ETV Bharat / bharat

Ghaziabad: তন্দুরি রুটিতে থুতু! গাজিয়াবাদে রেস্তরাঁর বিরুদ্ধে মামলা দায়ের - Uttar Pradesh

ভিডিয়োটি পিছনের দিক থেকে তোলা, তাই ঝুঁকে পড়তে দেখা গেলেও, ওই ব্যক্তিকে রুটির উপর থুতু ফেলতে দেখা যায়নি । তাই অভিযোগের সত্যতা নিয়ে ধন্দ রয়েছে ।

case-registered-against-ghaziabad-restaurant-for-allegedly-making-roti-by-spitting
তুমুল গন্ডগোল গাজিয়াবাদে
author img

By

Published : Oct 17, 2021, 4:03 PM IST

Updated : Oct 17, 2021, 4:17 PM IST

গাজিয়াবাদ, 17 অক্টোবর : থুতু মাখানো তন্দুরি রুটি বিক্রির অভিযোগে এ বার মামলা দায়ের করল গাজিয়াবাদ পুলিশ । বিষয়টি নিয়ে হিন্দু রক্ষা দলের তরফে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছিল । অভিযুক্ত বলে দাবি করে এক ব্যক্তিকে পুলিশের হাতেও তুলে দিয়েছিল তারা । তার ভিত্তিতেই মামলা দায়ের করেছে পুলিশ । বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে ।

গত শনিবার উত্তরপ্রদেশের গাজিয়াবাদের কোতোয়ালি এলাকার একটি রেস্তরাঁর ভিডিয়ো উঠে আসে নেটমাধ্যমে । তাতে দেখা যায়, উনুনের পাশে দাঁড়িয়ে একের পর এক তন্দুরি রুটি সেঁকছেন ওই ব্যক্তি । একটি রুটি উনুনে দিয়ে আচার লেচি থেকে পরের রুটি তৈরি করছেন । টেবিলে রাখা কাপড়ের উপর কাঁচা রুটিটি রাখার সময় একাধিক বার সামনে ঝুঁকে পড়তে দেখা যায় ওই ব্যক্তিকে ।

আরও পড়ুন: Bhopal Accident : বিসর্জনের শোভাযাত্রায় ঢুকে পড়ল দ্রুত গতির গাড়ি, দেখুন ভিডিয়ো

ভিডিয়োটি সামনে আসার পর অভিযোগ ওঠে, সামনে ঝুঁকে পড়ে আসলে রুটিতে থুতু ফেলছিলেন ওই ব্যক্তি । তার পর থুতু মাখানো রুটি উনুনে সেঁকতে দিচ্ছিলেন । ভিডিয়োটি পিছনের দিক থেকে তোলা, তাই ঝুঁকে পড়তে দেখা গেলেও, ওই ব্যক্তিকে রুটির উপর থুতু ফেলতে দেখা যায়নি । তাই অভিযোগের সত্যতা নিয়ে ধন্দ রয়েছে ।

তন্দুরি রুটিতে থুতু! গাজিয়াবাদে রেস্তরাঁর বিরুদ্ধে মামলা

তবে বিষয়টি সামনে আসেতই ওই রেস্তরাঁর উপর চড়াও হয় হিন্দু রক্ষা দলের কার্যকর্তারা । তাতে ব্যাপক গন্ডগোল শুরু হয় । অভিযুক্ত হিসেবে ওই ব্যক্তিকে চিহ্নিত করে পুলিশের হাতে তুলে দেয় হিন্দু রক্ষা বল । লিখিত অভিযোগও দায়ের করে । যদিও রেস্তরাঁর মালিক এবং কর্মীরা যাবতীয় অভিযোগ পুলিশকে বয়ান দিয়েছেন তাঁরা ৷ পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে । তবে ওই রেস্তরাঁয় গিয়ে যাতে কোনও রকম ঝামেলা না করা হয়, হিন্দু রক্ষা দলকে তেমনই নির্দেশ দিয়েছে পুলিশ ।

আরও পড়ুন: 82 Mann Ki Baat : মন কি বাতের দিন বদল করে টুইট প্রধানমন্ত্রীর

গাজিয়াবাদ, 17 অক্টোবর : থুতু মাখানো তন্দুরি রুটি বিক্রির অভিযোগে এ বার মামলা দায়ের করল গাজিয়াবাদ পুলিশ । বিষয়টি নিয়ে হিন্দু রক্ষা দলের তরফে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছিল । অভিযুক্ত বলে দাবি করে এক ব্যক্তিকে পুলিশের হাতেও তুলে দিয়েছিল তারা । তার ভিত্তিতেই মামলা দায়ের করেছে পুলিশ । বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে ।

গত শনিবার উত্তরপ্রদেশের গাজিয়াবাদের কোতোয়ালি এলাকার একটি রেস্তরাঁর ভিডিয়ো উঠে আসে নেটমাধ্যমে । তাতে দেখা যায়, উনুনের পাশে দাঁড়িয়ে একের পর এক তন্দুরি রুটি সেঁকছেন ওই ব্যক্তি । একটি রুটি উনুনে দিয়ে আচার লেচি থেকে পরের রুটি তৈরি করছেন । টেবিলে রাখা কাপড়ের উপর কাঁচা রুটিটি রাখার সময় একাধিক বার সামনে ঝুঁকে পড়তে দেখা যায় ওই ব্যক্তিকে ।

আরও পড়ুন: Bhopal Accident : বিসর্জনের শোভাযাত্রায় ঢুকে পড়ল দ্রুত গতির গাড়ি, দেখুন ভিডিয়ো

ভিডিয়োটি সামনে আসার পর অভিযোগ ওঠে, সামনে ঝুঁকে পড়ে আসলে রুটিতে থুতু ফেলছিলেন ওই ব্যক্তি । তার পর থুতু মাখানো রুটি উনুনে সেঁকতে দিচ্ছিলেন । ভিডিয়োটি পিছনের দিক থেকে তোলা, তাই ঝুঁকে পড়তে দেখা গেলেও, ওই ব্যক্তিকে রুটির উপর থুতু ফেলতে দেখা যায়নি । তাই অভিযোগের সত্যতা নিয়ে ধন্দ রয়েছে ।

তন্দুরি রুটিতে থুতু! গাজিয়াবাদে রেস্তরাঁর বিরুদ্ধে মামলা

তবে বিষয়টি সামনে আসেতই ওই রেস্তরাঁর উপর চড়াও হয় হিন্দু রক্ষা দলের কার্যকর্তারা । তাতে ব্যাপক গন্ডগোল শুরু হয় । অভিযুক্ত হিসেবে ওই ব্যক্তিকে চিহ্নিত করে পুলিশের হাতে তুলে দেয় হিন্দু রক্ষা বল । লিখিত অভিযোগও দায়ের করে । যদিও রেস্তরাঁর মালিক এবং কর্মীরা যাবতীয় অভিযোগ পুলিশকে বয়ান দিয়েছেন তাঁরা ৷ পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে । তবে ওই রেস্তরাঁয় গিয়ে যাতে কোনও রকম ঝামেলা না করা হয়, হিন্দু রক্ষা দলকে তেমনই নির্দেশ দিয়েছে পুলিশ ।

আরও পড়ুন: 82 Mann Ki Baat : মন কি বাতের দিন বদল করে টুইট প্রধানমন্ত্রীর

Last Updated : Oct 17, 2021, 4:17 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.