নয়াদিল্লি, 25 নভেম্বর: দিল্লি আবগারি নীতি কেলেঙ্কারি (Delhi Liquor Scam Case) মামলায় চার্জশিট দাখিল করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (CBI filed charge sheet against 7 accused)। চার্জশিটে সাতজন অভিযুক্তের নাম থাকলেও নেই দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার নাম (Manish Sisodia)৷ এ কথা জানিয়েছেন এক আধিকারিক ৷
দুজন ধৃত ব্যবসায়ীর পাশাপাশি চার্জশিটে একটি সংবাদ চ্যানেলের প্রধান, দিল্লির একজন মদের ডিস্ট্রিবিউটর, হায়দরাবাদের একজন মদ-ব্যবসায়ী এবং আবগারি বিভাগের দুজন কর্মচারীর নামও রয়েছে বলে দাবি করেছেন তিনি ৷ সিবিআইয়ের এফআইআর-এ মণীশ সিসোদিয়ার নাম থাকলেও চার্জশিটে তাঁর নাম নেই ৷
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে এসেছে মণীশ সিসোদিয়ার "ঘনিষ্ঠ এক সহযোগী" ৷ তাঁর নাম দীনেশ অরোরা ৷ যিনি এই মামলার তদন্তে বড় ভূমিকা নিতে পারেন ৷ সিবিআই দুর্নীতি প্রতিরোধ আইনের 7, 7এ এবং 8 ধারা এবং অপরাধমূলক ষড়যন্ত্রের জন্য ভারতীয় দণ্ডবিধির 120বি ধারার অধীনে 10,000 পৃষ্ঠার চার্জশিট জমা দিয়েছে । বিশেষ জজ এমকে নাগপাল মামলার শুনানি করছেন । শুক্রবার দুপুর 2টোয় শুরু হওয়া শুনানিতে আদালত জানিয়েছেন, পরবর্তী শুনানি হবে আগামী 30 নভেম্বর । এরপর অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ গঠনের প্রক্রিয়া শুরু হবে ।
আরও পড়ুন: 'কেজরিকে হত্যার ষড়যন্ত্র করেছে বিজেপি', তদন্তের দাবি সিসোদিয়ার
তবে এই গোটা মামলাটিকেই মিথ্যে বলে উড়িয়ে দিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ৷ সিবিআই চার্জশিট পেশ করার পর তিনি টুইটে লেখেন, সিবিআই চার্জশিটে মণীশের নাম নেই, কারণ এই পুরো মামলাটিই মিথ্যে । তদন্তে কিছুই পাওয়া যায়নি । 8 মাসের তদন্তে 800 কর্মকর্তার কিছুই পাওয়া যায়নি । শিক্ষা বিপ্লবের মাধ্যমে দেশের কোটি কোটি দরিদ্র শিশুকে সুন্দর ভবিষ্যতের আশা দিয়েছেন মণীশ । আমি দুঃখিত, এমন একজন ব্যক্তিকে মিথ্যা মামলায় ফাঁসানোর ষড়যন্ত্র করা হয়েছে ।"
-
CBI चार्जशीट में मनीष का नाम नहीं
— Arvind Kejriwal (@ArvindKejriwal) November 25, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
पूरा केस फ़र्ज़ी।रेड में कुछ नहीं मिला।800 अफ़सरों को 4 महीने जाँच में कुछ नहीं मिला
मनीष ने शिक्षा क्रांति से देश के करोड़ों गरीब बच्चों को अच्छे भविष्य की उम्मीद दी।मुझे दुःख है ऐसे शख़्स को झूठे केस में फँसा बदनाम करने की साज़िश रची गयी
">CBI चार्जशीट में मनीष का नाम नहीं
— Arvind Kejriwal (@ArvindKejriwal) November 25, 2022
पूरा केस फ़र्ज़ी।रेड में कुछ नहीं मिला।800 अफ़सरों को 4 महीने जाँच में कुछ नहीं मिला
मनीष ने शिक्षा क्रांति से देश के करोड़ों गरीब बच्चों को अच्छे भविष्य की उम्मीद दी।मुझे दुःख है ऐसे शख़्स को झूठे केस में फँसा बदनाम करने की साज़िश रची गयीCBI चार्जशीट में मनीष का नाम नहीं
— Arvind Kejriwal (@ArvindKejriwal) November 25, 2022
पूरा केस फ़र्ज़ी।रेड में कुछ नहीं मिला।800 अफ़सरों को 4 महीने जाँच में कुछ नहीं मिला
मनीष ने शिक्षा क्रांति से देश के करोड़ों गरीब बच्चों को अच्छे भविष्य की उम्मीद दी।मुझे दुःख है ऐसे शख़्स को झूठे केस में फँसा बदनाम करने की साज़िश रची गयी
এ দিকে, আপ-এর রাজ্য আহ্বায়ক এবং মন্ত্রী গোপাল রাই বলেছেন যে, মদ কেলেঙ্কারিতে সিবিআই যে চার্জশিট দাখিল করেছে তা প্রমাণ করেছে যে, উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ বানানো । এর কোনও ভিত্তি ছিল না । রাই বলেন, আদালতে সিবিআই যে চার্জশিটে দাখিল করেছে, তাতে অভিযুক্ত নম্বর ওয়ান মণীশ সিসোদিয়ার নাম নেই । এর থেকে স্পষ্ট হয়ে গিয়েছে যে, মদ কেলেঙ্কারি নিয়ে তাঁর বিরুদ্ধে যত অভিযোগই উঠেছে, সবই বিজেপির নির্দেশে অভিযান চালানো হয়েছে ।