ETV Bharat / bharat

Kashmiri Carpet: বিদেশ সফরে নেতাদের কাশ্মীরের কার্পেট উপহার মোদির, খুশি নির্মাতারা

ফ্রান্সে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উপহার দিয়ে এসেছেন, কাশ্মীরের কার্পেট ৷ এতে খুশি কাশ্মীরের সিল্ক কার্পেট প্রস্তুতকারীরা ৷

ETV Bharat
কাশ্মীরের কার্পেট
author img

By

Published : Jul 16, 2023, 10:57 PM IST

শ্রীনগর, 16 জুলাই: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সদ্যসমাপ্ত ফ্রান্স সফর মুখে হাসি ফুটিয়েছে কাশ্মীরের সিল্ক কার্পেট প্রস্তুতকারীদের মুখে ৷ তাঁর এই ফ্রান্স সফরে সে দেশের ন্যাশনাল অ্যাসেম্বলির সভাপতিকে কাশ্মীরে তৈরি কার্পেট উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এতে খুশি এই শিল্পের সঙ্গে যুক্ত কর্মীরা ৷

শ্রীনগরে কার্পেট তৈরির কারখানা আছে শাহনাওয়াজ আহমেদ সোফির ৷ তাঁর মতে প্রধানমন্ত্রীর এই উদ্যোগ কাশ্মীর উপত্যকার শাল ও কার্পেট ব্যবসার বৃদ্ধিতে সহায়ক হবে ৷ তাঁর কথায়, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ফরাসী ন্যাশনাল অ্যাসেম্বলির সভাপতিকে কাশ্মীরে তৈরি কার্পেট উপহার দিয়েছেন, এটা খুবই ভালো পদক্ষেপ ৷ এর ফলে কাশ্মীরের হস্তশিল্প লাভবান হবে ৷" তিনি আরও জানিয়েছেন, এরফলে কার্পেট শিল্পীরা আরও ভালো মানের কাপের তৈরিতে উৎসাহ পাবেন ৷ জানা গিয়েছে, ফ্রান্সে উপহার স্বরূপ যে কার্পেটটি নিয়ে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সেটি 'রয়্যাল তাজ' নকশার ৷ কাশ্মীরের খ্যাতনামা কার্পেট শিল্পীরা এই নকশার কার্পেট তৈরি করে থাকেন ৷

মহম্মদ রফিক নামে একজন প্রবীণ কার্পেট শিল্পীর কথায়, "আন্তর্জাতিক ক্ষেত্রে আমাদের তৈরি কার্পেটকে পৌঁছে দেওয়ার জন্য আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে কৃতজ্ঞ ৷ বিদেশের অনেকেই কাশ্মীরের কার্পেটের বিষয়ে অবহিত নন, কিন্তু প্রধানমন্ত্রীর এই উদ্যোগের পর এবার তা পরিচিতি পাবে ৷ বিদেশীরাও আমাদের পণ্যের বিষয়ে জানতে পারবেন ৷ এটা আমাদের এখানকার কার্পেট শিল্পকে আরও তরান্বিত করবে ৷"

আরও পড়ুন: ম্যাক্রোঁকে চন্দন কাঠের সেতার, ফার্স্ট লেডিকে পোশমপল্লি শাড়ি উপহার মোদির

জম্মু-কাশ্মীরের হস্তশিল্প বিভাগের ডিরেক্টর মেহমুদ শাহ জানিয়েছেন, প্রধানমন্ত্রী মোদি তাঁর পোশাকের মাধ্যমেও কাশ্মীরের হস্তশিল্পকে তুলে ধরেছেন আন্তর্জাতিক ক্ষেত্রে ৷ তিনি জানিয়েছেন, সুইডেন সফরেও তিনি কাশ্মীরের শাল ব্যবহার করেছিলেন, সেখানকার প্রেসিডেন্টকেও এখানকার জিআই সার্টিফায়েড শাল উপহার দিয়েছিলেন প্রধানমন্ত্রী ৷ তাঁর সাম্প্রতিক মার্কিন যুক্তরাষ্ট্র সফরেও তিনি কাশ্মীরে তৈরি পেপার পাইপার ম্যাচ বক্স ও এখানকার সিল্ক কার্পেট নিয়ে গিয়েছিলেন ৷

