ETV Bharat / bharat

Amrit Pal Singh: 36 দিন পর ধরা দিলেন অমৃতপাল ! তাঁর বিরুদ্ধে অভিযোগ কী ? - 36 দিন পর ধরা দিলেন অমৃতপাল

আজ সকালে মোগায় গুরুদ্বারার সামনে থেকে গ্রেফতার হয়েছেন খালিস্তানি নেতা অমৃতপাল সিং ৷ 36 দিন পর তাঁকে হাতেনাতে ধরেছে পঞ্জাব পুলিশ ৷ কিন্তু ওয়ারিস পঞ্জাব দে-র প্রতিষ্ঠাতার বিরুদ্ধে অভিযোগ কী ? রইল সেই তালিকা ৷

Amrit Pal Singh
অমৃতপাল সিং
author img

By

Published : Apr 23, 2023, 12:05 PM IST

নয়াদিল্লি, 23 এপ্রিল: অভিযুক্তকে ধরতে 400 জনকে আটক করা হয় ৷ 'পলাতক' নেতার তল্লাশি অভিযানের প্রথম 24 থেকে 48 ঘণ্টার মধ্যে গ্রেফতার হন 78 জন ৷ সেই অভিযুক্ত তথা 'পলাতক' অমৃতপাল সিং পুলিশের হাতে গ্রেফতার হলেন ৷ রবিবার সকালে পঞ্জাবের মোগায় একটি গুরুদ্বারের সামনে থেকে পুলিশের হাতে ধরা পড়েন খালিস্তানি নেতা অমৃতপাল সিং ৷ আত্মসমপর্ণের পর তাঁকে গ্রেফতার করা হয়। তাঁকে অসমের ডিব্রুগড়ে জেলে নিয়ে যাওয়া হচ্ছে ৷ টানা 36 দিন অর্থাৎ একমাসের কিছু বেশি সময় ধরে বিভিন্ন ছদ্মবেশে পালিয়ে বেড়াচ্ছিলেন অমৃতপাল ৷

18 মার্চ, শনিবার বিকেলে পুলিশ তাঁকে গ্রেফতার করে ৷ কিন্তু সেদিন রাতেই পালিয়ে যান অমৃতপাল সিং ৷ এরপর ওয়ারিস পঞ্জাব দে-র প্রধানের গ্রাম জাল্লুখেরা ঘিরে ফেলে কেন্দ্রীয় বাহিনী ৷ পঞ্জাবজুড়ে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয় ৷ তবে থেকে পুলিশের চোখে ধুলো দিয়ে ঘুরে বেড়াচ্ছিলেন খালিস্তানি নেতা ৷ 20 এপ্রিল অমৃতসরে আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাঁর স্ত্রী কিরণদীপ কৌরকে আটক করে পুলিশ ৷ তিনি লন্ডনের উদ্দেশ্যে রওনা দিচ্ছিলেন ৷ প্রসঙ্গত, অমৃত পালের স্ত্রী কিরণদীপ ব্রিটিশ নাগরিক ৷ এ বছরের ফেব্রুয়ারি মাসে তাঁদের বিয়ে হয় ৷ আর স্ত্রী আটক হওয়ার মাত্র তিন দিনের মধ্যেই পুলিশের জালে অমৃতপাল ৷ এহেন তাবড় খালিস্তানি নেতার বিরুদ্ধে কী কী অভিযোগ আছে ?

অমৃতপালের বিরুদ্ধে খুনের চেষ্টা, আইনে বাধা দান এবং সমাজ ও ধর্মে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ আনা হয়েছে ৷ এর আগে পুলিশকে এড়িয়ে যেতে তিনি তিনটি গাড়ি বদলেছেন, ঘনঘন পোশাক পালটেছেন ৷ শেষে বাইকে করে পালানোর চেষ্টা করেন ৷ নেপালে যাওয়ারও চেষ্টা চালিয়েছিলেন তিনি ৷ কিন্তু পরে ফের পঞ্জাবে ফিরে আসেন ৷

সুরি হত্যা মামলা

2022 সালে পঞ্জাবের শিবসেনা নেতা সুধীর সুরি হত্যা মামলায় অমৃতপালের নাম জড়ায় ৷ সুধীর সুরির পরিবার দাবি করে, শিবসেনা নেতার খুনে অমৃতপালের নাম অন্তর্ভুক্ত করা হোক ৷ এরপর পুলিশ অমৃতপাল সিংকে মোগার সিঙ্গাওয়ালা গ্রামে তাঁর বাড়িতে আটক করে রাখে ৷ অভিযুক্ত অমৃতপাল যে সুরিকে গুলি করেছেন সেই ভিডিয়ো আগে ভাইরাল হয়েছিল ৷ তবে তার সত্যতা নিয়ে সংশয় আছে

আজনালায় হামলার ঘটনা

23 ফেব্রুয়ারি অমৃতপাল সিংয়ের সমর্থকদের বিরুদ্ধে পঞ্জাবের অমৃতসরে সংঘর্ষের অভিযোগ ওঠে ৷ তারা আজনালা থানায় হামলা চালায় বলে অভিযোগ ৷ এই ঘটনায় 6 জন পুলিশ সদস্য আহত হয় ৷ এরপর অমৃতপাল জানিয়েছিলেন, তাঁর এক সঙ্গী লাভপ্রীত তোফানকে পুলিশ গ্রেফতার করেছে ৷ কিন্তু তিনি নির্দোষ ৷ পুলিশ তাঁকে হেনস্থা করছে বলে অভিযোগ তোলেন খালিস্তানি নেতা ৷ এই ঘটনায় অমৃতপাল সিং হুমকি দেন, এফআইআর থেকে তাঁর নাম বাদ না-দেওয়া হলে, তিনি থানা ঘেরাও করবেন ৷ পরে পুলিশ অমৃতপালের ঘনিষ্ঠ বন্ধুকে ছেড়ে দেয় ৷ তবে এরপর পুলিশ অমৃতপাল সিং এবং তার সমর্থকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা করে ৷

