ভুবনেশ্বর, 7 জুলাই: বালাসোর বিপর্যয়ের তদন্তে নেমে রেলের 3 কর্মীকে গ্রেফতার করল সিবিআই ৷ শুক্রবার এই তিন রেলকর্মীকে গ্রেফতার করেছে সিবিআই ৷ উল্লেখ্য, 2 জুন ওড়িশার বালাসোরের বাহানাগা স্টেশনের কাছে লুপ লাইনে দাঁড়িয়ে থাকা একটি মালগাড়িতে ধাক্কা মেরে লাইনচ্যুত হয় আপ করমণ্ডল এক্সপ্রেস ৷ ক্ষতিগ্রস্ত হয় করমণ্ডলের সবক'টি কামরা ৷ একইসময় উলটো দিনেক লাইন থেকে আসা যশবন্তপুর এক্সপ্রেসও ধাক্কা মেরে করমণ্ডলের লাইনচ্যুত হয়ে পাশের লাইনে ছিটকে পড়া কামরাগুলিতে ৷ তিনটি ট্রেনের এই সংঘর্ষে মৃত্যু হয়েছে 292 জনের ৷ রেলের তদন্তের পাশাপাশি এই ভয়াবহ ট্রেন দুর্ঘটনার তদন্তভার দেওয়া হয় সিবিআইকে ৷ তদন্ত শুরুর প্রায় এক মাস পর এই 3 রেলকর্মীকে গ্রেফতার করল সিবিআই ৷
ধৃত তিন রেলকর্মীর নাম অরুণকুমার মোহন্ত, মহম্মদ আমির খান ও পাপ্পু কুমার ৷ ভারতীয় দণ্ডবিধির 304 ধারায় অনিচ্ছাকৃত খুনের মামলা দেওয়া হয়েছে ধৃতদের বিরুদ্ধে ৷ এছাড়াও তথ্যপ্রমাণ লোপাটের অভিযোগে আইপিসি'র 201 ধারাও দেওয়া হয়েছে ধৃত 3 রেলকর্মীর বিরুদ্ধে ৷ 6 জুন এই রেল দুর্ঘটনার তদন্তভার হাতে নেয় সিবিআই ৷ 291 জনের মৃত্যুর পাশাপাশি 1 হাজার 100 জন আহত হয়েছিলেন ৷ উল্লেখ্য, রেলকর্মীদের গাফিলতির কারণেই এতবড় দুর্ঘটনা ঘটেছে এই ইঙ্গিত আগেই মিলেছিল রেলের বক্তব্য ৷ মেন লাইনে সিগনাল অন থাকলেও লুপ লাইনে ওই ট্রেন কী করে ঢুকল সেই প্রশ্নও উঠেছিল তখন ৷
-
Balasore train accident | CBI has arrested 3 people, senior Section engineer Arun Kumar Mohanta, section engineer Mohammad Amir Khan & technician Pappu Kumar, under sections 304 and 201 CrPC pic.twitter.com/EkXTYFHncd
— ANI (@ANI) July 7, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Balasore train accident | CBI has arrested 3 people, senior Section engineer Arun Kumar Mohanta, section engineer Mohammad Amir Khan & technician Pappu Kumar, under sections 304 and 201 CrPC pic.twitter.com/EkXTYFHncd
— ANI (@ANI) July 7, 2023Balasore train accident | CBI has arrested 3 people, senior Section engineer Arun Kumar Mohanta, section engineer Mohammad Amir Khan & technician Pappu Kumar, under sections 304 and 201 CrPC pic.twitter.com/EkXTYFHncd
— ANI (@ANI) July 7, 2023
আরও পড়ুন: হাওড়া-সেকেন্দ্রাবাদ ফলকনুমা এক্সপ্রেসে আগুন ! পুড়ল 6টি বগি
যদিও কংগ্রেস-সহ বিরোধীরা আগেই দাবি করেছিল, রেলের পরিকাঠামোগত উন্নয়ন ও যাত্রী সুরক্ষা নিয়ে ছিনিমিনি খেলছে বিজেপি সরকারের আমলের রেলমন্ত্রক ৷ রেল এখন ব্যস্ত বন্দে ভারতের উদ্বোধন নিয়ে ৷ তাই অন্যান্য বিষয়গুলি অবজ্ঞা করা হচ্ছে ৷ আর এই অবজ্ঞার কারণেই ঘটেছে এই দুর্ঘটনা ৷ বিরোধীদের দাবি, নিজেদের দায় এড়াতে ও নজর অন্যদিকে ঘোরাতে রেলকর্মীদের গাফিলতির তত্ত্ব খাড়া করা হয়েছে ৷