ETV Bharat / bharat

Case filed against Sanjay Raut: শিন্ডের মানহানির অভিযোগে সঞ্জয় রাউতের বিরুদ্ধে মামলা - উদ্ধব ঠাকরে

শিবসেনার নাম ও প্রতীক (Shiv Sena Name and Symbol Row) একনাথ শিন্ডেকে দেওয়ার জন্য 2 হাজার কোটি টাকার লেনদেন হয়েছে৷ এই অভিযোগ তোলায় উদ্ধব ঠাকরে গোষ্ঠীর সাংসদ সঞ্জয় রাউতের বিরুদ্ধে মামলা দায়ের হল মহারাষ্ট্রের নাসিকে ৷

Case filed against Sanjay Raut
Case filed against Sanjay Raut
author img

By

Published : Feb 20, 2023, 12:45 PM IST

নাসিক (মহারাষ্ট্র), 20 ফেব্রুয়ারি: রাজ্যসভার সাংসদ সঞ্জয় রাউতের (Rajya Sabha Sanjay Raut) বিরুদ্ধে অভিযোগ দায়ের হল ৷ তাঁর বিরুদ্ধে অভিযোগ যে তিনি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের (Maharashtra CM Eknath Shinde) বিরুদ্ধে মানহানিকর মন্তব্য করেছেন ৷ মহারাষ্ট্রের নাসিকের পঞ্চবটি থানায় অভিযোগ দায়ের করেছেন যোগেশ বেলদার ৷

গত শুক্রবার নির্বাচন কমিশনের (ECI) তরফে একনাথ শিন্ডে গোষ্ঠীকেই শিবসেনার নাম ও প্রতীক ব্য়বহারের অনুমতি দেয় ৷ তার পর থেকে এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক ৷ তপ্ত হয়ে রয়েছে মারাঠা-ভূমের রাজনীতি ৷ শনিবার অনুগামীদের সঙ্গে বৈঠকের পর উদ্ধব ঠাকরে (Uddhav Thackeray) শিন্ডে ও বিজেপির (BJP) সমালোচনা করেছিলেন ৷ নির্বাচন কমিশনকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) ভৃত্য বলে কটাক্ষ করেছিলেন ৷

তার পর উদ্ধবের সমালোচনায় সরব হন শিন্ডে অনুগামীরা ৷ সেই সমালোচনায় যোগ দিয়েছিল বিজেপিও ৷ তারই পালটা জবাব দেন উদ্ধব শিবিরের সঞ্জয় রাউত ৷ তিনি কমিশনের সিদ্ধান্তের বিরোধিতা করে শিন্ডের সমালোচনা করেন ৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগ দাবি করেন ৷ 2014 সালে ইভিএম হ্যাক করা হয়েছিল অভিযোগ করেন ৷ তাছাড়া আদানি গোষ্ঠী নিয়ে হিন্ডেনবার্গ রিসার্চের রিপোর্টকে সামনে রেখেও নিশানা করেন উদ্ধব বিরোধীদের ৷

শিবসেনার নাম ও প্রতীক তির-ধনুক শিন্ডে গোষ্ঠীকে দেওয়া নিয়ে দুর্নীতির অভিযোগ তুলেছেন সঞ্জয় রাউত ৷ তাঁর দাবি, দু’হাজার কোটি টাকার বিনিময়ে এই নাম ও প্রতীক বরাদ্দ করা হয়েছে ৷ তিনি আবারও শিন্ডের গঠন নিয়ে বিজেপির বিরুদ্ধে বিধায়ক কেনাবেচার অভিযোগ তুলে সরব হয়েছেন ৷ তাঁর এই সব মন্তব্যে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর মানহানি হয়েছে বলে অভিযোগ ৷ সেই কারণেই তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে ৷ যিনি অভিযোগ দায়ের করেছেন, তিনি শিন্ডে অনুগামী বলে পরিচিত ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন, শিবসেনার ভাঙনের শুরু গত বছরের জুন মাসে ৷ সেই সময় উদ্ধব ঠাকরে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী ৷ তাঁর নেতৃত্বেই শিবসেনা, কংগ্রেস ও এনসিপির মহা বিকাশ আঘাড়ি সরকার (MVA Government in Maharashtra) চলছে ৷ তখন বিধায়কদের একাংশকে নিয়ে বিদ্রোহ করেন একনাথ শিন্ডে ৷ ফলে দলের মধ্যেই সংখ্যালঘু হয়ে যান উদ্ধব ঠাকরে ৷ অনাস্থা ভোটে পরাজয় নিশ্চিত বুঝে তিনি পদত্যাগ করেন ৷ তার পর বিজেপির সঙ্গে হাত মিলিয়ে একনাথ শিন্ডে মহারাষ্ট্রে সরকার গড়েন ৷ মুখ্যমন্ত্রী হন ৷

এর পর দলের দখল নিতে নির্বাচন কমিশনের দ্বারস্থ হন একনাথ ৷ গত শুক্রবার একনাথের আবেদনে সাড়া দেয় কমিশন ৷ শিবসেনার নাম ও প্রতীক ব্যবহারের অনুমতি একনাথকে দেওয়া হয় ৷ 1966 সালে বালাসাহেব ঠাকরে শিবসেনা প্রতিষ্ঠা করেন ৷ কমিশনের এই সিদ্ধান্তের জেরে তাঁর ছেলে উদ্ধবের হাতছাড়া হয়ে গেল শিবসেনা ৷ আপাতত এই ইস্যুতেই সরগরম দেশের রাজনীতি ৷

