ETV Bharat / bharat

দুর্নীতির অভিযোগে আটক মহারাষ্ট্রের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী - অনিল দেশমুখ

মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী থাকাকালীন অনিল দেশমুখের বিরুদ্ধে মুম্বইয়ের পাব ও বারগুলি থেকে 100 কোটি টাকা তোলাবাজির অভিযোগ উঠেছে ৷ পুলিশকে দিয়ে তিনি এই কাজ করিয়েছিলেন বলে অভিযোগ ৷ সেই দুর্নীতির অভিযোগের ভিত্তিতেই সিবিআই তাঁর বিরুদ্ধে তদন্ত শুরু করে ৷

দুর্নীতির অভিযোগে আটক মহারাষ্ট্রের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী
দুর্নীতির অভিযোগে আটক মহারাষ্ট্রের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী
author img

By

Published : Apr 24, 2021, 5:36 PM IST

মুম্বই, 24 এপ্রিল : দুর্নীতির অভিযোগে আটক করা হল মহারাষ্ট্রের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখকে ৷ শনিবার সিবিআই তাঁকে আটক করেছে ৷ এর আগে তাঁর একটি বাংলো ও একটি বাড়িতে তল্লাশি চালিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী ব্যুরো ৷ নাগপুরেও অনিল দেশমুখের কিছু সম্পত্তি রয়েছে৷ সেখানেও তল্লাশি চালায় তদন্তকারী ওই সংস্থা ৷

মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী থাকাকালীন অনিল দেশমুখের বিরুদ্ধে মুম্বইয়ের পাব ও বারগুলি থেকে 100 কোটি টাকা তোলাবাজির অভিযোগ উঠেছে ৷ পুলিশকে দিয়ে তিনি এই কাজ করিয়েছিলেন বলে অভিযোগ ৷ সেই দুর্নীতির অভিযোগের ভিত্তিতেই সিবিআই তাঁর বিরুদ্ধে তদন্ত শুরু করে ৷

সূত্র মারফত জানা গিয়েছে যে অনিল দেশমুখ এখন নাগপুরের সিভিল লাইনে রয়েছেন ৷ সেখানেই তাঁকে গত 24 ঘণ্টা ধরে সিবিআই-এর তদন্তকারীরা জেরা করছেন ৷

অনিল দেশমুখ পদত্যাগ করার পর মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী হন দিলীপ ওলসে-পাটিল ৷ তাঁর সঙ্গে ও মহারাষ্ট্র পুলিশের প্রধানের সঙ্গে ওই রাজ্যের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে বৈঠকে বসতে পারেন ৷

আরও পড়ুন : এবার কেষ্টকে নজরবন্দি করলে কোর্টে যেতে বলেছি : মমতা

অনিল দেশমুখ এনসিপি নেতা ৷ আর ওই দলকে বদনাম করতেই কেন্দ্রের বিজেপি পরিচালিত সরকার ইডি ও সিবিআই-এর অপব্যবহার করছে বলে অভিযোগ করেছেন মহারাষ্ট্রের গ্রামোন্নয়ন মন্ত্রী হাসান মুসরিফ ৷

মুম্বই, 24 এপ্রিল : দুর্নীতির অভিযোগে আটক করা হল মহারাষ্ট্রের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখকে ৷ শনিবার সিবিআই তাঁকে আটক করেছে ৷ এর আগে তাঁর একটি বাংলো ও একটি বাড়িতে তল্লাশি চালিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী ব্যুরো ৷ নাগপুরেও অনিল দেশমুখের কিছু সম্পত্তি রয়েছে৷ সেখানেও তল্লাশি চালায় তদন্তকারী ওই সংস্থা ৷

মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী থাকাকালীন অনিল দেশমুখের বিরুদ্ধে মুম্বইয়ের পাব ও বারগুলি থেকে 100 কোটি টাকা তোলাবাজির অভিযোগ উঠেছে ৷ পুলিশকে দিয়ে তিনি এই কাজ করিয়েছিলেন বলে অভিযোগ ৷ সেই দুর্নীতির অভিযোগের ভিত্তিতেই সিবিআই তাঁর বিরুদ্ধে তদন্ত শুরু করে ৷

সূত্র মারফত জানা গিয়েছে যে অনিল দেশমুখ এখন নাগপুরের সিভিল লাইনে রয়েছেন ৷ সেখানেই তাঁকে গত 24 ঘণ্টা ধরে সিবিআই-এর তদন্তকারীরা জেরা করছেন ৷

অনিল দেশমুখ পদত্যাগ করার পর মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী হন দিলীপ ওলসে-পাটিল ৷ তাঁর সঙ্গে ও মহারাষ্ট্র পুলিশের প্রধানের সঙ্গে ওই রাজ্যের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে বৈঠকে বসতে পারেন ৷

আরও পড়ুন : এবার কেষ্টকে নজরবন্দি করলে কোর্টে যেতে বলেছি : মমতা

অনিল দেশমুখ এনসিপি নেতা ৷ আর ওই দলকে বদনাম করতেই কেন্দ্রের বিজেপি পরিচালিত সরকার ইডি ও সিবিআই-এর অপব্যবহার করছে বলে অভিযোগ করেছেন মহারাষ্ট্রের গ্রামোন্নয়ন মন্ত্রী হাসান মুসরিফ ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.