আরও পড়ুন: মোগায় পুলিশি অভিযানে গ্রেফতার খালিস্তানি নেতা অমৃতপাল সিং

নয়াদিল্লি, 23 এপ্রিল: অভিযুক্তকে ধরতে 400 জনকে আটক করা হয় ৷ 'পলাতক' নেতার তল্লাশি অভিযানের প্রথম 24 থেকে 48 ঘণ্টার মধ্যে গ্রেফতার হন 78 জন ৷ সেই অভিযুক্ত তথা 'পলাতক' অমৃতপাল সিং পুলিশের হাতে গ্রেফতার হলেন ৷ রবিবার সকালে পঞ্জাবের মোগায় একটি গুরুদ্বারের সামনে থেকে পুলিশের হাতে ধরা পড়েন খালিস্তানি নেতা অমৃতপাল সিং ৷ আত্মসমপর্ণের পর তাঁকে গ্রেফতার করা হয়। তাঁকে অসমের ডিব্রুগড়ে জেলে নিয়ে যাওয়া হচ্ছে ৷ টানা 36 দিন অর্থাৎ একমাসের কিছু বেশি সময় ধরে বিভিন্ন ছদ্মবেশে পালিয়ে বেড়াচ্ছিলেন অমৃতপাল ৷

18 মার্চ, শনিবার বিকেলে পুলিশ তাঁকে গ্রেফতার করে ৷ কিন্তু সেদিন রাতেই পালিয়ে যান অমৃতপাল সিং ৷ এরপর ওয়ারিস পঞ্জাব দে-র প্রধানের গ্রাম জাল্লুখেরা ঘিরে ফেলে কেন্দ্রীয় বাহিনী ৷ পঞ্জাবজুড়ে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয় ৷ তবে থেকে পুলিশের চোখে ধুলো দিয়ে ঘুরে বেড়াচ্ছিলেন খালিস্তানি নেতা ৷ 20 এপ্রিল অমৃতসরে আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাঁর স্ত্রী কিরণদীপ কৌরকে আটক করে পুলিশ ৷ তিনি লন্ডনের উদ্দেশ্যে রওনা দিচ্ছিলেন ৷ প্রসঙ্গত, অমৃত পালের স্ত্রী কিরণদীপ ব্রিটিশ নাগরিক ৷ এ বছরের ফেব্রুয়ারি মাসে তাঁদের বিয়ে হয় ৷ আর স্ত্রী আটক হওয়ার মাত্র তিন দিনের মধ্যেই পুলিশের জালে অমৃতপাল ৷ এহেন তাবড় খালিস্তানি নেতার বিরুদ্ধে কী কী অভিযোগ আছে ?

অমৃতপালের বিরুদ্ধে খুনের চেষ্টা, আইনে বাধা দান এবং সমাজ ও ধর্মে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ আনা হয়েছে ৷ এর আগে পুলিশকে এড়িয়ে যেতে তিনি তিনটি গাড়ি বদলেছেন, ঘনঘন পোশাক পালটেছেন ৷ শেষে বাইকে করে পালানোর চেষ্টা করেন ৷ নেপালে যাওয়ারও চেষ্টা চালিয়েছিলেন তিনি ৷ কিন্তু পরে ফের পঞ্জাবে ফিরে আসেন ৷

সুরি হত্যা মামলা

2022 সালে পঞ্জাবের শিবসেনা নেতা সুধীর সুরি হত্যা মামলায় অমৃতপালের নাম জড়ায় ৷ সুধীর সুরির পরিবার দাবি করে, শিবসেনা নেতার খুনে অমৃতপালের নাম অন্তর্ভুক্ত করা হোক ৷ এরপর পুলিশ অমৃতপাল সিংকে মোগার সিঙ্গাওয়ালা গ্রামে তাঁর বাড়িতে আটক করে রাখে ৷ অভিযুক্ত অমৃতপাল যে সুরিকে গুলি করেছেন সেই ভিডিয়ো আগে ভাইরাল হয়েছিল ৷ তবে তার সত্যতা নিয়ে সংশয় আছে

আজনালায় হামলার ঘটনা

23 ফেব্রুয়ারি অমৃতপাল সিংয়ের সমর্থকদের বিরুদ্ধে পঞ্জাবের অমৃতসরে সংঘর্ষের অভিযোগ ওঠে ৷ তারা আজনালা থানায় হামলা চালায় বলে অভিযোগ ৷ এই ঘটনায় 6 জন পুলিশ সদস্য আহত হয় ৷ এরপর অমৃতপাল জানিয়েছিলেন, তাঁর এক সঙ্গী লাভপ্রীত তোফানকে পুলিশ গ্রেফতার করেছে ৷ কিন্তু তিনি নির্দোষ ৷ পুলিশ তাঁকে হেনস্থা করছে বলে অভিযোগ তোলেন খালিস্তানি নেতা ৷ এই ঘটনায় অমৃতপাল সিং হুমকি দেন, এফআইআর থেকে তাঁর নাম বাদ না-দেওয়া হলে, তিনি থানা ঘেরাও করবেন ৷ পরে পুলিশ অমৃতপালের ঘনিষ্ঠ বন্ধুকে ছেড়ে দেয় ৷ তবে এরপর পুলিশ অমৃতপাল সিং এবং তার সমর্থকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা করে ৷

আরও পড়ুন: মোগায় পুলিশি অভিযানে গ্রেফতার খালিস্তানি নেতা অমৃতপাল সিং

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.