আরও পড়ুন: শিবসেনার নাম ও প্রতীকের জন্য 2 হাজার কোটি টাকা হাত বদল হয়েছে, বিস্ফোরক সঞ্জয় রাউত

নাসিক (মহারাষ্ট্র), 20 ফেব্রুয়ারি: রাজ্যসভার সাংসদ সঞ্জয় রাউতের (Rajya Sabha Sanjay Raut) বিরুদ্ধে অভিযোগ দায়ের হল ৷ তাঁর বিরুদ্ধে অভিযোগ যে তিনি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের (Maharashtra CM Eknath Shinde) বিরুদ্ধে মানহানিকর মন্তব্য করেছেন ৷ মহারাষ্ট্রের নাসিকের পঞ্চবটি থানায় অভিযোগ দায়ের করেছেন যোগেশ বেলদার ৷

গত শুক্রবার নির্বাচন কমিশনের (ECI) তরফে একনাথ শিন্ডে গোষ্ঠীকেই শিবসেনার নাম ও প্রতীক ব্য়বহারের অনুমতি দেয় ৷ তার পর থেকে এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক ৷ তপ্ত হয়ে রয়েছে মারাঠা-ভূমের রাজনীতি ৷ শনিবার অনুগামীদের সঙ্গে বৈঠকের পর উদ্ধব ঠাকরে (Uddhav Thackeray) শিন্ডে ও বিজেপির (BJP) সমালোচনা করেছিলেন ৷ নির্বাচন কমিশনকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) ভৃত্য বলে কটাক্ষ করেছিলেন ৷

তার পর উদ্ধবের সমালোচনায় সরব হন শিন্ডে অনুগামীরা ৷ সেই সমালোচনায় যোগ দিয়েছিল বিজেপিও ৷ তারই পালটা জবাব দেন উদ্ধব শিবিরের সঞ্জয় রাউত ৷ তিনি কমিশনের সিদ্ধান্তের বিরোধিতা করে শিন্ডের সমালোচনা করেন ৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগ দাবি করেন ৷ 2014 সালে ইভিএম হ্যাক করা হয়েছিল অভিযোগ করেন ৷ তাছাড়া আদানি গোষ্ঠী নিয়ে হিন্ডেনবার্গ রিসার্চের রিপোর্টকে সামনে রেখেও নিশানা করেন উদ্ধব বিরোধীদের ৷

শিবসেনার নাম ও প্রতীক তির-ধনুক শিন্ডে গোষ্ঠীকে দেওয়া নিয়ে দুর্নীতির অভিযোগ তুলেছেন সঞ্জয় রাউত ৷ তাঁর দাবি, দু’হাজার কোটি টাকার বিনিময়ে এই নাম ও প্রতীক বরাদ্দ করা হয়েছে ৷ তিনি আবারও শিন্ডের গঠন নিয়ে বিজেপির বিরুদ্ধে বিধায়ক কেনাবেচার অভিযোগ তুলে সরব হয়েছেন ৷ তাঁর এই সব মন্তব্যে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর মানহানি হয়েছে বলে অভিযোগ ৷ সেই কারণেই তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে ৷ যিনি অভিযোগ দায়ের করেছেন, তিনি শিন্ডে অনুগামী বলে পরিচিত ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন, শিবসেনার ভাঙনের শুরু গত বছরের জুন মাসে ৷ সেই সময় উদ্ধব ঠাকরে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী ৷ তাঁর নেতৃত্বেই শিবসেনা, কংগ্রেস ও এনসিপির মহা বিকাশ আঘাড়ি সরকার (MVA Government in Maharashtra) চলছে ৷ তখন বিধায়কদের একাংশকে নিয়ে বিদ্রোহ করেন একনাথ শিন্ডে ৷ ফলে দলের মধ্যেই সংখ্যালঘু হয়ে যান উদ্ধব ঠাকরে ৷ অনাস্থা ভোটে পরাজয় নিশ্চিত বুঝে তিনি পদত্যাগ করেন ৷ তার পর বিজেপির সঙ্গে হাত মিলিয়ে একনাথ শিন্ডে মহারাষ্ট্রে সরকার গড়েন ৷ মুখ্যমন্ত্রী হন ৷

এর পর দলের দখল নিতে নির্বাচন কমিশনের দ্বারস্থ হন একনাথ ৷ গত শুক্রবার একনাথের আবেদনে সাড়া দেয় কমিশন ৷ শিবসেনার নাম ও প্রতীক ব্যবহারের অনুমতি একনাথকে দেওয়া হয় ৷ 1966 সালে বালাসাহেব ঠাকরে শিবসেনা প্রতিষ্ঠা করেন ৷ কমিশনের এই সিদ্ধান্তের জেরে তাঁর ছেলে উদ্ধবের হাতছাড়া হয়ে গেল শিবসেনা ৷ আপাতত এই ইস্যুতেই সরগরম দেশের রাজনীতি ৷

আরও পড়ুন: শিবসেনার নাম ও প্রতীকের জন্য 2 হাজার কোটি টাকা হাত বদল হয়েছে, বিস্ফোরক সঞ্জয় রাউত

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.