শ্রীনগর, 16 জুলাই: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সদ্যসমাপ্ত ফ্রান্স সফর মুখে হাসি ফুটিয়েছে কাশ্মীরের সিল্ক কার্পেট প্রস্তুতকারীদের মুখে ৷ তাঁর এই ফ্রান্স সফরে সে দেশের ন্যাশনাল অ্যাসেম্বলির সভাপতিকে কাশ্মীরে তৈরি কার্পেট উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এতে খুশি এই শিল্পের সঙ্গে যুক্ত কর্মীরা ৷

শ্রীনগরে কার্পেট তৈরির কারখানা আছে শাহনাওয়াজ আহমেদ সোফির ৷ তাঁর মতে প্রধানমন্ত্রীর এই উদ্যোগ কাশ্মীর উপত্যকার শাল ও কার্পেট ব্যবসার বৃদ্ধিতে সহায়ক হবে ৷ তাঁর কথায়, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ফরাসী ন্যাশনাল অ্যাসেম্বলির সভাপতিকে কাশ্মীরে তৈরি কার্পেট উপহার দিয়েছেন, এটা খুবই ভালো পদক্ষেপ ৷ এর ফলে কাশ্মীরের হস্তশিল্প লাভবান হবে ৷" তিনি আরও জানিয়েছেন, এরফলে কার্পেট শিল্পীরা আরও ভালো মানের কাপের তৈরিতে উৎসাহ পাবেন ৷ জানা গিয়েছে, ফ্রান্সে উপহার স্বরূপ যে কার্পেটটি নিয়ে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সেটি 'রয়্যাল তাজ' নকশার ৷ কাশ্মীরের খ্যাতনামা কার্পেট শিল্পীরা এই নকশার কার্পেট তৈরি করে থাকেন ৷

মহম্মদ রফিক নামে একজন প্রবীণ কার্পেট শিল্পীর কথায়, "আন্তর্জাতিক ক্ষেত্রে আমাদের তৈরি কার্পেটকে পৌঁছে দেওয়ার জন্য আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে কৃতজ্ঞ ৷ বিদেশের অনেকেই কাশ্মীরের কার্পেটের বিষয়ে অবহিত নন, কিন্তু প্রধানমন্ত্রীর এই উদ্যোগের পর এবার তা পরিচিতি পাবে ৷ বিদেশীরাও আমাদের পণ্যের বিষয়ে জানতে পারবেন ৷ এটা আমাদের এখানকার কার্পেট শিল্পকে আরও তরান্বিত করবে ৷"

আরও পড়ুন: ম্যাক্রোঁকে চন্দন কাঠের সেতার, ফার্স্ট লেডিকে পোশমপল্লি শাড়ি উপহার মোদির

জম্মু-কাশ্মীরের হস্তশিল্প বিভাগের ডিরেক্টর মেহমুদ শাহ জানিয়েছেন, প্রধানমন্ত্রী মোদি তাঁর পোশাকের মাধ্যমেও কাশ্মীরের হস্তশিল্পকে তুলে ধরেছেন আন্তর্জাতিক ক্ষেত্রে ৷ তিনি জানিয়েছেন, সুইডেন সফরেও তিনি কাশ্মীরের শাল ব্যবহার করেছিলেন, সেখানকার প্রেসিডেন্টকেও এখানকার জিআই সার্টিফায়েড শাল উপহার দিয়েছিলেন প্রধানমন্ত্রী ৷ তাঁর সাম্প্রতিক মার্কিন যুক্তরাষ্ট্র সফরেও তিনি কাশ্মীরে তৈরি পেপার পাইপার ম্যাচ বক্স ও এখানকার সিল্ক কার্পেট নিয়ে গিয়েছিলেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.