গাজিয়াবাদ, 19 জুলাই: এক ব্যক্তিকে পিষে দিল 'বিজেপি বিধায়কের প্রতিনিধি' স্টিকারযুক্ত একটি বেপরোয়া গাড়ি ৷ সেই ঘটনার ভয়ংকর ভিডিয়ো সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই এই নিয়ে তুমুল শোরগোল শুরু হয়েছে ৷ ঘটিনাটি ঘটেছে উত্তরপ্রদেশের গাজিয়াবাদে ৷ ওই ব্যক্তিকে ধাক্কা মারার পর তাঁকে টেনে হিঁচড়ে নিয়ে গাড়ি এগিয়ে চলায় তাঁর মৃত্যু ঘটে ৷
ভিডিয়ো সোশালে ভাইরাল: ভিডিয়োটিতে দেখা যাচ্ছে, বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে রাস্তার মাঝখানে বসে থাকা এক ব্যক্তিকে ধাক্কা মারেন চালক । ঘটনাটি এক যুবকের মোবাইলে ক্যামেরাবন্দি হয়েছে ৷ সেই সময় অন্য একটি গাড়িতে চড়ে ঘটনাস্থল দিয়ে যাচ্ছিলেন তিনি ৷ স্থানীয়রা জানান, মঙ্গলবার রাত সাড়ে 12টা নাগাদ কবিনগর থানা এলাকার আরডিসি রাজনগর সেতুর কাছে এই ঘটনা ঘটে । ভিডিয়োয় আরও দেখা যায় যে, রাস্তার মাঝখানে বসে থাকা ওই ব্যক্তিকে পেছন থেকে আসা একটি সাদা রঙের গাড়ি ধাক্কা মারার পর তাঁকে নিয়েই এগিয়ে চলে গাড়িটি ৷
আরও পড়ুন: রিকশাচালককে 200 মিটার হিঁচড়ে নিয়ে গেল গাড়ি, গ্রেফতার অভিযুক্ত চালক
চালকের পালানোর চেষ্টা: লোকটি চাকার নীচে চলে যাচ্ছেন, এই বিষয়টি সম্পর্ক অবগত হওয়া সত্ত্বেও চালক গাড়ি না থামিয়ে ওই লোকটিকে টেনে হিঁচড়ে নিয়ে যান । যাঁরা অন্য গাড়ি থেকে গোটা ঘটনাটির ভিডিয়ো রেকর্ড করছিলেন, তাঁরাই চিৎকার করে গাড়ি থামাতে বলেন ৷ তড়িঘড়ি নিজেরা গাড়ি থেকে নেমে এসে অভিযুক্তের গাড়ি থামান তাঁরা ৷ এরপরই পালানোর চেষ্টা করছিলেন চালক, তবে তাতে লাভ হয়নি ৷ উদ্ধারকারী যুবকেরা তাঁকে ধরে ফেলেন ৷
মৃত্যু হয় ব্যক্তির: গাড়ির নীচে থাকা লোকটিকে বাঁচাতে তৎপর হন দুই যুবক ৷ কিন্তু ততক্ষণে অনেকটা দেরি হয়ে গিয়েছে ৷ গাড়ির নীচে আটকে পড়া লোকটির মৃত্যু হয়েছে ।
'বিজেপি বিধায়কের প্রতিনিধি' স্টিকারযুক্ত গাড়ি বাজেয়াপ্ত: কবিনগর থানার পুলিশ সুপার বলেছেন, তাঁর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং অভিযুক্ত পুলিশ হেফাজতে রয়েছেন । তিনি আরও জানান, দুর্ঘটনায় জড়িত গাড়িটি পুলিশ বাজেয়াপ্ত করেছে ।