটিস জারি করে জানাচ্ছেন, মণীশ সিসোদিয়াকে পাওয়া যাচ্ছে না ৷ এটা কী ধরনের নাটক, মোদিজি ? আমি তো দিল্লিতে খোলাখুলি ঘুরে বেড়াচ্ছি ৷ বলুন কোথায় আসতে হবে ?"

শনিবার আপ-নেতা মণীশ সিসোদিয়ার বাসভবনে একটানা প্রায় 13 ঘণ্টা ধরে তল্লাশি চালায় সিবিআই (Central Bureau of Investigation) ৷ উপমুখ্যমন্ত্রীর কম্পিউটার, মোবাইল ফোনও বাজেয়াপ্ত করেছে তারা ৷ সেইসঙ্গে বাড়িতে থাকা বেশ কিছু ফাইল তুলে নিয়ে গিয়েছেন তদন্তকারী আধিকারিকেরা ৷ তাঁর বিরুদ্ধে অভিযোগ, 2021-22 অর্থবর্ষে তিনি আবগারি নীতির অপপ্রয়োগ (Excise Policy Scam) করেছেন ৷ যদিও মণীশের দাবি, অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) জনপ্রিয়তায় ভয় পেয়ে দিল্লি সরকারকে হেনস্থা করার চেষ্টা করছে নরেন্দ্র মোদি ৷

আরও পড়ুন: তিন থেকে চারদিনের মধ্যেই তাঁকে গ্রেফতার করবে সিবিআই, আশঙ্কা মণীশ সিসোদিয়ার

লুকআউট নোটিসের আগেই মণীশ আশঙ্কা প্রকাশ করে জানিয়েছিলেন আগামী 3-4 দিনের মধ্যেই তাঁকে গ্রেফতার করা হতে পারে ৷ তিনি আরও জানান, 2024 সালের নির্বাচন আপ বনাম বিজেপি-র মধ্যেই হবে ৷ কেন্দ্রের সমস্যা আবগারি নীতি নিয়ে নয়, ওদের মাথাব্যথার কারণ আপ-প্রধান অরবিন্দ কেজরিওয়াল ৷ কোনও বেআইনি কাজ করেননি বলে দাবি করেন শিক্ষামন্ত্রী এবং আবগারি মন্ত্রী মণীশ সিসোদিয়া ৷

শনিবার সাতটি রাজ্যের 31টি জায়গায় তল্লাশি অভিযান চালায় সিবিআই ৷ এই অভিযান চলাকালীন 2 জনের সন্ধান পাওয়া যায়নি ৷ তাই আর দেরি না করে 13 জনের বিরুদ্ধে লুকআউট নোটিস জারি করেছে এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ এর ফলে অভিযুক্তরা কেউ দেশ ছাড়তে পারবেন না । গত বছরের নভেম্বর মাসে আবগারি নীতি সংক্রান্ত দুর্নীতিতে সিসোদিয়া-সহ 13 জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করে সিবিআই ৷

Last Updated : Aug 21, 2022, 1:45 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.