ETV Bharat / bharat

Pithoragarh Car Accident: পিথোরাগড়ে খাদে গাড়ি পড়ে বেশ কয়েকজনের মৃত্যুর আশঙ্কা

দুর্ঘটনাটি ঘটেছে উত্তরাখণ্ডে পিথোরাগড়ে । একটি গাড়ি খাদে পড়ে যাওয়ার খবর পাওয়া গিয়েছে । গাড়িতে অনেক লোক ছিল । দুর্ঘটনায় অন্তত আট জনের মৃত্যু হয়েছে বলে খবর ৷ যদিও পুলিশ-প্রশাসন বলছে, উদ্ধার কাজ শেষ হলেই মৃতের সঠিক সংখ্যা জানাবে ।

Pithoragarh Car Accident
Pithoragarh Car Accident
author img

By

Published : Jun 22, 2023, 5:00 PM IST

পিথোরাগড়, 22 জুন: ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটল উত্তরাখণ্ডের পিথোরাগড়ে ৷ সেখানকার নাচনি থানার অন্তর্গত এলাকায় খাদে গাড়ি পড়ে ওই দুর্ঘটনা ঘটে ৷ দুর্ঘটনায় অন্তত আটজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে ৷ পুলিশ ও প্রশাসনের তরফে উদ্ধারকাজ শুরু হয়েছে ৷ এখনও পর্যন্ত মৃতদের নাম ও সঠিক পরিচয় পাওয়া যায়নি বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে ৷ তাছাড়া এই দুর্ঘটনায় ঠিক কতজন আহত হয়েছেন, সেই বিষয়টিও স্পষ্ট নয় ৷

পুলিশ ও প্রশাসনের তরফ থেকে প্রাথমিকভাবে জানা গিয়েছে, একটি গাড়িতে বেশ কয়েকজন পুজো দেওয়ার জন্য যাচ্ছিলেন ৷ তাঁরা সকলেই বাগেশ্বরের বাসিন্দা ৷ পিথোরাগড়ের কাছে গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে ৷ গাড়িটি প্রায় 600 মিটার গভীর খাদে পড়ে যায় । দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় বাসিন্দারাই প্রথমে উদ্ধার কাজ শুরু করেন ৷

স্থানীয়রাই পুলিশকে খবর দেন ৷ তার পর ঘটনাস্থলে যায় পুলিশ৷ সঙ্গে যায় এসডিআরএফ-এর টিম ৷ তারাই উদ্ধার কাজ শুরু করে ৷ স্থানীয়রা জানিয়েছেন, গাড়িটি দুমড়ে মুচড়ে গিয়েছে ৷ গাড়িতে থাকা যাত্রীদের অধিকাংশই মারা গিয়েছেন ৷ ফলে গাড়িতে কতজন ছিলেন, সেটা স্পষ্ট হলেই জানা যাবে যে সঠিক কতজন মারা গেলেন এই দুর্ঘটনায় ৷

প্রসঙ্গত, উত্তরাখণ্ডের পিথোরাগড় জেলা দুর্ঘটনাপ্রবণ বলে চিহ্নিত ৷ এই পার্বত্য জেলাটি ভূমিকম্পের দিক থেকেও জোন ফাইভের আওতায় আসে । এই জেলার রাস্তাঘাট সরু৷ রাস্তার নিচে গভীর খাদ আছে । অনেক সময় দুর্ঘটনা হওয়ার পর জানাই যায় না ৷ অনেকদিন পর খবর মেলে ৷ তবে এই দুর্ঘটনার খবর সঙ্গে সঙ্গে পাওয়া গিয়েছে ৷ ফলে উদ্ধারকাজ দ্রুত শুরু করা গিয়েছে ৷ হয়তো কয়েকজনকে বাঁচানোও যাবে ৷

আরও পড়ুন: বাইক চালককে 100 মিটার টেনে নিয়ে গেল গাড়ি, ঘটনাস্থলেই মৃত্যু যুবকের

পিথোরাগড়, 22 জুন: ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটল উত্তরাখণ্ডের পিথোরাগড়ে ৷ সেখানকার নাচনি থানার অন্তর্গত এলাকায় খাদে গাড়ি পড়ে ওই দুর্ঘটনা ঘটে ৷ দুর্ঘটনায় অন্তত আটজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে ৷ পুলিশ ও প্রশাসনের তরফে উদ্ধারকাজ শুরু হয়েছে ৷ এখনও পর্যন্ত মৃতদের নাম ও সঠিক পরিচয় পাওয়া যায়নি বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে ৷ তাছাড়া এই দুর্ঘটনায় ঠিক কতজন আহত হয়েছেন, সেই বিষয়টিও স্পষ্ট নয় ৷

পুলিশ ও প্রশাসনের তরফ থেকে প্রাথমিকভাবে জানা গিয়েছে, একটি গাড়িতে বেশ কয়েকজন পুজো দেওয়ার জন্য যাচ্ছিলেন ৷ তাঁরা সকলেই বাগেশ্বরের বাসিন্দা ৷ পিথোরাগড়ের কাছে গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে ৷ গাড়িটি প্রায় 600 মিটার গভীর খাদে পড়ে যায় । দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় বাসিন্দারাই প্রথমে উদ্ধার কাজ শুরু করেন ৷

স্থানীয়রাই পুলিশকে খবর দেন ৷ তার পর ঘটনাস্থলে যায় পুলিশ৷ সঙ্গে যায় এসডিআরএফ-এর টিম ৷ তারাই উদ্ধার কাজ শুরু করে ৷ স্থানীয়রা জানিয়েছেন, গাড়িটি দুমড়ে মুচড়ে গিয়েছে ৷ গাড়িতে থাকা যাত্রীদের অধিকাংশই মারা গিয়েছেন ৷ ফলে গাড়িতে কতজন ছিলেন, সেটা স্পষ্ট হলেই জানা যাবে যে সঠিক কতজন মারা গেলেন এই দুর্ঘটনায় ৷

প্রসঙ্গত, উত্তরাখণ্ডের পিথোরাগড় জেলা দুর্ঘটনাপ্রবণ বলে চিহ্নিত ৷ এই পার্বত্য জেলাটি ভূমিকম্পের দিক থেকেও জোন ফাইভের আওতায় আসে । এই জেলার রাস্তাঘাট সরু৷ রাস্তার নিচে গভীর খাদ আছে । অনেক সময় দুর্ঘটনা হওয়ার পর জানাই যায় না ৷ অনেকদিন পর খবর মেলে ৷ তবে এই দুর্ঘটনার খবর সঙ্গে সঙ্গে পাওয়া গিয়েছে ৷ ফলে উদ্ধারকাজ দ্রুত শুরু করা গিয়েছে ৷ হয়তো কয়েকজনকে বাঁচানোও যাবে ৷

আরও পড়ুন: বাইক চালককে 100 মিটার টেনে নিয়ে গেল গাড়ি, ঘটনাস্থলেই মৃত্যু যুবকের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.